সাক্ষাৎকার

আমি যেন এর যোগ্য হয়ে উঠতে পারি

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গত বৃহস্পতিবার ভারত সরকার মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। পদ্মশ্রী সম্মাননায় ভূষিত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার উপসম্পাদক জাহীদ রেজা নূর

প্রশ্ন: পদ্মশ্রী সম্মাননার জন্য আপনাকে অভিনন্দন। এখন তো দায়িত্ব আরও বেড়ে গেল। কীভাবে সে দায়িত্ব পালন করবেন?
রেজওয়ানা চৌধুরী বন্যা: এই সম্মাননাপ্রাপ্তির কারণে আলাদা কিছু করব না। কিন্তু এটা নিশ্চয়ই একটা বড় অনুপ্রেরণা, সম্মান। এটা আরও দায়বদ্ধতা তৈরি করবে। যা করছি, সে জায়গাটা আরও দৃঢ় হবে। এই সম্মানের যোগ্য হয়ে উঠতে পারছি কি না, সেটা থাকবে ভাবনায়। আগেও ছিল, এখনো থাকবে।  আমি যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, সেই লক্ষ্যেই কাজ করে যাব।

প্রশ্ন: আমাদের বর্তমান সাংস্কৃতিক অবস্থাটাকে কি একটু দোদুল্যমান বলে মনে হচ্ছে না? ঠিকভাবে কি এগোচ্ছে সব?
রেজওয়ানা চৌধুরী বন্যা: যেভাবে হওয়া উচিত, সেভাবে তো কিছুই হচ্ছে না। সময়টা খুব দ্রুত আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা তো পুরোনো আমলের মানুষ। এখনকার ছেলেমেয়েরা সেসব শুনতেও চায় না, বুঝতেও চায় না। ওরা এই যুগের সঙ্গে তাল মিলিয়ে তাড়াতাড়ি কিছু করতে চায়। আমাদের মতো পুরোনো আমলের মানুষের জন্য এসব কিছু গ্রহণযোগ্য হয় না। আমরা এসব নিয়ে খুঁতখুঁত করতে থাকি। এখনকার বাচ্চাদের অ্যাটিচ্যুড পরিবর্তিত হয়েছে, সময়ও পরিবর্তিত হয়েছে।

প্রশ্ন: তাহলে আপনারা যাঁরা বড় আছেন, তাঁদেরও কি এই সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে না?
রেজওয়ানা চৌধুরী বন্যা: জেনারেশন গ্যাপ তো ক্রমেই বাড়ছে। প্রযুক্তিগত দিক থেকে যত নানা ধরনের জিনিস আসছে, আমাদের থেকে তরুণ প্রজন্মের দূরত্ব ততই বাড়ছে। শিল্পচর্চার জায়গাটাকে তখনো মনে করতাম, এখনো মনে করি, এটা একটা সাধনার জায়গা। তৈরি হতে অনেক সময় লাগে। এখানে কোনো ম্যাজিক নেই। আমার ধারণা, এখনকার প্রজন্ম অতটা সময় দিতে রাজি না। তবে ব্যতিক্রম অবশ্যই আছে। তবে এই গ্যাপটা থাকবে না, যখন আমাদের প্রজন্ম চলে যাবে। তখন তো নতুন প্রজন্মই থাকবে। নতুন প্রজন্ম তাদের মতো করে তৈরি করে নেবে।

প্রশ্ন: পৃষ্ঠপোষকতার দরকার তো হয়।   
রেজওয়ানা চৌধুরী বন্যা: আমাদের মনে পৃষ্ঠপোষকতার যে ধ্যানধারণা, এখনকার ছেলেমেয়েদের ধ্যানধারণা সে রকম নয়। এখন সময় এত দ্রুত ধাবমান যে আমাদের সময়কার পৃষ্ঠপোষকতা ওদের সেভাবে কাজে লাগবে না। আমরা মনে করি, সাধনা করতে হবে, সেটা আট-দশ বছর সময়ের ব্যাপার। এখন কি সেই সময় আছে? সবাই কম্পিউটার চালাতে জানে, সবার একটা করে স্টুডিও আছে, গানটা একটু বুঝতে পারলেই নিজের স্টুডিওতে রেকর্ড করতে শুরু করে দেয়। এরপর প্রচার করতে শুরু করে কোনো না কোনো মাধ্যমে। যদি লেগে গেল তো স্টার হয়ে গেল।

প্রশ্ন: আশার আলো কি দেখতে পাচ্ছেন কোথাও?
রেজওয়ানা চৌধুরী বন্যা: হতাশ হলে চলবে না। বলে যেতে হবে বারবার। দশজন বা এক শ জনের মধ্যে কিছুসংখ্যক শিল্পী তো বেরিয়ে আসবেই। তারা তৈরি হবে। চর্চা করবে। তাদের গাওয়াটা যন্ত্রনির্ভর হবে না। আর সেভাবেই সত্যিকারের শিল্পী বেরিয়ে আসবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত