পঞ্চগড় প্রতিনিধি
পুলিশ সদস্যদের কাজের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আবার কোনো অপরাধী করেন মিথ্যাচার। এসব বিষয়ে অগ্রহণযোগ্যতা এড়াতে সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের জেলা পুলিশ।
গতকাল রোববার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সদস্য মো. মুশফিকুর রহমান শরীরে ক্যামেরার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ট্রফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ ট্রাফিক পুলিশ ও সদর থানার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ বিভাগ জানায়, পুলিশের অভিযানে স্বচ্ছতা, জবাবদিহি আনার জন্য পুলিশের এই উদ্যোগ। এই ক্যামেরা বিশেষ করে অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অনেক সময় পুলিশের অভিযানে ও ট্রাফিক পুলিশ সদস্যদের নামে মিথ্যা-নেতিবাচক প্রশ্ন তোলেন অপরাধীরা। কী কারণে অপরাধীদের আটক ও জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে, এই কারণেই পুলিশ অভিযানের সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ সদস্যরা অত্যাধুনিক বডি অন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবে। আপাতত জেলার পাঁচ থানায় ১০ টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি এবং পুলিশ সুপার কার্যালয়ে দুটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আরও বেশ কিছু ক্যামেরা সংযুক্ত হবে।
প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করে দেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়, আমি মনে করি এই ক্যামেরা ব্যবহারের ফলে কোনো বিতর্ক থাকবে না। তা ছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন আশা করি আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা অন থাকলে অভিযানের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত হবে।’
পুলিশ সদস্যদের কাজের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আবার কোনো অপরাধী করেন মিথ্যাচার। এসব বিষয়ে অগ্রহণযোগ্যতা এড়াতে সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের জেলা পুলিশ।
গতকাল রোববার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সদস্য মো. মুশফিকুর রহমান শরীরে ক্যামেরার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ট্রফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ ট্রাফিক পুলিশ ও সদর থানার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ বিভাগ জানায়, পুলিশের অভিযানে স্বচ্ছতা, জবাবদিহি আনার জন্য পুলিশের এই উদ্যোগ। এই ক্যামেরা বিশেষ করে অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অনেক সময় পুলিশের অভিযানে ও ট্রাফিক পুলিশ সদস্যদের নামে মিথ্যা-নেতিবাচক প্রশ্ন তোলেন অপরাধীরা। কী কারণে অপরাধীদের আটক ও জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে, এই কারণেই পুলিশ অভিযানের সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ সদস্যরা অত্যাধুনিক বডি অন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবে। আপাতত জেলার পাঁচ থানায় ১০ টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি এবং পুলিশ সুপার কার্যালয়ে দুটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আরও বেশ কিছু ক্যামেরা সংযুক্ত হবে।
প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করে দেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়, আমি মনে করি এই ক্যামেরা ব্যবহারের ফলে কোনো বিতর্ক থাকবে না। তা ছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন আশা করি আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা অন থাকলে অভিযানের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে