মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
প্রশ্ন: আজকাল শহর-নগরের অধিকাংশ মসজিদের নিচতলায় দোকানপাট বা মার্কেট নির্মাণ করতে দেখা যায়। এসব দোকানের আয় মসজিদের কল্যাণে ব্যয় করা হয়। ইসলামের দৃষ্টিতে এই কাজ কতটুকু সঠিক? বিস্তারিত জানতে চাই।
ফাহিম কাদরি, ঢাকা
উওর: ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদের সঙ্গে লাগোয়া বা নিচতলায় মার্কেট বা দোকান নির্মাণ জায়েজ। তবে দোকানপাটের অংশটিকে মসজিদের অংশ গণ্য করা হবে না। বরং একে এমন স্থাপনার অন্তর্ভুক্ত বিবেচনা করা হবে, যা মসজিদের কল্যাণে ওয়াক্ফ করা হয়েছে। নিচতলায় দোকান নির্মিত হলে ওপরতলা থেকেই মসজিদ গণ্য করা হবে, আর সামনের অংশে বা এক পাশে নির্মিত হলে এর পরের অংশ থেকে মসজিদ গণ্য করা হবে।
আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) বলেন, ‘মসজিদের নিচে মসজিদের কল্যাণের জন্য কিছু নির্মিত হলে তা জায়েজ। যেমন, আল-আকসা মসজিদ।’ (আদ্দুরুল মুখতার: ২ / ৫৭২)
তবে জায়েজ হওয়ার শর্ত হলো, মসজিদ নির্মাণের শুরুতেই ওই স্থানে দোকান নির্মাণের নিয়ত থাকতে হবে। মসজিদ নির্মাণ করে ফেলার পর নিচতলা দোকান হিসেবে ভাড়া দিয়ে ওপর তলায় মসজিদের কার্যক্রম পরিচালনা করা জায়েজ নেই। সুতরাং মসজিদের জন্য ওয়াক্ফকৃত স্থানে নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার করার পরে আরও কয়েক তলা নির্মাণ করে নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট করা জায়েজ হবে না।
তবে দোকান নির্মাণ জায়েজ হলেও মসজিদের নিচে তা করা অনুচিত। কেননা মসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকানপাট থাকলে মসজিদের পরিবেশ ভীষণভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচতলায় দোকানপাট করা থেকে বিরত থাকা উচিত। বিকল্প হিসেবে মসজিদ ভবন থেকে দূরে পৃথক ভবন নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে তা ব্যবহার করা যেতে পারে। এতে মসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে।
সূত্র: জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০৩-১০৪; আলমুহাররারুল ওয়াজিয: ১৫ / ১৪৫; হাশিয়াতুশ শিলবি আলাত তাবয়িন: ৪/২৭১; আলমুহিতুল বুরহানি: ৯/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া: ৮/১৬২; আদ্দুররুল মুখতার: ৪/৩৫৮।
লেখক: মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
প্রশ্ন: আজকাল শহর-নগরের অধিকাংশ মসজিদের নিচতলায় দোকানপাট বা মার্কেট নির্মাণ করতে দেখা যায়। এসব দোকানের আয় মসজিদের কল্যাণে ব্যয় করা হয়। ইসলামের দৃষ্টিতে এই কাজ কতটুকু সঠিক? বিস্তারিত জানতে চাই।
ফাহিম কাদরি, ঢাকা
উওর: ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদের সঙ্গে লাগোয়া বা নিচতলায় মার্কেট বা দোকান নির্মাণ জায়েজ। তবে দোকানপাটের অংশটিকে মসজিদের অংশ গণ্য করা হবে না। বরং একে এমন স্থাপনার অন্তর্ভুক্ত বিবেচনা করা হবে, যা মসজিদের কল্যাণে ওয়াক্ফ করা হয়েছে। নিচতলায় দোকান নির্মিত হলে ওপরতলা থেকেই মসজিদ গণ্য করা হবে, আর সামনের অংশে বা এক পাশে নির্মিত হলে এর পরের অংশ থেকে মসজিদ গণ্য করা হবে।
আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) বলেন, ‘মসজিদের নিচে মসজিদের কল্যাণের জন্য কিছু নির্মিত হলে তা জায়েজ। যেমন, আল-আকসা মসজিদ।’ (আদ্দুরুল মুখতার: ২ / ৫৭২)
তবে জায়েজ হওয়ার শর্ত হলো, মসজিদ নির্মাণের শুরুতেই ওই স্থানে দোকান নির্মাণের নিয়ত থাকতে হবে। মসজিদ নির্মাণ করে ফেলার পর নিচতলা দোকান হিসেবে ভাড়া দিয়ে ওপর তলায় মসজিদের কার্যক্রম পরিচালনা করা জায়েজ নেই। সুতরাং মসজিদের জন্য ওয়াক্ফকৃত স্থানে নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার করার পরে আরও কয়েক তলা নির্মাণ করে নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট করা জায়েজ হবে না।
তবে দোকান নির্মাণ জায়েজ হলেও মসজিদের নিচে তা করা অনুচিত। কেননা মসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকানপাট থাকলে মসজিদের পরিবেশ ভীষণভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচতলায় দোকানপাট করা থেকে বিরত থাকা উচিত। বিকল্প হিসেবে মসজিদ ভবন থেকে দূরে পৃথক ভবন নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে তা ব্যবহার করা যেতে পারে। এতে মসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে।
সূত্র: জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০৩-১০৪; আলমুহাররারুল ওয়াজিয: ১৫ / ১৪৫; হাশিয়াতুশ শিলবি আলাত তাবয়িন: ৪/২৭১; আলমুহিতুল বুরহানি: ৯/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া: ৮/১৬২; আদ্দুররুল মুখতার: ৪/৩৫৮।
লেখক: মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে