উজিরপুর প্রতিনিধি
উজিরপুর মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে ভোটার তালিকায় অসংগতির অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার উজিরপুর সহকারী জজ আদালতে অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান ও হেলেনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন, অভিভাবক সদস্য রুহুল আমিনসহ ১৩ জন।
মামলার বরাতে আইনজীবী আজাদ রহমান জানান, গত ১১ নভেম্বর প্রিসাইডিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত তফসিলে ১১১৪ নম্বর ভোটার মো. মনিরুজ্জামানের ছেলের অভিভাবক হিসেবে দেখানো হলেও তাঁর ছেলেই নেই। তাকে ভোটার করা হয়েছে। রফিকুল ইসলাম তোতার পুত্রকে ২য় ও ৩য় শ্রেণিতে অধ্যয়নরত দেখিয়ে দুইবার অর্থাৎ তালিকার ৩৬ ও ৪৮ নম্বর ভোটার করা হয়েছে। ১২৬ ও ১৩৬ নম্বর ভোটার হিসেবে নাম আছে মো. আবুল কালামের, তাঁর কন্যা নুসরাত জাহান অমিকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রী দেখানো হয়েছে। এ ছাড়া ১,৫, ১৬,২৯ ও ১১৫ নম্বর ভোটার ও শিক্ষার্থীদের নাম-ঠিকানা সঠিক নয়। তফসিলে মনোনয়ন প্রত্যাহারের ১০ দিনের মধ্যে নির্বাচনের দিন ধার্য করেছেন। যা বিধিমালার পরিপন্থী। তাই খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা এবং নির্বাচনী তফসিল অবৈধ ও বেআইনি দাবি করে মামলাটি দায়ের করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম অভিযোগ বিষয়ে বলেন, ‘ভোটার তালিকা দেখার দায়িত্ব আমার না। আগে যারা কমিটিতে ছিলেন তাঁরা এটা করেছে। এখন আদালত মামলাটি আমলে নিয়ে আমাকে যে নির্দেশ দেবেন সে অনুযায়ী কাজ করব।’
উজিরপুর মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে ভোটার তালিকায় অসংগতির অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার উজিরপুর সহকারী জজ আদালতে অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান ও হেলেনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন, অভিভাবক সদস্য রুহুল আমিনসহ ১৩ জন।
মামলার বরাতে আইনজীবী আজাদ রহমান জানান, গত ১১ নভেম্বর প্রিসাইডিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত তফসিলে ১১১৪ নম্বর ভোটার মো. মনিরুজ্জামানের ছেলের অভিভাবক হিসেবে দেখানো হলেও তাঁর ছেলেই নেই। তাকে ভোটার করা হয়েছে। রফিকুল ইসলাম তোতার পুত্রকে ২য় ও ৩য় শ্রেণিতে অধ্যয়নরত দেখিয়ে দুইবার অর্থাৎ তালিকার ৩৬ ও ৪৮ নম্বর ভোটার করা হয়েছে। ১২৬ ও ১৩৬ নম্বর ভোটার হিসেবে নাম আছে মো. আবুল কালামের, তাঁর কন্যা নুসরাত জাহান অমিকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রী দেখানো হয়েছে। এ ছাড়া ১,৫, ১৬,২৯ ও ১১৫ নম্বর ভোটার ও শিক্ষার্থীদের নাম-ঠিকানা সঠিক নয়। তফসিলে মনোনয়ন প্রত্যাহারের ১০ দিনের মধ্যে নির্বাচনের দিন ধার্য করেছেন। যা বিধিমালার পরিপন্থী। তাই খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা এবং নির্বাচনী তফসিল অবৈধ ও বেআইনি দাবি করে মামলাটি দায়ের করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম অভিযোগ বিষয়ে বলেন, ‘ভোটার তালিকা দেখার দায়িত্ব আমার না। আগে যারা কমিটিতে ছিলেন তাঁরা এটা করেছে। এখন আদালত মামলাটি আমলে নিয়ে আমাকে যে নির্দেশ দেবেন সে অনুযায়ী কাজ করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে