কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের বিরুদ্ধে।
গত সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, সোমবার সকাল থেকে ওই স্কুলে ছাত্রীদের করোনার টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার বহিরাগত কয়েকজনকে নিয়ে টিকাকেন্দ্রের ঢুকে তাঁদের টিকা দিতে বলে। টিকা দেওয়া শেষে তিনি সেখান থেকে চলে যান।
কিছুক্ষণ পরে আরও কয়েকজন বহিরাগতদের নিয়ে আবারও টিকা দেওয়ার জন্য কেন্দ্রের প্রবেশ করেন তিনি। বিষয়টি নজরে আসে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনের। এ সময় তিনি বাবুকে বহিরাগতদের নিয়ে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এতে বাবু ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ সময় শিক্ষক সেলিম হোসেনকে বাবু সরদারের হাত থেকে বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকেরা উদ্ধার করেন। এ সময় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন বাবু। এ ছাড়া ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বের হলেই মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী বলেন, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু প্রধান সহকারী শিক্ষক সেলিম হোসেনকে ধাক্কা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি জনসম্মুখে ওই শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া এমন ঘটনা তিনি আর কোনোদিন করবেন না মর্মে একটি মুচলেকা পত্রেও সই দিয়েছেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সরদার মাছুম বিল্লাহ জানান, ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। পরে নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও বিদ্যালয়ের সভাপতি বিষয়টি সমাধান করেছেন বলে জানতে পারি।
সাতক্ষীরার কালীগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের বিরুদ্ধে।
গত সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, সোমবার সকাল থেকে ওই স্কুলে ছাত্রীদের করোনার টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার বহিরাগত কয়েকজনকে নিয়ে টিকাকেন্দ্রের ঢুকে তাঁদের টিকা দিতে বলে। টিকা দেওয়া শেষে তিনি সেখান থেকে চলে যান।
কিছুক্ষণ পরে আরও কয়েকজন বহিরাগতদের নিয়ে আবারও টিকা দেওয়ার জন্য কেন্দ্রের প্রবেশ করেন তিনি। বিষয়টি নজরে আসে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনের। এ সময় তিনি বাবুকে বহিরাগতদের নিয়ে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এতে বাবু ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ সময় শিক্ষক সেলিম হোসেনকে বাবু সরদারের হাত থেকে বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকেরা উদ্ধার করেন। এ সময় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন বাবু। এ ছাড়া ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বের হলেই মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী বলেন, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু প্রধান সহকারী শিক্ষক সেলিম হোসেনকে ধাক্কা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি জনসম্মুখে ওই শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া এমন ঘটনা তিনি আর কোনোদিন করবেন না মর্মে একটি মুচলেকা পত্রেও সই দিয়েছেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সরদার মাছুম বিল্লাহ জানান, ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। পরে নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও বিদ্যালয়ের সভাপতি বিষয়টি সমাধান করেছেন বলে জানতে পারি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে