কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ২০
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৪

সিলেটে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ উপজেলার কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এখন পুরো জেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের তালিকা সংগ্রহের কাজ চলছে। এরপর টিকা সরবরাহ করে কওমি মাদ্রাসার সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

এ বিষয়ে সিলেট জেলা সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বলেন, ‘জেলার সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের জন্য প্রস্তুত হতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকও হয়েছে। এখন তালিকা সংগ্রহের কাজ চলছে। এর মধ্যে আমাদের হাতে পর্যাপ্ত টিকা চলে আসবে। এরপরই পুরোদমে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত