বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘিকে। এ ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হলেন এ অভিনেত্রী। শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ। সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন। গানটি গতকাল মুক্তি পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে দীঘি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে কাজটি করা হয়েছে। যখন কাজটির প্রস্তাব আসে তখন লিগামেন্টে সমস্যার কারণে সম্পূর্ণ বিশ্রামে আমি। কিন্তু গানটি শোনার পর এবং পুরো টিম সম্পর্কে জানার পর না করতে পারিনি। মনে হচ্ছিল ফাটিয়ে নাচতে হবে। আসলে গানটি এ রকমই। টানা ২২ ঘণ্টা কাজ করে শুটিং শেষ করেছিলাম। পুরো টিমের সবাই দুর্দান্ত কাজ করেছে।’
গানটির শুটিংয়ের আগে ওজন কমিয়েছেন দীঘি। এরপর দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে তাঁর। দীঘি বলেন, ‘আমার ইচ্ছা ছিল, জিদ ছিল যে পর্যন্ত ওজন কমাতে না পারব, ততক্ষণ থামব না। এ পর্যন্ত ৭ কেজি ওজন কমিয়েছি।’
এদিকে দীঘি সম্প্রতি শেষ করেছেন ‘শ্রাবণ জোছনা’ নামের একটি সিনেমার কাজ। এটা দীঘি অভিনীত প্রথম অনুদানের সিনেমা। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন। এ ছাড়া এ মাসেই সুমন ধরের পরিচালনায় ‘ফেরা’ নামের নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছেন দীঘি। এতে তাঁর বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। এতে শাহানাজ চরিত্রে অভিনয় করবেন দীঘি। চরিত্রটি নিয়ে দীঘি বলেন, ‘আমার জন্য এ চরিত্রটি একেবারেই আলাদা। খুবই মজার ও চমকে দেওয়ার মতো চরিত্র। পর্দায় দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন। এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি।’
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘিকে। এ ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হলেন এ অভিনেত্রী। শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ। সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন। গানটি গতকাল মুক্তি পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে দীঘি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে কাজটি করা হয়েছে। যখন কাজটির প্রস্তাব আসে তখন লিগামেন্টে সমস্যার কারণে সম্পূর্ণ বিশ্রামে আমি। কিন্তু গানটি শোনার পর এবং পুরো টিম সম্পর্কে জানার পর না করতে পারিনি। মনে হচ্ছিল ফাটিয়ে নাচতে হবে। আসলে গানটি এ রকমই। টানা ২২ ঘণ্টা কাজ করে শুটিং শেষ করেছিলাম। পুরো টিমের সবাই দুর্দান্ত কাজ করেছে।’
গানটির শুটিংয়ের আগে ওজন কমিয়েছেন দীঘি। এরপর দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে তাঁর। দীঘি বলেন, ‘আমার ইচ্ছা ছিল, জিদ ছিল যে পর্যন্ত ওজন কমাতে না পারব, ততক্ষণ থামব না। এ পর্যন্ত ৭ কেজি ওজন কমিয়েছি।’
এদিকে দীঘি সম্প্রতি শেষ করেছেন ‘শ্রাবণ জোছনা’ নামের একটি সিনেমার কাজ। এটা দীঘি অভিনীত প্রথম অনুদানের সিনেমা। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন। এ ছাড়া এ মাসেই সুমন ধরের পরিচালনায় ‘ফেরা’ নামের নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছেন দীঘি। এতে তাঁর বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। এতে শাহানাজ চরিত্রে অভিনয় করবেন দীঘি। চরিত্রটি নিয়ে দীঘি বলেন, ‘আমার জন্য এ চরিত্রটি একেবারেই আলাদা। খুবই মজার ও চমকে দেওয়ার মতো চরিত্র। পর্দায় দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন। এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে