সম্পাদকীয়
লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার। তাঁর পারিবারিক নাম ছিল সাইফুন্নাহার চৌধুরী। তিনি সবার কাছে ‘শহীদজায়া’ হিসেবে পরিচিত ছিলেন।
পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় ঢাকায় এক উচ্চবিত্ত পরিবারে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিন্তু শ্বশুরবাড়ির অমানবিক পরিবেশ তাঁর জীবনকে দুর্বিষহ করে তোলে। স্বাধীনচেতা পান্না কায়সার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবার পড়ালেখায় মন দেন তিনি।
এইচএসসি পাস করে কুমিল্লা মহিলা কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর সঙ্গে তরুণ বুদ্ধিজীবী ও লেখক শহীদুল্লা কায়সারের সম্পর্ক তৈরি হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের উত্তাল এক দিনে কারফিউর মধ্যে তাঁদের বিয়ে হয়।
পড়াশোনা শেষে শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকার বেগম বদরুন্নেসা কলেজে। শুধু সংসারজীবনে আবদ্ধ না থেকে তিনি লেখালেখি ও সাংগঠনিক কাজেও যুক্ত ছিলেন। দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর একাংশের সভাপতিমণ্ডলীর সদস্য হন ১৯৭৩ সালে। ১৯৯২ সাল থেকে সংগঠনটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতিও ছিলেন তিনি।
১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন পান্না কায়সার। যুদ্ধাপরাধীদের বিচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।
পান্না কায়সার রচিত গ্রন্থগুলো হলো—মুক্তিযুদ্ধ: আগে ও পরে, মুক্তি, নীলিমায় নীল, হৃদয়ে বাংলাদেশ, মানুষ, অন্য কোনখানে, তুমি কি কেবলি ছবি, রাসেলের যুদ্ধযাত্রা, দাঁড়িয়ে আছ গানের ওপারে, আমি, না পান্না না চুনি, অন্য রকম ভালোবাসা ও সুখ।
২০২৩ সালের ৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন অভিনেত্রী শমী কায়সারের মা পান্না কায়সার।
লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার। তাঁর পারিবারিক নাম ছিল সাইফুন্নাহার চৌধুরী। তিনি সবার কাছে ‘শহীদজায়া’ হিসেবে পরিচিত ছিলেন।
পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় ঢাকায় এক উচ্চবিত্ত পরিবারে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিন্তু শ্বশুরবাড়ির অমানবিক পরিবেশ তাঁর জীবনকে দুর্বিষহ করে তোলে। স্বাধীনচেতা পান্না কায়সার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবার পড়ালেখায় মন দেন তিনি।
এইচএসসি পাস করে কুমিল্লা মহিলা কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর সঙ্গে তরুণ বুদ্ধিজীবী ও লেখক শহীদুল্লা কায়সারের সম্পর্ক তৈরি হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের উত্তাল এক দিনে কারফিউর মধ্যে তাঁদের বিয়ে হয়।
পড়াশোনা শেষে শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকার বেগম বদরুন্নেসা কলেজে। শুধু সংসারজীবনে আবদ্ধ না থেকে তিনি লেখালেখি ও সাংগঠনিক কাজেও যুক্ত ছিলেন। দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর একাংশের সভাপতিমণ্ডলীর সদস্য হন ১৯৭৩ সালে। ১৯৯২ সাল থেকে সংগঠনটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতিও ছিলেন তিনি।
১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন পান্না কায়সার। যুদ্ধাপরাধীদের বিচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।
পান্না কায়সার রচিত গ্রন্থগুলো হলো—মুক্তিযুদ্ধ: আগে ও পরে, মুক্তি, নীলিমায় নীল, হৃদয়ে বাংলাদেশ, মানুষ, অন্য কোনখানে, তুমি কি কেবলি ছবি, রাসেলের যুদ্ধযাত্রা, দাঁড়িয়ে আছ গানের ওপারে, আমি, না পান্না না চুনি, অন্য রকম ভালোবাসা ও সুখ।
২০২৩ সালের ৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন অভিনেত্রী শমী কায়সারের মা পান্না কায়সার।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে