বিএনপির ৩৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫: ১৪

কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয় দিবসের শোভাযাত্রায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার আজিজ মিয়া বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাজিতপুর থানায় এ মামলা করেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে পৌর শহরের রেজু মার্কেট থেকে উপজেলা বিএনপি শোভাযাত্রা বের করে। এটি বাজিতপুর বাজার হয়ে টিঅ্যান্ডটি কার্যালয় ও পশু হাসপাতালের কাছে গেলে বিপরীত দিক থেকে আওয়ামী লীগের শোভাযাত্রাটি মুখোমুখি হয়। প্রথমে দুই পক্ষ স্লোগান দেয়। পরে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে দুই দলের নেতা-কর্মীরা পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বিএনপির ১২ জন এবং আওয়ামী লীগের চারজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘দীর্ঘদিন ধরে বাজিতপুরে মাঠপর্যায়ে বিএনপির তেমন কোনো কর্মসূচি ছিল না। দলীয় কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে বিজয় দিবসে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা চালায় এবং দুটি অফিস ভাঙচুর করে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত