Ajker Patrika

একসঙ্গে গম ও সূর্যমুখীর চাষে সাফল্যের আশা

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ২৩
একসঙ্গে গম ও সূর্যমুখীর চাষে সাফল্যের আশা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই জমিতে একসঙ্গে গম ও সূর্যমুখীর চাষ করেছেন আলাল উদ্দিন নামের এক চাষি। এতে কম খরচে ও কম সময়ে দুটি ফসল ঘরে তুলতে পারবেন এবং আবাদের খরচের দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। তাঁর এমন সফলতা দেখে অন্য কৃষকেরাও সাথী ফসল আবাদে ঝুঁকছেন বলে জানা গেছে। আলাল উদ্দিন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। প্রথমবারের মতো তিনি এমন চাষাবাদ করেছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, একই জমিতে একই সঙ্গে দুই বা তার অধিক ফসল আবাদকে ‘সাথী ফসল’ বলা হয়। সাথী ফসলের মাধ্যমে কৃষকেরা একসঙ্গে একাধিক ফসল চাষাবাদের মাধ্যমে লাভবান হচ্ছেন। এতে সময় ও খরচ কম লাগে। কৃষক আলাল উদ্দিনকে প্রণোদনার মাধ্যমে এক বিঘা জমিতে গম ও সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। এতে তিনি সফলতাও পেয়েছেন। এরই মধ্যে গম পেকেছে। কয়েক দিনের মধ্যে কাটা হবে। ফলনও বেশ ভালো হয়েছে। তা ছাড়া সূর্যমুখীর আবাদও ভালো হয়েছে। এক বিঘা জমি থেকে চার-পাঁচ মণ সূর্যমুখী পাওয়া যাবে। এর বীজের বাজারদরও ভালো। আশা করা যাচ্ছে, কৃষক আলাল উদ্দিন সাথী ফসল আবাদে বেশ লাভবান হবেন। তাঁর সফলতা দেখে অন্য কৃষকেরাও সাথী ফসলে ঝুঁকছেন।

গত বৃহস্পতিবার বিকেলে আলাল উদ্দিনের বাগানে গিয়ে দেখা গেছে সারি সারি সূর্যমুখী। বড় করে ফুল ফুটে আছে। পাশেই দূরত্ব বজায় রেখে সারি সারি গমের গাছ। এক সারিতে সূর্যমুখী আরেক সারিতে গম।

কৃষক আলাল উদ্দিন বলেন, ‘উপজেলা কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো এক বিঘা জমিতে গমের পাশাপাশি সূর্যমুখীর আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারদরও ভালো। আশা করছি লাভবান হব। আমার সফলতা দেখে অন্য কৃষকেরাও সাথী ফসলে আগ্রহী হচ্ছেন ও পরামর্শ নিচ্ছেন।’

রইছ উদ্দিন নামের একজন কৃষক বলেন, ‘আলাল উদ্দিন তাঁর এক বিঘা জমিতে একই সঙ্গে গম ও সূর্যমুখীর চাষ করেছেন। এতে ভালো ফলন এসেছে। আমিও সাথী ফসল করব বলে চিন্তা করেছি। রইছ উদ্দিনের মতো অনেক কৃষকই সাথী ফসল আবাদে ঝুঁকছেন।’

এ বিষয়ে চাইলে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখানকার মাটি চাষাবাদের উপযোগী। সাথী ফসলের চাষ লাভজনক। কৃষকেরা এই সময়ে একসঙ্গে একের বেশি ফসল চাষ করে লাভবান হচ্ছেন। আলাল উদ্দিনকে সহযোগিতা করা হয়েছে। এ ব্যাপারে অন্যরা আগ্রহী হলে, তাঁদেরও উপজেলা কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

জুলাই ফাউন্ডেশনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে নাগরিক কমিটির পিংকি কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত