পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে বাড়ছে চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। ক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম বাড়লেও বাড়েনি মজুরি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।
গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটা বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, আলু ১৫ টাকা, কলা ৩০ টাকা, মটরশুঁটি ৬০ টাকা, গাঁজর ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
২-৩ মাসে নিত্যপণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম ৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, চাল চিকন ৫৮ টাকা, সয়াবিন তেল ১৬৫ টাকা, সুপার ১৫০, পাম তেল ১৪৮, সরিষার তেল ২০০ টাকা ডাল মসুর ৯৫ টাকা, মুগ ১২০ টাকা, চিনি ৭৫ টাকা, আটা ৩৪ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, খাসি ৮০০ টাকা, ব্রয়লার ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মাছের দামও বৃদ্ধি পেয়েছে।
নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মাঝে। দিনমজুরেরা পড়েছেন আরও বিপাকে। জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
গতকাল কথা হয় তৈলকুপি গ্রামের আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। এমন চলতে থাকলে দুদিন পরে আমাদের পথে বসতে হবে।’
এভাবেই আরও কয়েকজন ক্রেতা তাঁদের অভিমত ব্যক্ত করেন। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে, জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলেও অভিযোগ করেন তারা।
পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আব্দুস সবুর, সামাদ জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সরবরাহেও সমস্যা থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানানম, জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে জিনিস পত্রের দাম বাড়ে। তবে ব্যবসায়ীরা যদি অস্বাভাবিক কোনো কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে বাড়ছে চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। ক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম বাড়লেও বাড়েনি মজুরি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।
গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটা বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, আলু ১৫ টাকা, কলা ৩০ টাকা, মটরশুঁটি ৬০ টাকা, গাঁজর ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
২-৩ মাসে নিত্যপণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম ৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, চাল চিকন ৫৮ টাকা, সয়াবিন তেল ১৬৫ টাকা, সুপার ১৫০, পাম তেল ১৪৮, সরিষার তেল ২০০ টাকা ডাল মসুর ৯৫ টাকা, মুগ ১২০ টাকা, চিনি ৭৫ টাকা, আটা ৩৪ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, খাসি ৮০০ টাকা, ব্রয়লার ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মাছের দামও বৃদ্ধি পেয়েছে।
নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মাঝে। দিনমজুরেরা পড়েছেন আরও বিপাকে। জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
গতকাল কথা হয় তৈলকুপি গ্রামের আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। এমন চলতে থাকলে দুদিন পরে আমাদের পথে বসতে হবে।’
এভাবেই আরও কয়েকজন ক্রেতা তাঁদের অভিমত ব্যক্ত করেন। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে, জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলেও অভিযোগ করেন তারা।
পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আব্দুস সবুর, সামাদ জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সরবরাহেও সমস্যা থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানানম, জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে জিনিস পত্রের দাম বাড়ে। তবে ব্যবসায়ীরা যদি অস্বাভাবিক কোনো কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে