বিয়ানীবাজারে চার শতাধিক ছাত্রের ঝরে পড়ার আশঙ্কা

বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৩
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭

বিয়ানীবাজার পৌর এলাকার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক চার শতাধিক ছাত্র চরম বেকায়দায় পড়েছে। শহরের মাত্র দুটি উচ্চবিদ্যালয়ে ছাত্র সংকুলান না হওয়ায় তারা ভর্তি হতে পারছে না। দূরের বিদ্যালয়ে গিয়ে সবার পক্ষে লেখাপড়া করা সম্ভব না হওয়ায় ঝরে পড়ার আশঙ্কা রয়েছে এই ছাত্রদের।

বিয়ানীবাজার পৌরশহরের সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়েছে সহস্রাধিক শিক্ষার্থী। এদের মধ্যে ৪ শতাধিক ছাত্রী। শহরে তিনটি বালিকা বিদ্যালয় থাকায় ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

কিন্তু পৌরশহরে ছাত্রদের জন্য মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মাত্র দুটি। এর একটি খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এবং অপরটি পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয়। খলিল চৌধুরী বিদ্যালয়ে সাধারণত ওই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি হচ্ছে। বাকিরা পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির চেষ্টা করলেও সেখানে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। এই প্রতিষ্ঠানে সরকারি নিয়মে মাত্র ১২০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তি হতে পারবে। এর মধ্যে এবার ২৮ জন ছাত্রী লটারির মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।

বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার বলেন, পৌরশহর এলাকায় ছাত্রদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সংকট থাকায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির বিকল্প নেই।

পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাছিব জীবন বলেন, লটারির মাধ্যমে মাত্র ১২০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

এদিকে পৌরশহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সম্ভাবনা না থাকায় অনেক ছাত্র দূরের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ খুঁজছে। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক ছাত্রই ঝরে পড়তে পারে বলে মনে করছেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক আব্দুল হাছিব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত