হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি নবজাতক উধাও হয়। পাঁচ ঘণ্টা পর প্রসূতি ওয়ার্ডের এক নারীর কাছ থেকে উদ্ধার হয় নবজাতকটি।
গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের স্ক্যানো ওয়ার্ড থেকে হারিয়ে যায় নবজাতকটি। নবজাতকটি শায়েস্তাগঞ্জ উপজেলার মড়–রা গ্রামের দেলওয়ার হোসেন ও ফেরদৌস আরা দম্পতির দ্বিতীয় সন্তান।
নবজাতকের ফুফু নুরুন্নাহার বেগম জানান, ফেরদৌস আরা হবিগঞ্জ সদর হাসপাতালে মঙ্গলবার ভোরে একটি ছেলে সন্তানের জন্ম দেন। ঠান্ডাজনিত কারণে নবজাতকটিকে হাসপাতালের দ্বিতীয় তলায় স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় নবজাতকের মা নিচ তলায় প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
সকাল ৯টার দিকে নবজাতকের ফুফু বাচ্চা আনতে স্ক্যানো ওয়ার্ডে গেলে দায়িত্বরত নার্স জানান, বাচ্চাকে তাঁর বাবা নিয়ে গেছেন। অথচ ওই সময় নবজাতকের বাবা হাসপাতালেই ছিলেন না।
জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশা এলাকার মাসুম চৌধুরীর স্ত্রী আকলিমা বেগম একই দিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাঁদের শিশুও ছিল স্ক্যানো ওয়ার্ডে। সকাল ৯টার দিকে মাসুম চৌধুরীর মা রাবেয়া খাতুন ওই নবজাতককে স্ক্যানো ওয়ার্ড থেকে নিয়ে আসেন।
রাবেয়া খাতুন জানান, নার্স ভুলবশত তাঁদের কন্যা শিশুর বদলে ছেলে নবজাতকটি তাঁদের কাছে দিয়েছিল। কিছুক্ষণ পর তারা দেখতে পায় কন্যার শিশুর বদলে স্ক্যানো ওয়ার্ড থেকে একটি ছেলে শিশু দেওয়া হয়েছে। বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে চাইলেও ভয়ে জানান। একপর্যায়ে সুযোগ বুঝে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
হাসপাতালে উত্তেজনা দেখা দিলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। অবশেষে সেই নবজাতকের সন্ধান মিলে প্রসূতি ওয়ার্ডের আকলিমা বেগম নামে এক নারীর কাছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘সদর হাসপাতাল থেকে একটি নবজাতক ‘উধাও’ হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে এসে তদন্ত শুরু করি। হাসপাতালের স্ক্যানো ওয়ার্ড বা এর আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টি জটিল হয়ে যায়। এটি ইচ্ছাকৃত নাকি ভুলবশত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।’
হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি নবজাতক উধাও হয়। পাঁচ ঘণ্টা পর প্রসূতি ওয়ার্ডের এক নারীর কাছ থেকে উদ্ধার হয় নবজাতকটি।
গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের স্ক্যানো ওয়ার্ড থেকে হারিয়ে যায় নবজাতকটি। নবজাতকটি শায়েস্তাগঞ্জ উপজেলার মড়–রা গ্রামের দেলওয়ার হোসেন ও ফেরদৌস আরা দম্পতির দ্বিতীয় সন্তান।
নবজাতকের ফুফু নুরুন্নাহার বেগম জানান, ফেরদৌস আরা হবিগঞ্জ সদর হাসপাতালে মঙ্গলবার ভোরে একটি ছেলে সন্তানের জন্ম দেন। ঠান্ডাজনিত কারণে নবজাতকটিকে হাসপাতালের দ্বিতীয় তলায় স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় নবজাতকের মা নিচ তলায় প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
সকাল ৯টার দিকে নবজাতকের ফুফু বাচ্চা আনতে স্ক্যানো ওয়ার্ডে গেলে দায়িত্বরত নার্স জানান, বাচ্চাকে তাঁর বাবা নিয়ে গেছেন। অথচ ওই সময় নবজাতকের বাবা হাসপাতালেই ছিলেন না।
জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশা এলাকার মাসুম চৌধুরীর স্ত্রী আকলিমা বেগম একই দিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাঁদের শিশুও ছিল স্ক্যানো ওয়ার্ডে। সকাল ৯টার দিকে মাসুম চৌধুরীর মা রাবেয়া খাতুন ওই নবজাতককে স্ক্যানো ওয়ার্ড থেকে নিয়ে আসেন।
রাবেয়া খাতুন জানান, নার্স ভুলবশত তাঁদের কন্যা শিশুর বদলে ছেলে নবজাতকটি তাঁদের কাছে দিয়েছিল। কিছুক্ষণ পর তারা দেখতে পায় কন্যার শিশুর বদলে স্ক্যানো ওয়ার্ড থেকে একটি ছেলে শিশু দেওয়া হয়েছে। বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে চাইলেও ভয়ে জানান। একপর্যায়ে সুযোগ বুঝে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
হাসপাতালে উত্তেজনা দেখা দিলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। অবশেষে সেই নবজাতকের সন্ধান মিলে প্রসূতি ওয়ার্ডের আকলিমা বেগম নামে এক নারীর কাছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘সদর হাসপাতাল থেকে একটি নবজাতক ‘উধাও’ হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে এসে তদন্ত শুরু করি। হাসপাতালের স্ক্যানো ওয়ার্ড বা এর আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টি জটিল হয়ে যায়। এটি ইচ্ছাকৃত নাকি ভুলবশত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে