শাকিলা ববি, সিলেট
বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে হজরত শাহজালালের (রহ.) মাজারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লঙ্গরখানায় নারী ও পুরুষের জন্য নির্দিষ্ট বসার স্থানে সারি করে মুসাফিরদের বসান স্বেচ্ছাসেবকেরা। এই মুসাফিরদের তালিকায় আছেন শ্রমজীবী মানুষ, পাগল, ফকির, মাজারভক্ত অনেক অবস্থাসম্পন্ন মানুষ ও শিক্ষার্থীরাও। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ধনী-গরিব নির্বিশেষে সবাই এককাতারে বসে ইফতার করেন।
হজরত শাহজালালের (রহ.) মাজারে মুসাফিরদের সাহরি ও ইফতার করানোর ঐতিহ্য প্রায় ৭০০ বছরের। কিন্তু করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল এই কার্যক্রম। তবে করোনার প্রকোপ কমে যাওয়ায় অতীতের মতো এবারও আয়োজন করা হয়েছে সাহরি ও ইফতারের। গতকাল রোববার প্রথম রমজান থেকে শাহজালালের (রহ.) মাজারে মুসাফিরদের জন্য আয়োজন করা হয় সাহরি ও ইফতারের। শুধু সিলেটের বাসিন্দা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও শাহজালালের (রহ.) মাজারে ভক্তরা শুধু ইফতারের স্বাদ গ্রহণ করতে এখানে আসেন।
শাহজালালের (রহ.) মাজার সূত্রে জানা গেছে, মুসাফিরদের সাহরিতে খাওয়ানো হয় ভাত, তরকারি অথবা খিচুড়ি। ইফতারে খাওয়ানো হয় খেজুর, জিলাপি, পিঁয়াজি, খিচুড়ি অথবা আখনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাজারে সাহরি ও ইফতার করেন। তবে সাহরি থেকে ইফতারের সময় বেশি মানুষ থাকেন। নারী ও পুরুষের জন্য নির্দিষ্ট বসার স্থান রয়েছে মাজারে। মাজারের লঙ্গরখানার পাশেই মুসাফিরখানায় নিচতলায় নারী মুসাফিরেরা বসেন। দ্বিতীয় তলায় পুরুষ মুসাফিরেরা বসে খাবার গ্রহণ করেন। নারীদের সংখ্যা বেশি হলে দ্বিতীয় তলার একপাশে বসার ব্যবস্থা করা হয়। রান্না ও খাবার পরিবেশনের জন্য প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক রয়েছেন মাজারে।
ইফতার করতে আসা রিকশাচালক আতিক মিয়া বলেন, ‘প্রায় সাত বছর ধরে রোজায় মাজারে ইফতার করি। আমার মতো অনেক রিকশাচালক আছেন যাদের ভরসা মাজারের ইফতার।’
হজরত শাহজালালের (রহ.) মাজার সেক্রেটারি সামুন মাহমুদ খান বলেন, মাজারের দীর্ঘদিনের ঐতিহ্য রমজানে মাসে মুসাফিরদের ইফতার করানো। প্রতিদিন ২০০-৩০০ মানুষ মাজারে ইফতার করেন। প্রথম চার পাঁচ রোজা পর্যন্ত মানুষজন একটু কম আসেন। তবে এরপর থেকে মুসাফিরদের সংখ্যা বাড়তে থাকে।
বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে হজরত শাহজালালের (রহ.) মাজারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লঙ্গরখানায় নারী ও পুরুষের জন্য নির্দিষ্ট বসার স্থানে সারি করে মুসাফিরদের বসান স্বেচ্ছাসেবকেরা। এই মুসাফিরদের তালিকায় আছেন শ্রমজীবী মানুষ, পাগল, ফকির, মাজারভক্ত অনেক অবস্থাসম্পন্ন মানুষ ও শিক্ষার্থীরাও। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ধনী-গরিব নির্বিশেষে সবাই এককাতারে বসে ইফতার করেন।
হজরত শাহজালালের (রহ.) মাজারে মুসাফিরদের সাহরি ও ইফতার করানোর ঐতিহ্য প্রায় ৭০০ বছরের। কিন্তু করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল এই কার্যক্রম। তবে করোনার প্রকোপ কমে যাওয়ায় অতীতের মতো এবারও আয়োজন করা হয়েছে সাহরি ও ইফতারের। গতকাল রোববার প্রথম রমজান থেকে শাহজালালের (রহ.) মাজারে মুসাফিরদের জন্য আয়োজন করা হয় সাহরি ও ইফতারের। শুধু সিলেটের বাসিন্দা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও শাহজালালের (রহ.) মাজারে ভক্তরা শুধু ইফতারের স্বাদ গ্রহণ করতে এখানে আসেন।
শাহজালালের (রহ.) মাজার সূত্রে জানা গেছে, মুসাফিরদের সাহরিতে খাওয়ানো হয় ভাত, তরকারি অথবা খিচুড়ি। ইফতারে খাওয়ানো হয় খেজুর, জিলাপি, পিঁয়াজি, খিচুড়ি অথবা আখনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাজারে সাহরি ও ইফতার করেন। তবে সাহরি থেকে ইফতারের সময় বেশি মানুষ থাকেন। নারী ও পুরুষের জন্য নির্দিষ্ট বসার স্থান রয়েছে মাজারে। মাজারের লঙ্গরখানার পাশেই মুসাফিরখানায় নিচতলায় নারী মুসাফিরেরা বসেন। দ্বিতীয় তলায় পুরুষ মুসাফিরেরা বসে খাবার গ্রহণ করেন। নারীদের সংখ্যা বেশি হলে দ্বিতীয় তলার একপাশে বসার ব্যবস্থা করা হয়। রান্না ও খাবার পরিবেশনের জন্য প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক রয়েছেন মাজারে।
ইফতার করতে আসা রিকশাচালক আতিক মিয়া বলেন, ‘প্রায় সাত বছর ধরে রোজায় মাজারে ইফতার করি। আমার মতো অনেক রিকশাচালক আছেন যাদের ভরসা মাজারের ইফতার।’
হজরত শাহজালালের (রহ.) মাজার সেক্রেটারি সামুন মাহমুদ খান বলেন, মাজারের দীর্ঘদিনের ঐতিহ্য রমজানে মাসে মুসাফিরদের ইফতার করানো। প্রতিদিন ২০০-৩০০ মানুষ মাজারে ইফতার করেন। প্রথম চার পাঁচ রোজা পর্যন্ত মানুষজন একটু কম আসেন। তবে এরপর থেকে মুসাফিরদের সংখ্যা বাড়তে থাকে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে