মধুপুর প্রতিনিধি
উপহার হিসেবে স্ত্রী সালেহা বেগমের নামে সাড়ে ১৯ শতাংশ জমি লিখে দিয়েছিলেন মধুপুরের মেছের আলী। স্বামীর ভালোবাসার উপহার হিসেবে দেওয়া সেই জমি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনের জন্য দান করেছেন সালেহা বেগম। উপজেলার কুড়াগাছা ইউপির নির্মিতব্য নতুন ভবনের জন্য এ জমি দান করেছেন তিনি। গত মঙ্গলবার মধুপুর সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে সাড়ে ১৯ শতাংশ জমি দলিল করে দেন সালেহা।
জানা যায়, মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন ভেঙে ২০১৮ সালে তিনটি নতুন ইউনিয়ন গঠন করে স্থানীয় সরকার। এগুলো হলো অরণখোলা, কুড়াগাছা ও বেরীবাইদ ইউনিয়ন। অরণখোলা বাদে নতুন দুই ইউপির কার্যক্রম চলছে ভাড়া ঘরে।
ইউনিয়ন পরিষদের নামে জায়গা না থাকায় সরকারিভাবে ভবন বরাদ্দ পাওয়া যাচ্ছিল না। ইউপির প্রয়োজন ছিল ২৫ শতাংশ জমি। বর্গাজমি চাষ আর শ্রম বিক্রি করা পিরোজপুর গ্রামের মেছের আলীর সম্মতি নিয়ে তাঁর স্ত্রী সালেহা বেগম ইউপির ভবন নির্মাণের জন্য সাড়ে ১৯ শতাংশ জমি লিখে দিয়েছেন। এই জমির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিন সন্তানের জননী গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘সাড়ে ১৯ শতাংশ জমি স্বামী মেছের আলী ভালোবেসে আমাকে লিখে দিয়েছিলেন। সেই জমিই স্বামীর সম্মতি নিয়ে জনগণের কল্যাণের কথা ভেবে দান করেছি।’
জানা যায়, তিন সন্তানের বড়জন আব্দুস ছালামকে অর্থকষ্টে লেখাপড়া করাতে পারেননি তাঁরা। দ্বিতীয় সন্তান আল আমিন প্যাথলজিতে ডিপ্লোমা করেছেন। তৃতীয় সন্তান রফিক ডিগ্রিতে পড়ার পাশাপাশি ছোট একটি স্টুডিও দিয়ে কোনো রকমে পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি সংসারে জোগান দিচ্ছেন।
এ নিয়ে সালেহা বেগম আরও বলেন, ‘সন্তানদের কল্যাণ আল্লায় করবে। আমি মানুষের কল্যাণের জন্য জমি দান করে দিলাম।’
এদিকে এই দম্পতি ছাড়াও স্থানীয় খুদে ব্যবসায়ী মো. আজিজুল হকও ইউপির জন্য লিখে দিয়েছেন সাড়ে ৪ শতাংশ জমি। যার মূল্য ৬ লক্ষাধিক টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে জমিদাতা মেছের আলী ও আজিজুল ইসলামকে শুভেচ্ছা জানান।
এ ব্যাপারে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন, ‘বর্তমানে নিঃস্বার্থভাবে দান করার মানুষ খুবই কম। সালেহা ও আজিজুলের দান মহানুভবতার বহিঃপ্রকাশ।’
উপহার হিসেবে স্ত্রী সালেহা বেগমের নামে সাড়ে ১৯ শতাংশ জমি লিখে দিয়েছিলেন মধুপুরের মেছের আলী। স্বামীর ভালোবাসার উপহার হিসেবে দেওয়া সেই জমি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনের জন্য দান করেছেন সালেহা বেগম। উপজেলার কুড়াগাছা ইউপির নির্মিতব্য নতুন ভবনের জন্য এ জমি দান করেছেন তিনি। গত মঙ্গলবার মধুপুর সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে সাড়ে ১৯ শতাংশ জমি দলিল করে দেন সালেহা।
জানা যায়, মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন ভেঙে ২০১৮ সালে তিনটি নতুন ইউনিয়ন গঠন করে স্থানীয় সরকার। এগুলো হলো অরণখোলা, কুড়াগাছা ও বেরীবাইদ ইউনিয়ন। অরণখোলা বাদে নতুন দুই ইউপির কার্যক্রম চলছে ভাড়া ঘরে।
ইউনিয়ন পরিষদের নামে জায়গা না থাকায় সরকারিভাবে ভবন বরাদ্দ পাওয়া যাচ্ছিল না। ইউপির প্রয়োজন ছিল ২৫ শতাংশ জমি। বর্গাজমি চাষ আর শ্রম বিক্রি করা পিরোজপুর গ্রামের মেছের আলীর সম্মতি নিয়ে তাঁর স্ত্রী সালেহা বেগম ইউপির ভবন নির্মাণের জন্য সাড়ে ১৯ শতাংশ জমি লিখে দিয়েছেন। এই জমির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিন সন্তানের জননী গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘সাড়ে ১৯ শতাংশ জমি স্বামী মেছের আলী ভালোবেসে আমাকে লিখে দিয়েছিলেন। সেই জমিই স্বামীর সম্মতি নিয়ে জনগণের কল্যাণের কথা ভেবে দান করেছি।’
জানা যায়, তিন সন্তানের বড়জন আব্দুস ছালামকে অর্থকষ্টে লেখাপড়া করাতে পারেননি তাঁরা। দ্বিতীয় সন্তান আল আমিন প্যাথলজিতে ডিপ্লোমা করেছেন। তৃতীয় সন্তান রফিক ডিগ্রিতে পড়ার পাশাপাশি ছোট একটি স্টুডিও দিয়ে কোনো রকমে পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি সংসারে জোগান দিচ্ছেন।
এ নিয়ে সালেহা বেগম আরও বলেন, ‘সন্তানদের কল্যাণ আল্লায় করবে। আমি মানুষের কল্যাণের জন্য জমি দান করে দিলাম।’
এদিকে এই দম্পতি ছাড়াও স্থানীয় খুদে ব্যবসায়ী মো. আজিজুল হকও ইউপির জন্য লিখে দিয়েছেন সাড়ে ৪ শতাংশ জমি। যার মূল্য ৬ লক্ষাধিক টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে জমিদাতা মেছের আলী ও আজিজুল ইসলামকে শুভেচ্ছা জানান।
এ ব্যাপারে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন, ‘বর্তমানে নিঃস্বার্থভাবে দান করার মানুষ খুবই কম। সালেহা ও আজিজুলের দান মহানুভবতার বহিঃপ্রকাশ।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে