নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শামীম হোসেন ও মুশফিকুর রহিমের কাছে মার খেয়ে ১ ওভারেই ১৯ রান দিয়েছিলেন নাসুম আহমেদ। দুদিন আগে মিরপুরে ম্যাচের আবহে শেষ পাওয়ার প্লে অনুশীলনের ঘটনা ছিল এটি। তবে গত পরশু দৃশ্যপট বদলে গেল, ওই নাসুমই দারুণ এক ডেলিভারিতে ক্যাচে ফেরালেন মুশফিককে। ক্যাচটিও ধরলেন আবার নাসুমের কাছে দলে জায়গা হারানো তাইজুল ইসলাম। কদিন আগেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেছিলেন, ‘কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে? সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে।’
এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ উপমহাদেশে হতে চললেও স্পিনারদের স্বস্তিতে থাকার সুযোগ নেই। এখন বড় টুর্নামেন্ট মানেই ব্যাটিং-সহায়ক উইকেট। ছক্কা-চারের ফুলঝুরি না হলে দর্শকদের মনোরঞ্জনে পূর্ণতা আসে না। তখন স্পিনারদের জন্য কাজটি হয়ে ওঠে আরও কঠিন।সেপ্টেম্বরের শেষে বৃষ্টির প্রভাব কমে আসে উপমহাদেশে, অক্টোবর-নভেম্বরে শীতের আগমনী বার্তা দিয়ে শিশির পড়তে শুরু করে। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ নিতে হবে স্পিনারদের। ন্যাড়া উইকেট, শিশির ও ভেজা আউটফিল্ড—ফিঙ্গার স্পিনারদের জন্য কাজটা স্বাভাবিকভাবেই কঠিন হবে। এবার এশিয়া কাপের দলে বাংলাদেশের বিশেষজ্ঞ ও খণ্ডকালীন স্পিনারের সংখ্যা মোট ৬ জন। একজন রিস্ট স্পিনারের হাপিত্যেশ পুরোনো, বাংলাদেশ দলের সবাই ফিঙ্গার স্পিনার। যতই চ্যালেঞ্জ থাক, বাংলাদেশের স্পিন বিভাগকে নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। স্বয়ং অধিনায়ক এই বিভাগের নেতা। সাকিবের সঙ্গে মিরাজের অভিজ্ঞতাও কম নয়। তাঁরা জানেন, এ ধরনের চ্যালেঞ্জ কীভাবে সামলাতে হয়। গত কদিনে রঙ্গনা হেরাথের ক্লাসেও ছিল এসব চ্যালেঞ্জ মোকাবিলারই দীক্ষা। ফ্ল্যাট উইকেট, শিশির কিংবা ভেজা কন্ডিশনে বল যখন টার্ন করবে না, তখন স্পট বোলিংয়ে কীভাবে ভালো করবেন ফিঙ্গার স্পিনাররা, সেটিরই অনুশীলন চলছে মিরাজদের।
সাকিব এলপিএলে প্রস্তুতি সারছেন। যেকোনো উইকেটে ভালো করার সামর্থ্য রয়েছে তাঁর। মিরাজও বড় ভরসা এখন। দলের বিশেষজ্ঞ স্পিনারদের মধ্যে শুধু নাসুমের অভিজ্ঞতা কম, ওয়ানডে খেলেছেন ৭ ম্যাচ। এখন পর্যন্ত ওয়ানডেতে শিকার ৮ উইকেট, ইকোনমি রেট ৩.৭৩—উইকেট শিকারের চেয়ে কৃপণ বোলিংয়ে তাঁর বেশি মনোযোগ। নাসুমকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘তাইজুল আক্রমণাত্মক। নাসুম একটু রক্ষণাত্মক। ম্যানেজমেন্ট যে পরিকল্পনা দিয়েছে, তাতে নাসুমের দিকে গিয়েছি। এশিয়া কাপে ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে, নাসুমকে সেভাবেই বিবেচনা করা।’
জেনুইন স্পিনারদের পাশাপাশি কার্যকর হতে হবে খণ্ডকালীন বোলারদেরও। গত মাসে ইমার্জিং এশিয়া কাপের দারুণ খেলা মেহেদীর আছে ৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। আছেন আফিফ হোসেনও। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শামীম পাটোয়ারীকে কতটা কাজে লাগায় টিম ম্যানেজমেন্ট, সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়। সব রকম প্রস্তুতিই নিচ্ছেন স্পিনাররা। হেরাথ আত্মবিশ্বাসী, হতাশ করবেন না তাঁর শিষ্যরা, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব-মেহেদীর সঙ্গে আরও কিছু স্পিনার থাকছে দলে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে।’
শামীম হোসেন ও মুশফিকুর রহিমের কাছে মার খেয়ে ১ ওভারেই ১৯ রান দিয়েছিলেন নাসুম আহমেদ। দুদিন আগে মিরপুরে ম্যাচের আবহে শেষ পাওয়ার প্লে অনুশীলনের ঘটনা ছিল এটি। তবে গত পরশু দৃশ্যপট বদলে গেল, ওই নাসুমই দারুণ এক ডেলিভারিতে ক্যাচে ফেরালেন মুশফিককে। ক্যাচটিও ধরলেন আবার নাসুমের কাছে দলে জায়গা হারানো তাইজুল ইসলাম। কদিন আগেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেছিলেন, ‘কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে? সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে।’
এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ উপমহাদেশে হতে চললেও স্পিনারদের স্বস্তিতে থাকার সুযোগ নেই। এখন বড় টুর্নামেন্ট মানেই ব্যাটিং-সহায়ক উইকেট। ছক্কা-চারের ফুলঝুরি না হলে দর্শকদের মনোরঞ্জনে পূর্ণতা আসে না। তখন স্পিনারদের জন্য কাজটি হয়ে ওঠে আরও কঠিন।সেপ্টেম্বরের শেষে বৃষ্টির প্রভাব কমে আসে উপমহাদেশে, অক্টোবর-নভেম্বরে শীতের আগমনী বার্তা দিয়ে শিশির পড়তে শুরু করে। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ নিতে হবে স্পিনারদের। ন্যাড়া উইকেট, শিশির ও ভেজা আউটফিল্ড—ফিঙ্গার স্পিনারদের জন্য কাজটা স্বাভাবিকভাবেই কঠিন হবে। এবার এশিয়া কাপের দলে বাংলাদেশের বিশেষজ্ঞ ও খণ্ডকালীন স্পিনারের সংখ্যা মোট ৬ জন। একজন রিস্ট স্পিনারের হাপিত্যেশ পুরোনো, বাংলাদেশ দলের সবাই ফিঙ্গার স্পিনার। যতই চ্যালেঞ্জ থাক, বাংলাদেশের স্পিন বিভাগকে নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। স্বয়ং অধিনায়ক এই বিভাগের নেতা। সাকিবের সঙ্গে মিরাজের অভিজ্ঞতাও কম নয়। তাঁরা জানেন, এ ধরনের চ্যালেঞ্জ কীভাবে সামলাতে হয়। গত কদিনে রঙ্গনা হেরাথের ক্লাসেও ছিল এসব চ্যালেঞ্জ মোকাবিলারই দীক্ষা। ফ্ল্যাট উইকেট, শিশির কিংবা ভেজা কন্ডিশনে বল যখন টার্ন করবে না, তখন স্পট বোলিংয়ে কীভাবে ভালো করবেন ফিঙ্গার স্পিনাররা, সেটিরই অনুশীলন চলছে মিরাজদের।
সাকিব এলপিএলে প্রস্তুতি সারছেন। যেকোনো উইকেটে ভালো করার সামর্থ্য রয়েছে তাঁর। মিরাজও বড় ভরসা এখন। দলের বিশেষজ্ঞ স্পিনারদের মধ্যে শুধু নাসুমের অভিজ্ঞতা কম, ওয়ানডে খেলেছেন ৭ ম্যাচ। এখন পর্যন্ত ওয়ানডেতে শিকার ৮ উইকেট, ইকোনমি রেট ৩.৭৩—উইকেট শিকারের চেয়ে কৃপণ বোলিংয়ে তাঁর বেশি মনোযোগ। নাসুমকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘তাইজুল আক্রমণাত্মক। নাসুম একটু রক্ষণাত্মক। ম্যানেজমেন্ট যে পরিকল্পনা দিয়েছে, তাতে নাসুমের দিকে গিয়েছি। এশিয়া কাপে ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে, নাসুমকে সেভাবেই বিবেচনা করা।’
জেনুইন স্পিনারদের পাশাপাশি কার্যকর হতে হবে খণ্ডকালীন বোলারদেরও। গত মাসে ইমার্জিং এশিয়া কাপের দারুণ খেলা মেহেদীর আছে ৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। আছেন আফিফ হোসেনও। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শামীম পাটোয়ারীকে কতটা কাজে লাগায় টিম ম্যানেজমেন্ট, সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়। সব রকম প্রস্তুতিই নিচ্ছেন স্পিনাররা। হেরাথ আত্মবিশ্বাসী, হতাশ করবেন না তাঁর শিষ্যরা, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব-মেহেদীর সঙ্গে আরও কিছু স্পিনার থাকছে দলে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে