কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা যুবক আলাউদ্দিনকে হত্যার হোতাসহ তিনজনকে গত সোমবার সকালে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার পাহাড়ে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাবের ভাষ্যমতে, আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে তাঁরা অপহরণ নাটক সাজিয়ে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার করা তিনজন হলেন উপজেলার কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম ওরফে মামুন (২৮), চিকনীপাড়ার মোহাম্মদ রিফাত (২৩) ও মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আয়ুব আলী (৪০। এর মধ্যে রফিকুল ওই হত্যা মামলার ১ নম্বর ও আয়ুব ১২ নম্বর আসামি। চারটি একনলা বন্দুক, একটি থ্রি কোয়ার্টার বন্দুক, তিনটি এলজি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি তাজা গুলি ও পাঁচটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আলাউদ্দিন (২৮) গত ৫ নভেম্বর খুন হন। পরদিন তাঁর ভাই সুমন উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ মামলায় এ নিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, আত্মস্বীকৃত জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এর অংশ হিসেবে সোমবার সকাল সাতটার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাইতং থেকে হত্যাকাণ্ডের হোতা রফিকুল ইসলাম মামুন ও তাঁর সহযোগী রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১২ নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রফিকুল ও আয়ুবের দেওয়া তথ্যে ভিত্তিতে কালারমারছড়ার নয়াপাড়ার মুড়ারকাছা পাহাড় থেকে ডাকাতি ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা মূলত আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে নিজেদের অপহরণ করা হয়েছে মর্মে নাটক সাজিয়েছিলেন। তাঁরা নিজেরাই লুকিয়ে ছিলেন। তাঁদের গ্রেপ্তারের ফলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা যুবক আলাউদ্দিনকে হত্যার হোতাসহ তিনজনকে গত সোমবার সকালে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার পাহাড়ে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাবের ভাষ্যমতে, আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে তাঁরা অপহরণ নাটক সাজিয়ে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার করা তিনজন হলেন উপজেলার কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম ওরফে মামুন (২৮), চিকনীপাড়ার মোহাম্মদ রিফাত (২৩) ও মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আয়ুব আলী (৪০। এর মধ্যে রফিকুল ওই হত্যা মামলার ১ নম্বর ও আয়ুব ১২ নম্বর আসামি। চারটি একনলা বন্দুক, একটি থ্রি কোয়ার্টার বন্দুক, তিনটি এলজি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি তাজা গুলি ও পাঁচটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আলাউদ্দিন (২৮) গত ৫ নভেম্বর খুন হন। পরদিন তাঁর ভাই সুমন উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ মামলায় এ নিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, আত্মস্বীকৃত জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এর অংশ হিসেবে সোমবার সকাল সাতটার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাইতং থেকে হত্যাকাণ্ডের হোতা রফিকুল ইসলাম মামুন ও তাঁর সহযোগী রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১২ নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রফিকুল ও আয়ুবের দেওয়া তথ্যে ভিত্তিতে কালারমারছড়ার নয়াপাড়ার মুড়ারকাছা পাহাড় থেকে ডাকাতি ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা মূলত আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে নিজেদের অপহরণ করা হয়েছে মর্মে নাটক সাজিয়েছিলেন। তাঁরা নিজেরাই লুকিয়ে ছিলেন। তাঁদের গ্রেপ্তারের ফলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে