জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)
মরে যাচ্ছে তরমুজের চারা। ফুল ধরলেও ফল ধরছে না। দু-একটি গাছে ফলন এলেও তা আকারে ছোট। পাতা কোঁকড়া রোগে আক্রান্ত বিশ্বম্ভরপুরের অধিকাংশ তরমুজের খেতেই দেখা যায় এ দৃশ্য। এমন অবস্থায় তরমুজের ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে।
স্থানীয় চাষিরা জানান, ২০ বছর ধরে এ উপজেলায় তরমুজ আবাদ হচ্ছে। চাষিদের পাশাপাশি দিনমজুরেরাও প্রতিবছর এ মৌসুমের অপেক্ষায় থাকে। মাটি, পানি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে তরমুজের ফলনও ভালো হয়। এতে প্রতিবছরই তরমুজ চাষে ঝুঁকছেন চাষিরা। কিন্তু দুই বছর ধরে ফলনের ব্যাপক ক্ষতি হওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। ঋণের টাকা পরিশোধ নিয়ে হতাশায় দিন কাটছে তাঁ.দের।
স্বরূপগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, ‘বিঘাপ্রতি ৮ হাজার টাকায় আমি ৪ বিঘা জমি বর্গা নিয়ে বীজ বপন করি। গাছে ফুল এসেছে, তবে তেমন ফল ধরেনি। জমিতে জৈব সার, কীটনাশক সবই দিয়েছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না।’
আব্দুল আওয়াল আরও বলেন, ‘আমাদের সঙ্গে তরমুজ লাগানো পাশের উপজেলা তাহিরপুরে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। তারা তরমুজ বাজারে বিক্রি করতে শুরু করেছে। এদিকে খেতে কয়েকটি তরমুজ ধরেছে, কিন্তু তা-ও বড় হচ্ছে না। এ বছর খরচের টাকা ওঠাতে পারব কি না, তা নিয়ে সন্দিহান।’
কৃষক সালাম মিয়া বলেন, ‘এমন এক রোগ ধরেছে যে একের পর এক গাছ মরে যাচ্ছে। খেত বাঁচানোর জন্য অনেক ধরনের ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু তা কোনো কাজে আসছে না। বীজ থেকে সময়মতো চারা গজিয়ে লতানো গাছে খেত ছেয়ে যায়। ফুলও ধরে। কিন্তু তরমুজ আর ধরে না। দু-একটি গাছে একটি-দুটি তরমুজ ধরলেও তা আকারে খুবই ছোট।’
‘এদিকে ব্যাংকের ঋণ ও সারের দোকানে বাকি রেখে তরমুজ লাগিয়েছি। এভাবে গাছ মরে খেত নষ্ট হতে থাকলে সেই ঋণ পরিশোধ করা মুশকিল হয়ে যাবে। কাজেই এ পরিস্থিতিতে সরকারি সাহায্য না পেলে কৃষকদের মাঠেই মারা যেতে হবে।’ বলেন সালাম মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, বিশ্বম্ভরপুরে প্রায় ১০০ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। তরমুজের ফলন মোটামুটি ভালো হয়েছে। একটু দেরি করে চাষ করায় কিছু জমিতে সমস্যা দেখা দিয়েছে। তবে ভালোভাবে পরিচর্যা করলে ফলন বাড়ানো সম্ভব।
মরে যাচ্ছে তরমুজের চারা। ফুল ধরলেও ফল ধরছে না। দু-একটি গাছে ফলন এলেও তা আকারে ছোট। পাতা কোঁকড়া রোগে আক্রান্ত বিশ্বম্ভরপুরের অধিকাংশ তরমুজের খেতেই দেখা যায় এ দৃশ্য। এমন অবস্থায় তরমুজের ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে।
স্থানীয় চাষিরা জানান, ২০ বছর ধরে এ উপজেলায় তরমুজ আবাদ হচ্ছে। চাষিদের পাশাপাশি দিনমজুরেরাও প্রতিবছর এ মৌসুমের অপেক্ষায় থাকে। মাটি, পানি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে তরমুজের ফলনও ভালো হয়। এতে প্রতিবছরই তরমুজ চাষে ঝুঁকছেন চাষিরা। কিন্তু দুই বছর ধরে ফলনের ব্যাপক ক্ষতি হওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। ঋণের টাকা পরিশোধ নিয়ে হতাশায় দিন কাটছে তাঁ.দের।
স্বরূপগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, ‘বিঘাপ্রতি ৮ হাজার টাকায় আমি ৪ বিঘা জমি বর্গা নিয়ে বীজ বপন করি। গাছে ফুল এসেছে, তবে তেমন ফল ধরেনি। জমিতে জৈব সার, কীটনাশক সবই দিয়েছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না।’
আব্দুল আওয়াল আরও বলেন, ‘আমাদের সঙ্গে তরমুজ লাগানো পাশের উপজেলা তাহিরপুরে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। তারা তরমুজ বাজারে বিক্রি করতে শুরু করেছে। এদিকে খেতে কয়েকটি তরমুজ ধরেছে, কিন্তু তা-ও বড় হচ্ছে না। এ বছর খরচের টাকা ওঠাতে পারব কি না, তা নিয়ে সন্দিহান।’
কৃষক সালাম মিয়া বলেন, ‘এমন এক রোগ ধরেছে যে একের পর এক গাছ মরে যাচ্ছে। খেত বাঁচানোর জন্য অনেক ধরনের ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু তা কোনো কাজে আসছে না। বীজ থেকে সময়মতো চারা গজিয়ে লতানো গাছে খেত ছেয়ে যায়। ফুলও ধরে। কিন্তু তরমুজ আর ধরে না। দু-একটি গাছে একটি-দুটি তরমুজ ধরলেও তা আকারে খুবই ছোট।’
‘এদিকে ব্যাংকের ঋণ ও সারের দোকানে বাকি রেখে তরমুজ লাগিয়েছি। এভাবে গাছ মরে খেত নষ্ট হতে থাকলে সেই ঋণ পরিশোধ করা মুশকিল হয়ে যাবে। কাজেই এ পরিস্থিতিতে সরকারি সাহায্য না পেলে কৃষকদের মাঠেই মারা যেতে হবে।’ বলেন সালাম মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, বিশ্বম্ভরপুরে প্রায় ১০০ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। তরমুজের ফলন মোটামুটি ভালো হয়েছে। একটু দেরি করে চাষ করায় কিছু জমিতে সমস্যা দেখা দিয়েছে। তবে ভালোভাবে পরিচর্যা করলে ফলন বাড়ানো সম্ভব।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে