ক্রীড়া ডেস্ক
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে গতকাল সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারলেন লিওনেল মেসিরা, যা ফুটবল ইতিহাসের অন্যতম অঘটন।
এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু-অর-ডাই’। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তারা আবার সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। পরাজয়ে অন্যদের চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের পর মেসি বলেছেন, ‘এটা অনেক বড় ধাক্কা, পরাজয় সব সময়ই কষ্টের। কিন্তু আমাদের নিজেদের প্রতি আস্থা রাখতে হবে।’
মেসির কথায় ভক্তরা একটু আশাবাদী হতেই পারেন; পাশাপাশি আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছে পরিসংখ্যান। মেক্সিকো, পোল্যান্ড—এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। পুরোনো রেকর্ডে চোখ রেখে আশাবাদী মেসি, ‘গ্রুপ পর্ব থেকেই আশা ছাড়ছি না। আমরা মেক্সিকোকে হারাতে সর্বোচ্চ চেষ্টা করব।’
আমরা দীর্ঘদিন এমন পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের সত্যিকার দল হিসেবে লড়াই করতে হবে।
মেক্সিকোর পর আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। সামনের দুই প্রতিপক্ষ নয়, নিজেদের কথাই বললেন মেসি, ‘আমরা দীর্ঘদিন এমন পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের সত্যিকার দল হিসেবে লড়াই করতে হবে।’ একেবারে শুরু থেকে আবারও শুরু করার প্রত্যয় ব্যক্ত করলেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমাদের বেসিক থেকে শুরু করতে হবে। এখন আমাদের মনোযোগ দিতে হবে আগামী ম্যাচে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেক্সিকো, পোল্যান্ড—এই দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। ‘সি’ গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কাজটা তাই কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে গতকাল সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারলেন লিওনেল মেসিরা, যা ফুটবল ইতিহাসের অন্যতম অঘটন।
এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু-অর-ডাই’। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তারা আবার সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। পরাজয়ে অন্যদের চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের পর মেসি বলেছেন, ‘এটা অনেক বড় ধাক্কা, পরাজয় সব সময়ই কষ্টের। কিন্তু আমাদের নিজেদের প্রতি আস্থা রাখতে হবে।’
মেসির কথায় ভক্তরা একটু আশাবাদী হতেই পারেন; পাশাপাশি আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছে পরিসংখ্যান। মেক্সিকো, পোল্যান্ড—এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। পুরোনো রেকর্ডে চোখ রেখে আশাবাদী মেসি, ‘গ্রুপ পর্ব থেকেই আশা ছাড়ছি না। আমরা মেক্সিকোকে হারাতে সর্বোচ্চ চেষ্টা করব।’
আমরা দীর্ঘদিন এমন পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের সত্যিকার দল হিসেবে লড়াই করতে হবে।
মেক্সিকোর পর আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। সামনের দুই প্রতিপক্ষ নয়, নিজেদের কথাই বললেন মেসি, ‘আমরা দীর্ঘদিন এমন পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের সত্যিকার দল হিসেবে লড়াই করতে হবে।’ একেবারে শুরু থেকে আবারও শুরু করার প্রত্যয় ব্যক্ত করলেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমাদের বেসিক থেকে শুরু করতে হবে। এখন আমাদের মনোযোগ দিতে হবে আগামী ম্যাচে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেক্সিকো, পোল্যান্ড—এই দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। ‘সি’ গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কাজটা তাই কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে