নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ছাত্রলীগের দীর্ঘ ৪ বছর ধরে কমিটি নেই। এতে উপজেলায় দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে আছে। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টির পথও থমকে গেছে। পাশাপাশি সাবেক কমিটির পদে থাকা নেতারাও হতাশ হয়ে অনেকেই এখন রাজনীতির হাল ছেড়ে বিভিন্ন পেশায় জড়িয়ে যাচ্ছেন।
২০১৮ সালে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা আসায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হল। এখন পর্যন্ত নবীনগরে উপজেলায় ছাত্রলীগের কোনো কমিটি হয়নি। সর্বশেষ বিদায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল রুমান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন।
নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তাহসীন ভূঁইয়া রুম্মান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের কমিটি নেই। এতে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। আমরা চাই অতি দ্রুত নবীনগরে সকল ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক।’
পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক সাইফুর রহমান রকি বলেন, ‘দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি নেই। ফলে আমাদের কর্মীরা হতাশ হয়ে অনেকেই বিদেশ চলে যাচ্ছেন। রাজনীতির হাল ছেড়ে বিভিন্ন পেশায় জড়িয়ে যাচ্ছেন। আমরা চাই দ্রুত কমিটি গঠন করা হোক এবং প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক।’
নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের ১ নম্বর সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উল্লাহ বলেন, ‘স্থানীয় গ্রুপিং এবং কোন্দলের কারণে ছাত্রলীগের কমিটি হচ্ছে না। আমরা চাই গ্রুপিং-কোন্দল বাদ দিয়ে নবীনগরে ত্যাগীদের মূল্যায়ন করে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক।’
উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘সিনিয়র নেতৃবৃন্দের অনৈক্য এবং অছাত্রদের নেতৃত্বে আসার অপচেষ্টার ফলে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে বিলম্ব হচ্ছে বলে আমি মনে করি। তবে আশাবাদী অতি দ্রুত এর সমাধান হবে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাঈদ বলেন, তিন বছর আগে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম ও বর্তমান স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল একটি কমিটির সুপারিশ করে জেলাতে পাঠিয়েছেন। জেলা ছাত্রলীগ এখন পর্যন্ত এ কমিটি ঘোষণা করেননি। তাই উপজেলা ছাত্রলীগের অবস্থান খুবই দুর্বল। দ্রুত উপজেলা কমিটি ঘোষণা করে নিষ্ক্রিয় ছাত্রলীগকে প্রাণ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই।’
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘কিছুদিনের মধ্যেই আমরা নবীনগর উপজেলায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেব। উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ছাত্রলীগের দীর্ঘ ৪ বছর ধরে কমিটি নেই। এতে উপজেলায় দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে আছে। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টির পথও থমকে গেছে। পাশাপাশি সাবেক কমিটির পদে থাকা নেতারাও হতাশ হয়ে অনেকেই এখন রাজনীতির হাল ছেড়ে বিভিন্ন পেশায় জড়িয়ে যাচ্ছেন।
২০১৮ সালে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা আসায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হল। এখন পর্যন্ত নবীনগরে উপজেলায় ছাত্রলীগের কোনো কমিটি হয়নি। সর্বশেষ বিদায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল রুমান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন।
নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তাহসীন ভূঁইয়া রুম্মান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের কমিটি নেই। এতে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। আমরা চাই অতি দ্রুত নবীনগরে সকল ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক।’
পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক সাইফুর রহমান রকি বলেন, ‘দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি নেই। ফলে আমাদের কর্মীরা হতাশ হয়ে অনেকেই বিদেশ চলে যাচ্ছেন। রাজনীতির হাল ছেড়ে বিভিন্ন পেশায় জড়িয়ে যাচ্ছেন। আমরা চাই দ্রুত কমিটি গঠন করা হোক এবং প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক।’
নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের ১ নম্বর সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উল্লাহ বলেন, ‘স্থানীয় গ্রুপিং এবং কোন্দলের কারণে ছাত্রলীগের কমিটি হচ্ছে না। আমরা চাই গ্রুপিং-কোন্দল বাদ দিয়ে নবীনগরে ত্যাগীদের মূল্যায়ন করে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক।’
উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘সিনিয়র নেতৃবৃন্দের অনৈক্য এবং অছাত্রদের নেতৃত্বে আসার অপচেষ্টার ফলে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে বিলম্ব হচ্ছে বলে আমি মনে করি। তবে আশাবাদী অতি দ্রুত এর সমাধান হবে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাঈদ বলেন, তিন বছর আগে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম ও বর্তমান স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল একটি কমিটির সুপারিশ করে জেলাতে পাঠিয়েছেন। জেলা ছাত্রলীগ এখন পর্যন্ত এ কমিটি ঘোষণা করেননি। তাই উপজেলা ছাত্রলীগের অবস্থান খুবই দুর্বল। দ্রুত উপজেলা কমিটি ঘোষণা করে নিষ্ক্রিয় ছাত্রলীগকে প্রাণ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই।’
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘কিছুদিনের মধ্যেই আমরা নবীনগর উপজেলায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেব। উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে