নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় একটি নিষিদ্ধ ইটভাটার দূষণে দুর্ভোগে রয়েছে কয়েক ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও নদীভাঙনের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। উল্টো অভিযোগকারীসহ নয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির মামলা করেছেন ইটভাটার মালিকপক্ষ। অন্যদিকে প্রশাসন বলছে, জোনাকী ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ইটভাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজারের পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। বাজারের পাশের মেঘনা নদীর উত্তর দিকেই কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। সেই এলাকায় জাহের মিয়া ও জালাল মিয়াসহ কয়েকজন মিলে মেসার্স জোনাকী ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা নির্মাণ করেন। এই ইটভাটার জন্য পরিবেশ দূষণ ও নদীর ভাঙনের বিষয়ে অষ্টগ্রামের বাঙ্গালপাড়ার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আমিন মোল্লা কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), একই গ্রামের ইসলাম উদ্দিন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কিশোরগঞ্জের ইট প্রস্তুতকারী মালিক সমিতির কাছে লিখিত অভিযোগ দেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিলের মধ্যে তাঁরা এ সব অভিযোগ করেন।
বিভিন্ন দপ্তরের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অষ্টগ্রামের নোয়াগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে মেসার্স জোনাকী ব্রিকস ফিল্ড নামে একটি অবৈধ ইটভাটা পরিচালনা করছেন স্থানীয় জাহের মিয়া, জালাল মিয়াসহ কয়েক জন। এই ইটভাটার সরকারি কোনো অনুমোদন নেই। বিষয়টি প্রায় ১০ থেকে ১২ বছর আগে স্থানীয়রা অভিযোগ দিলেও মালিকেরা ইটভাটা পরিচালনা করে আসছেন। এই ইটভাটার ১ কিলোমিটারের মধ্যে নাসিরনগর অংশে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ এবং অষ্টগ্রাম অংশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইটভাটার ধোঁয়ার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৫০ হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
অষ্টগ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, ‘ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ইটভাটার মালিকপক্ষ গত ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার এক নারীকে দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা ও ২৩ মার্চ চাতলপাড়ের কাঠালকান্দির ছায়েদ মিয়াকে দিয়ে আমার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। এখন আমাকে ইটভাটায় পুড়িয়ে মেরে ফেলবেন বলে হুমকি দিচ্ছেন ইটভাটার মালিক জাহের মিয়া ও জামাল মিয়া।’
চাঁদাবাজির মামলার সাক্ষী চাতলপাড় ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘ইসলাম উদ্দিনের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। আমাকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। অথচ বিষয়টি আমি জানিই না।’
এ নিয়ে জানতে ইটভাটা মালিক জাহের মিয়ার মোবাইল ফোনে কল করা হয়। বন্ধ থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি।’
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবায়েত সৌরভ বলেন, ‘জোনাকী ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ইটভাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় একটি নিষিদ্ধ ইটভাটার দূষণে দুর্ভোগে রয়েছে কয়েক ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও নদীভাঙনের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। উল্টো অভিযোগকারীসহ নয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির মামলা করেছেন ইটভাটার মালিকপক্ষ। অন্যদিকে প্রশাসন বলছে, জোনাকী ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ইটভাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজারের পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। বাজারের পাশের মেঘনা নদীর উত্তর দিকেই কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। সেই এলাকায় জাহের মিয়া ও জালাল মিয়াসহ কয়েকজন মিলে মেসার্স জোনাকী ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা নির্মাণ করেন। এই ইটভাটার জন্য পরিবেশ দূষণ ও নদীর ভাঙনের বিষয়ে অষ্টগ্রামের বাঙ্গালপাড়ার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আমিন মোল্লা কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), একই গ্রামের ইসলাম উদ্দিন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কিশোরগঞ্জের ইট প্রস্তুতকারী মালিক সমিতির কাছে লিখিত অভিযোগ দেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিলের মধ্যে তাঁরা এ সব অভিযোগ করেন।
বিভিন্ন দপ্তরের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অষ্টগ্রামের নোয়াগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে মেসার্স জোনাকী ব্রিকস ফিল্ড নামে একটি অবৈধ ইটভাটা পরিচালনা করছেন স্থানীয় জাহের মিয়া, জালাল মিয়াসহ কয়েক জন। এই ইটভাটার সরকারি কোনো অনুমোদন নেই। বিষয়টি প্রায় ১০ থেকে ১২ বছর আগে স্থানীয়রা অভিযোগ দিলেও মালিকেরা ইটভাটা পরিচালনা করে আসছেন। এই ইটভাটার ১ কিলোমিটারের মধ্যে নাসিরনগর অংশে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ এবং অষ্টগ্রাম অংশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইটভাটার ধোঁয়ার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৫০ হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
অষ্টগ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, ‘ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ইটভাটার মালিকপক্ষ গত ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার এক নারীকে দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা ও ২৩ মার্চ চাতলপাড়ের কাঠালকান্দির ছায়েদ মিয়াকে দিয়ে আমার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। এখন আমাকে ইটভাটায় পুড়িয়ে মেরে ফেলবেন বলে হুমকি দিচ্ছেন ইটভাটার মালিক জাহের মিয়া ও জামাল মিয়া।’
চাঁদাবাজির মামলার সাক্ষী চাতলপাড় ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘ইসলাম উদ্দিনের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। আমাকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। অথচ বিষয়টি আমি জানিই না।’
এ নিয়ে জানতে ইটভাটা মালিক জাহের মিয়ার মোবাইল ফোনে কল করা হয়। বন্ধ থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি।’
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবায়েত সৌরভ বলেন, ‘জোনাকী ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ইটভাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে