চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর প্রার্থীদের আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের অভিমত প্রকাশ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
ইউএনও আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেকসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীরা।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, ‘আমরা চাই এ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হোক। আর তাই ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ পাতকমূলক আচরণ-অবস্থান, গাফিলতি ও শৈথিল্য বরদাশত করা হবে না। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সবাই চাচ্ছে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। তাহলে অসুবিধাটা কোথায়। আমরা মনে করি কোনো অসুবিধা নেই। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। তাই এ নির্বাচন নিয়ে কোনো রকম ভয়, শঙ্কা থাকতে পারে না। প্রার্থী ও ভোটার সবাইকে আমরা আশ্বস্ত করতে পারি চিরিরবন্দর ইউপি নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।’
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর প্রার্থীদের আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের অভিমত প্রকাশ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
ইউএনও আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেকসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীরা।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, ‘আমরা চাই এ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হোক। আর তাই ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ পাতকমূলক আচরণ-অবস্থান, গাফিলতি ও শৈথিল্য বরদাশত করা হবে না। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সবাই চাচ্ছে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। তাহলে অসুবিধাটা কোথায়। আমরা মনে করি কোনো অসুবিধা নেই। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। তাই এ নির্বাচন নিয়ে কোনো রকম ভয়, শঙ্কা থাকতে পারে না। প্রার্থী ও ভোটার সবাইকে আমরা আশ্বস্ত করতে পারি চিরিরবন্দর ইউপি নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে