মিরপুর প্রতিনিধি
ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মিরপুর-১২ নম্বরে হঠাৎ করেই পরিবহন শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে শ্রমিকেরা যাত্রীদের নামিয়ে দিয়ে বাস চালানো বন্ধ করে দেন। এ খবরে মিরপুরের বিভিন্ন স্থানে ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসন ও মালিকপক্ষের প্রচেষ্টায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় বাস চলাচল শুরু হয়।
বাসচালকের সহকারী শিপন বলেন, ভাড়া বাড়ানোর পর যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চাচ্ছেন না। উল্টো গায়ে হাত তুলছেন। সবুজ নামের এক হেলপার বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাড়তি ভাড়ার চাট নিয়ে ভাড়া তুলতে গেলে এক যাত্রী পাঁচ টাকা কম দেন। তা নিতে না চাইলে আমার কলার ধরে থাপ্পড় মারেন। এমন ঝামেলা প্রতিনিয়তই হচ্ছে। তাই এ ধর্মঘট।’
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ রেখেছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাস চলাচল দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার জন্য দুপুর ২টার দিকে মিরপুর-১২ নম্বর থেকে নূর এ মক্কা পরিবহনের বাসে ওঠেন সত্যজিৎ কাঞ্জিলাল নামের এক যাত্রী। এ সময় তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
কাঞ্জিলাল বলেন, সিটিং সার্ভিস তুলে দেওয়া হবে, সব বাস লোকালে চলবে—এই ঘোষণার প্রতিবাদে বাসচালকেরা ধর্মঘট পরিস্থিতি তৈরি করেন। প্রতিটি বাস থেকে যাত্রীদের সন্ত্রাসী কায়দায় নামিয়ে দেওয়া হয়েছে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
গত রোববার থেকে রাজধানীতে কোনো ধরনের সিটিং অথবা গেট লক বাস থাকবে না বলে জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। ১০ নভেম্বর দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সিটিং সার্ভিসে কোনো নিয়মনীতি নেই। এতে ভোগান্তি হয় যাত্রীদের। তাই ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং কিংবা গেট লক সার্ভিস থাকবে না।
ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মিরপুর-১২ নম্বরে হঠাৎ করেই পরিবহন শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে শ্রমিকেরা যাত্রীদের নামিয়ে দিয়ে বাস চালানো বন্ধ করে দেন। এ খবরে মিরপুরের বিভিন্ন স্থানে ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসন ও মালিকপক্ষের প্রচেষ্টায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় বাস চলাচল শুরু হয়।
বাসচালকের সহকারী শিপন বলেন, ভাড়া বাড়ানোর পর যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চাচ্ছেন না। উল্টো গায়ে হাত তুলছেন। সবুজ নামের এক হেলপার বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাড়তি ভাড়ার চাট নিয়ে ভাড়া তুলতে গেলে এক যাত্রী পাঁচ টাকা কম দেন। তা নিতে না চাইলে আমার কলার ধরে থাপ্পড় মারেন। এমন ঝামেলা প্রতিনিয়তই হচ্ছে। তাই এ ধর্মঘট।’
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ রেখেছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাস চলাচল দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার জন্য দুপুর ২টার দিকে মিরপুর-১২ নম্বর থেকে নূর এ মক্কা পরিবহনের বাসে ওঠেন সত্যজিৎ কাঞ্জিলাল নামের এক যাত্রী। এ সময় তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
কাঞ্জিলাল বলেন, সিটিং সার্ভিস তুলে দেওয়া হবে, সব বাস লোকালে চলবে—এই ঘোষণার প্রতিবাদে বাসচালকেরা ধর্মঘট পরিস্থিতি তৈরি করেন। প্রতিটি বাস থেকে যাত্রীদের সন্ত্রাসী কায়দায় নামিয়ে দেওয়া হয়েছে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
গত রোববার থেকে রাজধানীতে কোনো ধরনের সিটিং অথবা গেট লক বাস থাকবে না বলে জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। ১০ নভেম্বর দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সিটিং সার্ভিসে কোনো নিয়মনীতি নেই। এতে ভোগান্তি হয় যাত্রীদের। তাই ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং কিংবা গেট লক সার্ভিস থাকবে না।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে