নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাপুরে ২০০৩ সালে ১৫ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) স্থাপনের কাজ শুরু হয়। প্লট নির্মাণ শেষে ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর শিল্প নগরী উদ্বোধন করা হয়। কিন্তু গত দেড় দশকেও নানা সংকটে শিল্পসহায়ক পরিবেশ তৈরি হয়নি। জেলার এ বিসিক এখন শুধু নামেই শিল্পনগরী।
সারা দিন জনশূন্য এ শিল্প এলাকাটি বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মাদকসেবীর দখলে থাকে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে সম্প্রতি বিসিকে বেড়েছে চোরের উৎপাত। সম্প্রতি একাধিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বিসিকের নানান সমস্যা, করোনাকালীন ব্যবসায় মন্দার মধ্যে অব্যাহত চুরির ঘটনায় উদ্যোক্তারা ক্ষুব্ধ।
বিসিক শিল্পনগরী ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিন যত যাচ্ছে বিসিকটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। গ্যাস, পানি সংকট, চুরি-ছিনতাই ও নিরাপত্তাহীনতার কারণে বরাদ্দ প্লটগুলো খালি পড়ে আছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি কারখানা সচল আছে।
বিসিকে অবকাঠামো গড়ে উঠলেও বেশির ভাগ প্লটই পরিত্যক্ত বা খালি পড়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা নাজুক। বর্ষাকালে পানি জমে থাকে। ভেতরের রাস্তাঘাট ভাঙাচোরা। কিছু প্রতিষ্ঠানে ঝুলছে তালা।
শুরুতে বিসিকের ১০৮টি প্লটের মধ্যে শিল্প-কারখানা স্থাপনের জন্য ৬২টি প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পরও সব প্লটে গড়ে ওঠেনি প্রতিষ্ঠান। কিছু ব্যক্তি প্লট বরাদ্দ নিয়ে নাম মাত্র দখলে রাখা হয়েছে। আবেদন দেওয়ার পর কিছু প্লটের বরাদ্দ বাতিল করা হয়। যা নিয়ে আগে বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আদালতে মামলা করেন।
রাবার কারখানায় কর্মরত এক কর্মকর্তা বলেন, তাদের প্রতিষ্ঠানের সামনের সড়কটিতে কোনো বৈদ্যুতিক বাতি নেই। সন্ধ্যার পর থেকে প্রতিষ্ঠানের ভেতরের লাইট ছাড়া বাকি অংশটুকু অন্ধকার থাকে। গত আড়াই মাসে তিনবার চুরির ঘটনা ঘটেছে এ প্রতিষ্ঠানে। চোরের দল কারখানা থেকে মূল্যবান তিনটি মেশিন, চারটি পানির মোটর, একটি ড্রিল মেশিন ও লোহার প্লেটসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। একাধিকবার প্রতিষ্ঠান পাহারা দেওয়ার লোক নিলেও স্থানীয় কিছু বখাটের কারণে তারা চাকরি ছেড়ে চলে যায়।
হাজী প্লাস্টিকের পরিচালক মো. শহিদুল আলম জানান, বিসিকে বর্তমানে সবচেয়ে বড় সংকট গ্যাসের। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে এখানে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। জেলার দক্ষিণাঞ্চলে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, তার জন্য এখানে বড় ধরনের কোল্ড স্টোরেজ করা দরকার।
নোয়াখালী শিল্প নগরীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহাবুব উল্যাহ গ্যাসসহ কিছু সংকটের কথা স্বীকার করে দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমানে গ্যাসের যে সংযোগ রয়েছে তা বাসা-বাড়িতে ব্যবহারের জন্য। সংযোগটি ছয় ইঞ্চি পাইপ দিয়ে দেওয়। গ্যাসের চাপ বাড়ানোর জন্য বাখরাবাদ গ্যাস ক্ষেত্রকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে গ্যাসের সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাহাবুব উল্যাহ আরও বলেন, শুধু সংকটের কারণে বিসিক পূর্ণতা পায়নি কথাটি ঠিক না। উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়েও নির্দিষ্ট সময়ে চালু না করার কারণে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না।
নোয়াখালীর সোনাপুরে ২০০৩ সালে ১৫ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) স্থাপনের কাজ শুরু হয়। প্লট নির্মাণ শেষে ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর শিল্প নগরী উদ্বোধন করা হয়। কিন্তু গত দেড় দশকেও নানা সংকটে শিল্পসহায়ক পরিবেশ তৈরি হয়নি। জেলার এ বিসিক এখন শুধু নামেই শিল্পনগরী।
সারা দিন জনশূন্য এ শিল্প এলাকাটি বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মাদকসেবীর দখলে থাকে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে সম্প্রতি বিসিকে বেড়েছে চোরের উৎপাত। সম্প্রতি একাধিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বিসিকের নানান সমস্যা, করোনাকালীন ব্যবসায় মন্দার মধ্যে অব্যাহত চুরির ঘটনায় উদ্যোক্তারা ক্ষুব্ধ।
বিসিক শিল্পনগরী ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিন যত যাচ্ছে বিসিকটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। গ্যাস, পানি সংকট, চুরি-ছিনতাই ও নিরাপত্তাহীনতার কারণে বরাদ্দ প্লটগুলো খালি পড়ে আছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি কারখানা সচল আছে।
বিসিকে অবকাঠামো গড়ে উঠলেও বেশির ভাগ প্লটই পরিত্যক্ত বা খালি পড়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা নাজুক। বর্ষাকালে পানি জমে থাকে। ভেতরের রাস্তাঘাট ভাঙাচোরা। কিছু প্রতিষ্ঠানে ঝুলছে তালা।
শুরুতে বিসিকের ১০৮টি প্লটের মধ্যে শিল্প-কারখানা স্থাপনের জন্য ৬২টি প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পরও সব প্লটে গড়ে ওঠেনি প্রতিষ্ঠান। কিছু ব্যক্তি প্লট বরাদ্দ নিয়ে নাম মাত্র দখলে রাখা হয়েছে। আবেদন দেওয়ার পর কিছু প্লটের বরাদ্দ বাতিল করা হয়। যা নিয়ে আগে বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আদালতে মামলা করেন।
রাবার কারখানায় কর্মরত এক কর্মকর্তা বলেন, তাদের প্রতিষ্ঠানের সামনের সড়কটিতে কোনো বৈদ্যুতিক বাতি নেই। সন্ধ্যার পর থেকে প্রতিষ্ঠানের ভেতরের লাইট ছাড়া বাকি অংশটুকু অন্ধকার থাকে। গত আড়াই মাসে তিনবার চুরির ঘটনা ঘটেছে এ প্রতিষ্ঠানে। চোরের দল কারখানা থেকে মূল্যবান তিনটি মেশিন, চারটি পানির মোটর, একটি ড্রিল মেশিন ও লোহার প্লেটসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। একাধিকবার প্রতিষ্ঠান পাহারা দেওয়ার লোক নিলেও স্থানীয় কিছু বখাটের কারণে তারা চাকরি ছেড়ে চলে যায়।
হাজী প্লাস্টিকের পরিচালক মো. শহিদুল আলম জানান, বিসিকে বর্তমানে সবচেয়ে বড় সংকট গ্যাসের। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে এখানে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। জেলার দক্ষিণাঞ্চলে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, তার জন্য এখানে বড় ধরনের কোল্ড স্টোরেজ করা দরকার।
নোয়াখালী শিল্প নগরীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহাবুব উল্যাহ গ্যাসসহ কিছু সংকটের কথা স্বীকার করে দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমানে গ্যাসের যে সংযোগ রয়েছে তা বাসা-বাড়িতে ব্যবহারের জন্য। সংযোগটি ছয় ইঞ্চি পাইপ দিয়ে দেওয়। গ্যাসের চাপ বাড়ানোর জন্য বাখরাবাদ গ্যাস ক্ষেত্রকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে গ্যাসের সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাহাবুব উল্যাহ আরও বলেন, শুধু সংকটের কারণে বিসিক পূর্ণতা পায়নি কথাটি ঠিক না। উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়েও নির্দিষ্ট সময়ে চালু না করার কারণে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে