বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখা উপজেলা পত্রিকা এজেন্সির কর্মকর্তা (ব্যবস্থাপক) সজল চন্দ্র দেবনাথকে (৩৫) তুলে নিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকেরা তাঁর ওপর নির্যাতন চালায়। নির্যাতনে সেই দৃশ্য ধরা পড়ে ঘটনাস্থলের কয়েকটি সিসি ক্যামেরায়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার এজেন্সি সংলগ্ন এক পত্রিকা ক্রেতার মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কাটাকাটি হয়। এ সময় সজল বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এর জেরে পত্রিকার এজেন্সির পাশ থেকে সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায় উপজেলা মধ্যবাজার স্ট্যান্ডের কয়েকজন অটোরিকশা শ্রমিকেরা। আহত সজল দেব নাথকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই সজল থানায় লিখিত অভিযোগ করেন। তিনি উপজেলার সদর ইউপির পূর্ব হাটবন্দ এলাকার সুধির চন্দ্র নাথের ছেলে।
এদিকে সজলকে তুলে নিয়ে নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে বড়লেখা পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার কয়েকটি সিসি ক্যামেরায়। ক্যামেরায় দেখা গেছে, প্রায় অর্ধশতাধিক অটোরিকশা শ্রমিক দৌড়ে পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার দিকে যান। সেখান থেকে তাঁরা সজলকে ধরে কিল-ঘুষি, চড় ও লাথি মারতে থাকেন। সজলকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা অবিলম্বে জড়িত অটোরিকশা শ্রমিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ কয়েকজন অটোরিকশা শ্রমিক সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালাগাল করেন। সেই সঙ্গে মারধরও করতে থাকেন। প্রথমে ভয়ে আমরা তাঁকে বাঁচানোর সাহস করিনি। পরে কয়েকজন ব্যবসায়ী তাঁদের কাছ থেকে সজলকে রক্ষা করেন।
বড়লেখা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া শুক্রবার বিকেলে বলেন, ‘এ ঘটনা শোনার পর আমরা আহত পত্রিকা এজেন্সির কর্মকর্তাকে হাসপাতালে গিয়ে দেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বড়লেখা উপজেলা পত্রিকা এজেন্সির কর্মকর্তা (ব্যবস্থাপক) সজল চন্দ্র দেবনাথকে (৩৫) তুলে নিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকেরা তাঁর ওপর নির্যাতন চালায়। নির্যাতনে সেই দৃশ্য ধরা পড়ে ঘটনাস্থলের কয়েকটি সিসি ক্যামেরায়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার এজেন্সি সংলগ্ন এক পত্রিকা ক্রেতার মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কাটাকাটি হয়। এ সময় সজল বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এর জেরে পত্রিকার এজেন্সির পাশ থেকে সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায় উপজেলা মধ্যবাজার স্ট্যান্ডের কয়েকজন অটোরিকশা শ্রমিকেরা। আহত সজল দেব নাথকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই সজল থানায় লিখিত অভিযোগ করেন। তিনি উপজেলার সদর ইউপির পূর্ব হাটবন্দ এলাকার সুধির চন্দ্র নাথের ছেলে।
এদিকে সজলকে তুলে নিয়ে নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে বড়লেখা পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার কয়েকটি সিসি ক্যামেরায়। ক্যামেরায় দেখা গেছে, প্রায় অর্ধশতাধিক অটোরিকশা শ্রমিক দৌড়ে পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার দিকে যান। সেখান থেকে তাঁরা সজলকে ধরে কিল-ঘুষি, চড় ও লাথি মারতে থাকেন। সজলকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা অবিলম্বে জড়িত অটোরিকশা শ্রমিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ কয়েকজন অটোরিকশা শ্রমিক সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালাগাল করেন। সেই সঙ্গে মারধরও করতে থাকেন। প্রথমে ভয়ে আমরা তাঁকে বাঁচানোর সাহস করিনি। পরে কয়েকজন ব্যবসায়ী তাঁদের কাছ থেকে সজলকে রক্ষা করেন।
বড়লেখা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া শুক্রবার বিকেলে বলেন, ‘এ ঘটনা শোনার পর আমরা আহত পত্রিকা এজেন্সির কর্মকর্তাকে হাসপাতালে গিয়ে দেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে