দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় পাঁচটি ইউনিয়নে প্রায় এক লাখ মানুষের বসবাস। কিন্তু এলাকায় নেই কোনো কবরস্থান ও শ্মশান। এ কারণে অনেকে বাড়ির উঠান বা আঙিনায় স্বজনদের কবর দেন। আর যাঁদের সেই জায়গাও নেই, তাঁদের পড়তে হয় চরম বিপাকে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
দুমকি উপজেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা সেনানিবাস থাকায় অনেকেই চাকরির সুবাদে এখানে বসবাস করে আসছেন। অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন এখানে চাকরি করার কারণে দুই-এক কাঠা জমি কিনে ঘর তুলে পরিবার-পরিজন নিয়ে থাকেন। অনেক স্থায়ী বাসিন্দাদেরও শুধু বসতভিটাই সম্বল। তাঁদের পরিবারের কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে তাঁদের পড়তে হয় চরম দুশ্চিন্তায়। কারণ, উপজেলায় কোনো সরকারি বা বেসরকারি কবরস্থান নেই। নেই কোনো শ্মশানও।
সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘আমার মতো অনেকেই আছেন, যাঁরা চাকরির সুবাদে দুমকিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অনেকেই দুই থেকে তিন কাঠা জমি কিনে ঘর তুলে বসবাস করছেন। কিন্তু পরিবারের কেউ মারা গেলে তাঁকে কোথায় দাফন করব—এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। দুমকিতে একটি সরকারি বা বেসরকারি কবরস্থানের খুবই দরকার।’
শ্রীরামপুর ইউনিয়নের শান্তি রঞ্জন শীল বলেন, ‘আমার বয়স ৭০ বছর। জানি না আর কত দিন বাঁচব, খাওয়াদাওয়া, ঘুমানোর কোনো চিন্তা নেই। শুধু একটাই চিন্তা, মরার পরে কোথায় আমার লাশের শেষ ঠিকানা হবে?’
দুমকি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস বলেন, ‘বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর কুমার বিশ্বাস থাকার সময় কবরস্থান ও শ্মশান নিয়ে উপজেলার খাসজমি খুঁজে বের করে স্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গা পরিদর্শনও করেছিলেন। তার মধ্যে পাতাবুনিয়ার একটি স্থান পরিদর্শন করে একটি রেজুলেশন করে রেখে গেছেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘কবরস্থান করার মতো জমি পাওয়া যাচ্ছে না, আপনারা আমাকে জমি দেন আমি কবরস্থান করে দিব। তবে কারও দাফনে সমস্যা হলে আমার বাসার পাশে ওয়াকফকৃত কবরস্থান আছে, সেখানে দাফন করতে পারবেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরা বলেন, ‘দুমকিতে কোথায় খাসজমি আছে, তা খতিয়ে দেখে একটি কবরস্থান করার জন্য চেষ্টা করব।’
ইউএনও শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘আমি দুমকিতে যোগদানের পরেই আমার কাছে মনে হয়েছে একটি কবরস্থান খুবই দরকার। এখানে যাতে সরকারিভাবে একটি কবরস্থান করা হয়, সে বিষয়ে আমি উদ্যোগ নেব।’
পটুয়াখালীর দুমকি উপজেলায় পাঁচটি ইউনিয়নে প্রায় এক লাখ মানুষের বসবাস। কিন্তু এলাকায় নেই কোনো কবরস্থান ও শ্মশান। এ কারণে অনেকে বাড়ির উঠান বা আঙিনায় স্বজনদের কবর দেন। আর যাঁদের সেই জায়গাও নেই, তাঁদের পড়তে হয় চরম বিপাকে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
দুমকি উপজেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা সেনানিবাস থাকায় অনেকেই চাকরির সুবাদে এখানে বসবাস করে আসছেন। অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন এখানে চাকরি করার কারণে দুই-এক কাঠা জমি কিনে ঘর তুলে পরিবার-পরিজন নিয়ে থাকেন। অনেক স্থায়ী বাসিন্দাদেরও শুধু বসতভিটাই সম্বল। তাঁদের পরিবারের কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে তাঁদের পড়তে হয় চরম দুশ্চিন্তায়। কারণ, উপজেলায় কোনো সরকারি বা বেসরকারি কবরস্থান নেই। নেই কোনো শ্মশানও।
সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘আমার মতো অনেকেই আছেন, যাঁরা চাকরির সুবাদে দুমকিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অনেকেই দুই থেকে তিন কাঠা জমি কিনে ঘর তুলে বসবাস করছেন। কিন্তু পরিবারের কেউ মারা গেলে তাঁকে কোথায় দাফন করব—এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। দুমকিতে একটি সরকারি বা বেসরকারি কবরস্থানের খুবই দরকার।’
শ্রীরামপুর ইউনিয়নের শান্তি রঞ্জন শীল বলেন, ‘আমার বয়স ৭০ বছর। জানি না আর কত দিন বাঁচব, খাওয়াদাওয়া, ঘুমানোর কোনো চিন্তা নেই। শুধু একটাই চিন্তা, মরার পরে কোথায় আমার লাশের শেষ ঠিকানা হবে?’
দুমকি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস বলেন, ‘বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর কুমার বিশ্বাস থাকার সময় কবরস্থান ও শ্মশান নিয়ে উপজেলার খাসজমি খুঁজে বের করে স্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গা পরিদর্শনও করেছিলেন। তার মধ্যে পাতাবুনিয়ার একটি স্থান পরিদর্শন করে একটি রেজুলেশন করে রেখে গেছেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘কবরস্থান করার মতো জমি পাওয়া যাচ্ছে না, আপনারা আমাকে জমি দেন আমি কবরস্থান করে দিব। তবে কারও দাফনে সমস্যা হলে আমার বাসার পাশে ওয়াকফকৃত কবরস্থান আছে, সেখানে দাফন করতে পারবেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরা বলেন, ‘দুমকিতে কোথায় খাসজমি আছে, তা খতিয়ে দেখে একটি কবরস্থান করার জন্য চেষ্টা করব।’
ইউএনও শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘আমি দুমকিতে যোগদানের পরেই আমার কাছে মনে হয়েছে একটি কবরস্থান খুবই দরকার। এখানে যাতে সরকারিভাবে একটি কবরস্থান করা হয়, সে বিষয়ে আমি উদ্যোগ নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে