দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলার কামারখোলা এলাকার একটি পুরোনো নড়বড়ে সেতু দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ভারী যানবাহন। যেকোনো সময় সেতুটি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা দিলেও তাঁদের কথা কেউ কর্ণপাত করছে না।
এলাকার কিছু প্রভাবশালী তরমুজ ব্যবসায়ী নিজেদের স্বার্থে জোরপূর্বক এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন পারাপার করছে। এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধসহ এটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন উপজেলার কামারখোলা ইউনিয়নে দেখা গেছে, পুরোনো নড়বড়ে সেতুটি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি অবস্থিত। এই সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বড় ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন কামারখোলা, জয়নগর, পার জয়নগর, শ্রীনগর, সুতারখালি, গুনারীসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ, মোটরসাইকেল, ভ্যান, সাইকেল, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করে। সম্প্রতি তরমুজ মৌসুমে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তরমুজ পরিবহনের জন্য এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন পার করছে।
এতে সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে। তারা ওই সব তরমুজ ব্যবসায়ীদের এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন পারাপার না করার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি। এলাকাবাসী বাধা দিলেও নিজেদের প্রভাব খাটিয়ে তারা এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন পারাপার করছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
কথা হয় স্থানীয় বাসিন্দা শ্যামল রায়, শামীম শেখ, ডালিম শেখ, সাহেব শেখ, ওমর ঢালী, সুজয় গোলদারের সঙ্গে। তাঁরা জানান, এই সেতু ওপর দিয়ে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ চলাচল করে। বর্তমানে সেতুটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এলাকার কিছু অসাধু লোক এই সেতুর ওপর দিয়ে অনেক ভারী ট্রাক পার করছে। এতে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনকি প্রাণহানিও হতে পারে।
তাঁরা আরও বলেন, ‘আর সেতুটি ভেঙে গেলে এলাকার মানুষের চলাচলের খুবই অসুবিধা হবে। প্রথমে আমরা এই সেতু দিয়ে ভারী যানবাহন পার না করার জন্য তরমুজ ব্যবসায়ীদের অনুরোধ করি। কিন্তু তাতে কেউ কোনো কর্ণপাত করেনি। পরে সবার কথা চিন্তা করে আমরা বিষয়টি ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি।’
কামারখোলা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রতিমা ঢালী বন্ধনা বলেন, এই সেতুটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত এটি সংস্কার করা দরকার। এই নড়বড়ে সেতুর ওপর দিয়ে বর্তমানে বড় বড় লোড গাড়ি চলছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে যেতে পারে।
দাকোপ উপজেলার কামারখোলা এলাকার একটি পুরোনো নড়বড়ে সেতু দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ভারী যানবাহন। যেকোনো সময় সেতুটি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা দিলেও তাঁদের কথা কেউ কর্ণপাত করছে না।
এলাকার কিছু প্রভাবশালী তরমুজ ব্যবসায়ী নিজেদের স্বার্থে জোরপূর্বক এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন পারাপার করছে। এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধসহ এটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন উপজেলার কামারখোলা ইউনিয়নে দেখা গেছে, পুরোনো নড়বড়ে সেতুটি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি অবস্থিত। এই সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বড় ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন কামারখোলা, জয়নগর, পার জয়নগর, শ্রীনগর, সুতারখালি, গুনারীসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ, মোটরসাইকেল, ভ্যান, সাইকেল, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করে। সম্প্রতি তরমুজ মৌসুমে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তরমুজ পরিবহনের জন্য এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন পার করছে।
এতে সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে। তারা ওই সব তরমুজ ব্যবসায়ীদের এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন পারাপার না করার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি। এলাকাবাসী বাধা দিলেও নিজেদের প্রভাব খাটিয়ে তারা এই নড়বড়ে সেতু দিয়ে ভারী যানবাহন পারাপার করছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
কথা হয় স্থানীয় বাসিন্দা শ্যামল রায়, শামীম শেখ, ডালিম শেখ, সাহেব শেখ, ওমর ঢালী, সুজয় গোলদারের সঙ্গে। তাঁরা জানান, এই সেতু ওপর দিয়ে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ চলাচল করে। বর্তমানে সেতুটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এলাকার কিছু অসাধু লোক এই সেতুর ওপর দিয়ে অনেক ভারী ট্রাক পার করছে। এতে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনকি প্রাণহানিও হতে পারে।
তাঁরা আরও বলেন, ‘আর সেতুটি ভেঙে গেলে এলাকার মানুষের চলাচলের খুবই অসুবিধা হবে। প্রথমে আমরা এই সেতু দিয়ে ভারী যানবাহন পার না করার জন্য তরমুজ ব্যবসায়ীদের অনুরোধ করি। কিন্তু তাতে কেউ কোনো কর্ণপাত করেনি। পরে সবার কথা চিন্তা করে আমরা বিষয়টি ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি।’
কামারখোলা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রতিমা ঢালী বন্ধনা বলেন, এই সেতুটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত এটি সংস্কার করা দরকার। এই নড়বড়ে সেতুর ওপর দিয়ে বর্তমানে বড় বড় লোড গাড়ি চলছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে যেতে পারে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে