চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে নানামুখী আলোচনা চলছে। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এজেন্ট বের করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্রী প্রার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী। আলোচিত এই ইউপিতে ১৫ জুন ইভিএমে ভোট হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত পুলিশ ছাড়াও র্যাবের টিম থাকবে। প্রার্থীরা সন্তুষ্ট থাকলেও অভিযোগ উঠছে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক হেলালের দিকে।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন আলকরা ইউপির বর্তমান চেয়ারম্যান এ কে এম গোলাম ফারুক হেলাল। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু ও মাঈন উদ্দিন ভূঁইয়া। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন রাসেলসহ সাতজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে অভিযোগের কারণে ভোটারদের মধ্যে নানা আলোচনার সূত্রপাত ঘটাচ্ছে।
জানা গেছে, চৌদ্দগ্রামের দক্ষিণাংশ ও ফেনীর সীমান্তবর্তী ইউনিয়ন আলকরা। এ ইউনিয়নে জামায়াতের বর্তমান নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বাড়ি। এক সময় এই ইউনিয়নে জামায়াত ও আওয়ামী লীগের সংঘাত লেগেই থাকত। দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বাচ্চু বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন মাঠে বলে বেড়াচ্ছেন, নির্বাচনের দিন ভাজনকরা, লক্ষ্মীপুর, পদুয়া ও বাকগ্রামের কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকার সিল মারতে ভোটারদের বাধ্য করা হবে। বহিরাগত লোকজন দিয়ে দাঙ্গা-হাঙ্গামা করে তাঁর (বাচ্চু) ওপর এ দায়-দায়িত্ব চাপিয়ে দেবেন।’
স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন, নির্বাচনের দিন লক্ষ্মীপুর, ভাজনকরা ও পদুয়া কেন্দ্রে আমার কোনো এজেন্টকে থাকতে দেবেন না। ভোটের দিন বহিরাগতরা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। ইতিমধ্যে বহিরাগতরা নৌকার পক্ষে পুরো ইউনিয়নে প্রচারণা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন।’
আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক হেলাল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা পরাজিত হওয়ার ভয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। নির্বাচনে পর্যাপ্ত প্রশাসনিক নিরাপত্তা থাকবে।’ তবে বহিরাগত সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চৌদ্দগ্রাম ইউএনও তানভীর আহমেদ বলেন, ‘ভোটের দিন তিনজন ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি থাকবে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার লোকজন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেউ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করতে চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে নানামুখী আলোচনা চলছে। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এজেন্ট বের করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্রী প্রার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী। আলোচিত এই ইউপিতে ১৫ জুন ইভিএমে ভোট হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত পুলিশ ছাড়াও র্যাবের টিম থাকবে। প্রার্থীরা সন্তুষ্ট থাকলেও অভিযোগ উঠছে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক হেলালের দিকে।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন আলকরা ইউপির বর্তমান চেয়ারম্যান এ কে এম গোলাম ফারুক হেলাল। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু ও মাঈন উদ্দিন ভূঁইয়া। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন রাসেলসহ সাতজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে অভিযোগের কারণে ভোটারদের মধ্যে নানা আলোচনার সূত্রপাত ঘটাচ্ছে।
জানা গেছে, চৌদ্দগ্রামের দক্ষিণাংশ ও ফেনীর সীমান্তবর্তী ইউনিয়ন আলকরা। এ ইউনিয়নে জামায়াতের বর্তমান নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বাড়ি। এক সময় এই ইউনিয়নে জামায়াত ও আওয়ামী লীগের সংঘাত লেগেই থাকত। দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বাচ্চু বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন মাঠে বলে বেড়াচ্ছেন, নির্বাচনের দিন ভাজনকরা, লক্ষ্মীপুর, পদুয়া ও বাকগ্রামের কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকার সিল মারতে ভোটারদের বাধ্য করা হবে। বহিরাগত লোকজন দিয়ে দাঙ্গা-হাঙ্গামা করে তাঁর (বাচ্চু) ওপর এ দায়-দায়িত্ব চাপিয়ে দেবেন।’
স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন, নির্বাচনের দিন লক্ষ্মীপুর, ভাজনকরা ও পদুয়া কেন্দ্রে আমার কোনো এজেন্টকে থাকতে দেবেন না। ভোটের দিন বহিরাগতরা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। ইতিমধ্যে বহিরাগতরা নৌকার পক্ষে পুরো ইউনিয়নে প্রচারণা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন।’
আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক হেলাল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা পরাজিত হওয়ার ভয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। নির্বাচনে পর্যাপ্ত প্রশাসনিক নিরাপত্তা থাকবে।’ তবে বহিরাগত সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চৌদ্দগ্রাম ইউএনও তানভীর আহমেদ বলেন, ‘ভোটের দিন তিনজন ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি থাকবে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার লোকজন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেউ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করতে চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে