Ajker Patrika

সিবিএ নেতাকে বদলির প্রতিবাদে কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ৪৮
সিবিএ নেতাকে বদলির প্রতিবাদে কর্মবিরতি

কুষ্টিয়ায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী (পিএ) ও সিবিএ নেতা মতিউর রহমানকে বরিশাল গণপূর্তে বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা।

গতকাল বৃহস্পতিবার তাঁরা কর্মবিরতি দিয়ে এ কর্মসূচি পালন করেন। সমাবেশে এ বদলি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। এ ছাড়া বদলি বাতিল করতে জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ‘কুষ্টিয়া গণপূর্তের বর্তমান নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত। তানা মেডিকেল কলেজের টেন্ডারে নানা অনিয়ম, দুর্নীতি করেন। পাশাপাশি ঠিকাদারদের বিল প্রধানসহ নানা কাজে তিনি কমিশন আদায় করেন। এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশও হয়েছে। বিষয়টি নিয়ে ঠিকাদারদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে।’

বক্তারা আরও বলেন, ‘এদিকে মতিউর রহমান দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলামের নানা অপকর্ম, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ কারণে নিজের অপকর্ম ঢাকতে ওই নির্বাহী প্রকৌশলী ক্ষমতার জোরে শ্রমিক নেতা মতিউর রহমানকে বরিশাল গণপূর্তে বদলি করেছেন। আমরা এ বদলি বাতিল চাই।’ এইচ এম মতিউর রহমান একাধারে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) নাসিম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মতিউর রহমান ট্রান্সফারেবল জব করেন। এ কারণে বদলির বিষয়টি সাধারণ একটি ঘটনা।’

কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে বদলি করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে নাসিম খান বলেন, ‘আমি এই মুহূর্তে বাইরে আছি, আমার সঙ্গে অনেক লোকজন আছে। তাই এ ব্যাপারে আমি পরে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত