সম্মেলন ঘিরে চাঙা পীরগাছা বিএনপি

তাজরুল ইসলাম, পীরগাছা
প্রকাশ : ১৭ জুন ২০২২, ০৬: ৩৫
আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ৪০

কর্মিসভা, দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও বেশ কয়েকটি মিছিল-সমাবেশ করে আবারও চাঙা হয়ে উঠেছে পীরগাছা বিএনপি। নিজেদের শক্তি জানান দিতে ব্যাপকসংখ্যক নেতা-কর্মী নিয়ে উপজেলার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে দলটি।

তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, দলের আগামী কাউন্সিলকে ঘিরে উপজেলা বিএনপির রাজনীতিতে সুবাতাস বইছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলের নেতা-কর্মীরা এত দিন ঝিমিয়ে থাকলেও এখন আবার জাগ্রত হয়ে উঠছেন। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে দলটির। আগামী কাউন্সিলে দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে আশা প্রকাশ করছে তৃণমূল।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত ৩৫ থেকে ৪০ বছর ধরে উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী ও বর্তমান জেলা সদস্য আমিনুল ইসলাম রাঙা। দীর্ঘদিন ধরে আফছার উপজেলা বিএনপির সভাপতি ও আমিনুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মতিয়ার রহমান ও সম্পাদক জাকির আহম্মেদ গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে দলের দায়িত্ব পালন করে আসছেন।

অপরদিকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম ডালেজ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক থাকাকালে উপজেলা সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অনুর নেতৃত্বে বিএনপি দুভাগে বিভক্ত হলে টানাপোড়েন দেখা দেয় দলের মধ্যে।

নতুন করে রংপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হলে নড়েচড়ে বসেন দলের নেতা-কর্মীরা। ২১ মে স্থানীয় রাজবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে দলের কর্মিসভায় যোগ দেন উভয় গ্রুপের নেতা-কর্মীরা। এরপর দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও বেশ কয়েকটি মিছিল-সমাবেশ একত্রিত হয়ে যান উভয় গ্রুপের সদস্যরা। নিজেদের শক্তি দেখাতে বিপুলসংখ্যক লোকের উপস্থিতি ঘটানো হয় সভাগুলোতে।

তৃণমূল বিএনপির কর্মী আব্দুল মজিদ, মুকুল মিয়া, মাহবুব রহমান বলেন, দলের এই ক্রান্তিলগ্নে যারা তৃণমূলে বিএনপিকে জাগিয়ে রেখেছেন তাঁরাই যেন কমিটিতে থাকেন, এটাই তাঁদের কাম্য। তাঁরা চান, সব ভেদাভেদ ভুলে সবাই দলের জন্য কাজ করবেন।

সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল বলেন, ‘দলের জন্য আমি মামলা-হামলার শিকার হয়েছি। দলকে ভালোবেসে আমার এত দূর আসা। আমি চাই কেন্দ্রীয় ও জেলা নেতারা নতুন-পুরোনো মিলিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন।’

বর্তমান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা আফছার-রাঙার বিকল্প নাই। তাঁদের কারণে রংপুর জেলার মধ্যে পীরগাছা উপজেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে যাদের অবদান, তাঁরাই যেন আগামী দিনের নেতৃত্ব পায়।’

সাবেক উপজেলা সম্পাদক ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম রাঙা বলেন, ‘আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির রাজনীতি করেই জীবন শেষ করেছি। পীরগাছা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা আমার বড় শক্তি।’

বর্তমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী বলেন, ‘আমরা চাই সৎ-স্বচ্ছ ও দলের জন্য ত্যাগী নেতারাই পীরগাছা বিএনপির হাল ধরুক। আমরা অনেক কষ্টে পীরগাছা উপজেলা বিএনপিকে জেলার মধ্যে শক্তিশালী করতে পেরেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত