কুমিল্লা ও চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আগামী শুক্রবার নতুন ঘরে মিলাদ পড়িয়ে সপরিবারে ওঠার কথা ছিল নিজাম উদ্দিনের; কিন্তু তার আগেই ঘূর্ণিঝড় সিত্রাং কেড়ে নিল নিজাম উদ্দিনসহ পরিবারের তিন সদস্যের প্রাণ। নিহত হয়েছেন স্ত্রী তাহমিনা আক্তার সাথী ও একমাত্র মেয়ে নূরজাহান আক্তার নিহা। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের খামারপাড়া হাজীবাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর পর এক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি ফেরেন নিজাম উদ্দিন। ২২ লাখ টাকা খরচ করে বাড়িতে নতুন একটি ভবন নির্মাণ করেন তিনি। আগামী শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে ওই ঘরে ওঠার কথা ছিল।
গত সোমবার রাতের খাবার খেয়ে পুরোনো টিনশেড ঘরে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন নিজাম। হঠাৎ ঝড়ে পুকুর পাড়ে থাকা বড় একটি কড়ই গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিনজনই চাপা পড়েন। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ কেটে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত নিজামের মা খুরশিদা বেগম বলেন, তাঁর ছেলে নতুন ঘর করেছে। অল্প কিছু কাজ বাকি আছে। শুক্রবার নতুন ঘরে যাওয়ার কথা ছিল। এখন আসল নতুন বাড়িতে চলে যাচ্ছে।
বড় ভাই শাহ আলম বলেন, তিনি খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। বিশ্বাস হচ্ছিল না; তাঁর ভাই ছোট, ভাইয়ের বউ ও ভাতিজি মারা গেছেন।
হেসাখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটা খুবই মর্মান্তিক। খবর পেয়ে তিনি রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপজেলার হেসাখাল ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। তিনি তাঁদের জানাজায় অংশগ্রহণ করেছেন। তাঁদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন থেকে ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার নতুন ঘরে মিলাদ পড়িয়ে সপরিবারে ওঠার কথা ছিল নিজাম উদ্দিনের; কিন্তু তার আগেই ঘূর্ণিঝড় সিত্রাং কেড়ে নিল নিজাম উদ্দিনসহ পরিবারের তিন সদস্যের প্রাণ। নিহত হয়েছেন স্ত্রী তাহমিনা আক্তার সাথী ও একমাত্র মেয়ে নূরজাহান আক্তার নিহা। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের খামারপাড়া হাজীবাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর পর এক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি ফেরেন নিজাম উদ্দিন। ২২ লাখ টাকা খরচ করে বাড়িতে নতুন একটি ভবন নির্মাণ করেন তিনি। আগামী শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে ওই ঘরে ওঠার কথা ছিল।
গত সোমবার রাতের খাবার খেয়ে পুরোনো টিনশেড ঘরে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন নিজাম। হঠাৎ ঝড়ে পুকুর পাড়ে থাকা বড় একটি কড়ই গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিনজনই চাপা পড়েন। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ কেটে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত নিজামের মা খুরশিদা বেগম বলেন, তাঁর ছেলে নতুন ঘর করেছে। অল্প কিছু কাজ বাকি আছে। শুক্রবার নতুন ঘরে যাওয়ার কথা ছিল। এখন আসল নতুন বাড়িতে চলে যাচ্ছে।
বড় ভাই শাহ আলম বলেন, তিনি খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। বিশ্বাস হচ্ছিল না; তাঁর ভাই ছোট, ভাইয়ের বউ ও ভাতিজি মারা গেছেন।
হেসাখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটা খুবই মর্মান্তিক। খবর পেয়ে তিনি রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপজেলার হেসাখাল ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। তিনি তাঁদের জানাজায় অংশগ্রহণ করেছেন। তাঁদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন থেকে ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে