আজকের পত্রিকা ডেস্ক
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে বাড়ি থেকে রাজধানীতে ফিরতে ঢল নেমেছে দেশের বিভিন্ন জেলার রেলস্টেশনগুলোতে। তবে ফিরতি টিকিটি না পেয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের।
টিকিট না পেয়ে অনেককেই খুঁজতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। দীর্ঘ সময় ধরনা দিয়েও কাউন্টারে ট্রেনের টিকিট মিলছে না, কিন্তু কোথাও আবার মিলছে কালোবাজারে। আর অবৈধভাবে ২৫৫ টাকার একটি টিকিট চার গুণ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে হাজার টাকায়।
গতকাল শুক্রবার জামালপুর, বগুড়া, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাটে রেলপথের যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
জামালপুরের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, জামালপুর রেলওয়ে স্টেশন থেকে যাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন, তাঁদের একমাত্র ভরসা ট্রেন। ঈদ সামনে রেখে রেলওয়ে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে অতিরিক্ত একটি ট্রেন বরাদ্দ দিয়েছেন এ পথে। তার পরও টিকিটের সংকটে অনেকেই রেলযাত্রা করতে পারছেন না।
যাত্রীদের অভিযোগ, কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে তিন-চার গুণ বেশি মূল্যে টিকিট কিনতে হচ্ছে। প্ল্যাটফর্ম ও আশপাশের দোকানে প্রকাশ্যে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে।
জামালপুর শহরের কাচারীপাড়া গ্রামের খলিলুর রহমান বলেন, ‘দুদিন ধরে লাইনে দাঁড়িয়েও কোনো টিকিট পাইনি। উপায় না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে ২৫৫ টাকার একটি টিকিট ১ হাজার টাকায় নিতে হলো।’
জামালপুরের রেলওয়ে স্টেশন মাস্টার মো. আছাদ উজ জামান বলেন, ‘হয়তো স্টেশনের বাইরে টিকিট কালোবাজারি হতে পারে। তাঁদের ধরার দায়িত্ব আমার না।’
নীলফামারীর সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ জানান, সৈয়দপুর বাস বা ট্রেনের আগামী এক সপ্তাহের জন্য কোথাও টিকিট নেই। যাঁরা অগ্রিম ফিরতি টিকিট কিনেছিলেন, তাঁরাই কেবল ট্রেনযাত্রা করতে পারছেন। তবে বেশি টাকা দিলে কালোবাজারিদের কাছে টিকিট পাওয়া যাচ্ছে বলে অনেকের অভিযোগ।
সরেজমিন দেখা গেছে, রেলওয়ে স্টেশন ও বাসকাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। নানা রকম কষ্ট ভোগ করে নাড়ির টানে বাড়িফেরা মানুষগুলো এবার ফেরা নিয়েও ভোগান্তিতে পড়েছেন।
স্টেশন মাস্টার এস এম শওকত আলী বলেন, ‘একটি আসনের বিপরীতে ৫০-৬০ জনের চাহিদা। সময়মতো যাঁরা টিকিট কাটেননি, তাঁরা ট্রেনে যেতে পারছেন না।’
এদিকে বগুড়ার আদমদীঘি ও শেরপুর উপজেলা, দিনাজপুরের ফুলবাড়ী ও জয়পুরহাটের আক্কেলপুরে টিকিট না পাওয়া যাত্রীর চাপে, টিকিট সঙ্গে থাকলেও নির্দিষ্ট আসন না পাওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে বাড়ি থেকে রাজধানীতে ফিরতে ঢল নেমেছে দেশের বিভিন্ন জেলার রেলস্টেশনগুলোতে। তবে ফিরতি টিকিটি না পেয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের।
টিকিট না পেয়ে অনেককেই খুঁজতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। দীর্ঘ সময় ধরনা দিয়েও কাউন্টারে ট্রেনের টিকিট মিলছে না, কিন্তু কোথাও আবার মিলছে কালোবাজারে। আর অবৈধভাবে ২৫৫ টাকার একটি টিকিট চার গুণ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে হাজার টাকায়।
গতকাল শুক্রবার জামালপুর, বগুড়া, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাটে রেলপথের যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
জামালপুরের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, জামালপুর রেলওয়ে স্টেশন থেকে যাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন, তাঁদের একমাত্র ভরসা ট্রেন। ঈদ সামনে রেখে রেলওয়ে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে অতিরিক্ত একটি ট্রেন বরাদ্দ দিয়েছেন এ পথে। তার পরও টিকিটের সংকটে অনেকেই রেলযাত্রা করতে পারছেন না।
যাত্রীদের অভিযোগ, কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে তিন-চার গুণ বেশি মূল্যে টিকিট কিনতে হচ্ছে। প্ল্যাটফর্ম ও আশপাশের দোকানে প্রকাশ্যে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে।
জামালপুর শহরের কাচারীপাড়া গ্রামের খলিলুর রহমান বলেন, ‘দুদিন ধরে লাইনে দাঁড়িয়েও কোনো টিকিট পাইনি। উপায় না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে ২৫৫ টাকার একটি টিকিট ১ হাজার টাকায় নিতে হলো।’
জামালপুরের রেলওয়ে স্টেশন মাস্টার মো. আছাদ উজ জামান বলেন, ‘হয়তো স্টেশনের বাইরে টিকিট কালোবাজারি হতে পারে। তাঁদের ধরার দায়িত্ব আমার না।’
নীলফামারীর সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ জানান, সৈয়দপুর বাস বা ট্রেনের আগামী এক সপ্তাহের জন্য কোথাও টিকিট নেই। যাঁরা অগ্রিম ফিরতি টিকিট কিনেছিলেন, তাঁরাই কেবল ট্রেনযাত্রা করতে পারছেন। তবে বেশি টাকা দিলে কালোবাজারিদের কাছে টিকিট পাওয়া যাচ্ছে বলে অনেকের অভিযোগ।
সরেজমিন দেখা গেছে, রেলওয়ে স্টেশন ও বাসকাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। নানা রকম কষ্ট ভোগ করে নাড়ির টানে বাড়িফেরা মানুষগুলো এবার ফেরা নিয়েও ভোগান্তিতে পড়েছেন।
স্টেশন মাস্টার এস এম শওকত আলী বলেন, ‘একটি আসনের বিপরীতে ৫০-৬০ জনের চাহিদা। সময়মতো যাঁরা টিকিট কাটেননি, তাঁরা ট্রেনে যেতে পারছেন না।’
এদিকে বগুড়ার আদমদীঘি ও শেরপুর উপজেলা, দিনাজপুরের ফুলবাড়ী ও জয়পুরহাটের আক্কেলপুরে টিকিট না পাওয়া যাত্রীর চাপে, টিকিট সঙ্গে থাকলেও নির্দিষ্ট আসন না পাওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে