নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়টির একটি পুরোনো ভবনের টিন, কাঠসহ বিভিন্ন উপকরণ বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
এ ব্যাপারে চলতি মাসের ৯ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও অভিভাবকেরা।
অভিযোগ থেকে জানা যায়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হতো। ২০১৮ সালে সরকারি অনুদান এবং বিদ্যালয়ের দুটি গাছ বিক্রির টাকায় ১০ বান্ডিল টিন ও অন্যান্য সরঞ্জাম কিনে একটি ছাপরাঘর নির্মাণ করা হয়। সেখানে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়। পরবর্তী বছরে ছাপরাটি ঝড়ে ভেঙে যায় এবং ঘরের টিন, কাঠ, বাঁশ, লোহা, ৪টি জানালার গ্রিলসহ সব মালপত্র বিদ্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করা হয়। করোনাকালীন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এগুলো খোঁজ করা হয়নি। বিদ্যালয় খোলার পর এসব মালপত্র সেই কক্ষে পাওযা যায়নি। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন ও নৈশপ্রহরী মোশারফ হোসেন এগুলো বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন।
নৈশপ্রহরী মোশারফ হোসেন বলেন, ‘এ বিষয়ে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। তবে কিছু মালামাল এক শিক্ষিকার বাগানে রাখা আছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি চক্র আমাকে হেয় করার জন্য লেগেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম বলেন, ‘এ ব্যাপারে অবগত আছি। প্রাথমিক শিক্ষা কার্যালয় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়টির একটি পুরোনো ভবনের টিন, কাঠসহ বিভিন্ন উপকরণ বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
এ ব্যাপারে চলতি মাসের ৯ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও অভিভাবকেরা।
অভিযোগ থেকে জানা যায়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হতো। ২০১৮ সালে সরকারি অনুদান এবং বিদ্যালয়ের দুটি গাছ বিক্রির টাকায় ১০ বান্ডিল টিন ও অন্যান্য সরঞ্জাম কিনে একটি ছাপরাঘর নির্মাণ করা হয়। সেখানে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়। পরবর্তী বছরে ছাপরাটি ঝড়ে ভেঙে যায় এবং ঘরের টিন, কাঠ, বাঁশ, লোহা, ৪টি জানালার গ্রিলসহ সব মালপত্র বিদ্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করা হয়। করোনাকালীন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এগুলো খোঁজ করা হয়নি। বিদ্যালয় খোলার পর এসব মালপত্র সেই কক্ষে পাওযা যায়নি। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন ও নৈশপ্রহরী মোশারফ হোসেন এগুলো বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন।
নৈশপ্রহরী মোশারফ হোসেন বলেন, ‘এ বিষয়ে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। তবে কিছু মালামাল এক শিক্ষিকার বাগানে রাখা আছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি চক্র আমাকে হেয় করার জন্য লেগেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম বলেন, ‘এ ব্যাপারে অবগত আছি। প্রাথমিক শিক্ষা কার্যালয় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে