সাতক্ষীরা ও কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে অধিক মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে এক শ কোটি টাকার বেশি জমা নিয়ে সুদ বা আসল কোনোটাই ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা (এনজিও) বরষার বিরুদ্ধে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টাকা ফেরত পাওয়ার দাবিতে এনজিওটির রতনপুর এরিয়া অফিস ঘেরাও করেন গ্রাহকেরা।
দুই হাজারের বেশি গ্রাহকের বিক্ষোভের মুখে পুলিশ রতনপুর এরিয়া অফিসের ম্যানেজার মৃণাল ঘোষকে আটক করলে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।
কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের ব্যবসায়ী অনুপ কুমার ঘোষ জানান, সাত বছর আগে কালিগঞ্জের রতনপুর গ্রামে বরষা এনজিওর অফিস খোলা হয়। ৫ বছর মেয়াদে ডিপিএস করলে মেয়াদ শেষে সুদ, আসলসহ দ্বিগুণ টাকা দেওয়া হবে এমন ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমি চার বছর আগে আড়াই লাখ টাকা দিয়ে রতনপুর এরিয়া অফিসে ডিপিএস খুলি। এ ছাড়া ওই শাখায় সঞ্চয়ী হিসাবেও বেশি টাকা মুনাফা দেওয়ার কথা বলা হয়। গ্রাহকদের জমা টাকার বিপরীতে ঋণ দেওয়ার কথাও বলা হয়। সবকিছু ঠিকঠাক চললেও তিন মাস যাবৎ তাঁরা কোনো গ্রাহককে আসল টাকা ফেরত বা মুনাফার টাকা দিচ্ছেন না।
অনুপ কুমার ঘোষ আরও জানান, টাকা দেওয়া নিয়ে টালবাহানা করার ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শাখা ব্যবস্থাপক মৃণাল ঘোষ জানান, সোমবার বিকেলে সাতক্ষীরা অফিস থেকে কর্মকর্তারা এসে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এদিন সাতক্ষীরা থেকে কোনো কর্মকর্তা না আসায় চার হাজারের বেশি গ্রাহক ও তাঁদের স্বজনেরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বরষা এনজিওর রতনপুর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় শাখা ব্যবস্থাপক ছাড়াও এনজিওটির কর্মী মাসুমা খাতুন, হরষিত ঘোষ, আব্দুর রাজ্জাক, দীপঙ্কর ঘোষসহ কয়েকজন অফিসের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। সোমবার গভীর রাতে বরষা এনজিওর প্রয়াত নির্বাহী পরিচালক আনিছুর রহমানের ভাই আশিকুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন এবং গ্রাহকদের মূল টাকা দেওয়ার বিষয়ে মৌখিকভাবে আশ্বস্ত করেন।
রতনপুর গ্রামের ব্যবসায়ী পিনাক ঘোষ বলেন, তিনি ১৩ লাখ টাকা এফডিআর করেছেন। একই সঙ্গে সঞ্চয়ী হিসেবে এক লাখ টাকা রেখেছেন। তিন মাস যাবৎ মুনাফার টাকা ফেরত না দিয়ে কর্তৃপক্ষ বিভিন্নভাবে টালবাহানা করছে। সবশেষে সোমবার বিকেলে সাতক্ষীরা প্রধান কার্যালয় থেকে কর্মকর্তারা এসে গ্রাহকদের সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলেও তাঁরা কথা রাখেননি। বাধ্য হয়ে তাঁরা অফিস ঘিরে রেখেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলীম আল রাজী টোকন বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টার দিকে আমিসহ ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জিএম শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা সজল মুখার্জি ও কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান রতনপুরের বরষা এনজিওর অফিসে যাই। সেখানে গিয়ে আমরা গ্রাহক রেজিস্ট্রার যাচাই করে ৭৫ কোটি টাকা এফডিআরের কাগজ পাই। ওই টাকা যাতে গ্রাহকেরা ফিরে পান, সে জন্য পুলিশের মধ্যস্থতায় মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার বিষয়ে আশ্বস্ত করি। পরে এনজিওর কয়েকজন মাঠকর্মীকে অফিসের মধ্যে রেখে তাঁদের দেখভালের দায়িত্ব গ্রাম পুলিশের ওপর ন্যস্ত করা হয়।’
বরষা এনজিওর মালিকপক্ষের আশিকুর রহমান বলেন, ‘গ্রাহকদের মূল টাকা ধীরে ধীরে পরিশোধ করা হবে।’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এনজিওটির ম্যানেজার মৃণাল ঘোষকে থানায় আনা হয়েছে। এ ছাড়া গ্রাহকদের প্রতিনিধি ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ সম্পর্কে নেওয়া সিদ্ধান্ত পরে জানানো হবে।’
সাতক্ষীরার কালিগঞ্জে অধিক মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে এক শ কোটি টাকার বেশি জমা নিয়ে সুদ বা আসল কোনোটাই ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা (এনজিও) বরষার বিরুদ্ধে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টাকা ফেরত পাওয়ার দাবিতে এনজিওটির রতনপুর এরিয়া অফিস ঘেরাও করেন গ্রাহকেরা।
দুই হাজারের বেশি গ্রাহকের বিক্ষোভের মুখে পুলিশ রতনপুর এরিয়া অফিসের ম্যানেজার মৃণাল ঘোষকে আটক করলে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।
কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের ব্যবসায়ী অনুপ কুমার ঘোষ জানান, সাত বছর আগে কালিগঞ্জের রতনপুর গ্রামে বরষা এনজিওর অফিস খোলা হয়। ৫ বছর মেয়াদে ডিপিএস করলে মেয়াদ শেষে সুদ, আসলসহ দ্বিগুণ টাকা দেওয়া হবে এমন ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমি চার বছর আগে আড়াই লাখ টাকা দিয়ে রতনপুর এরিয়া অফিসে ডিপিএস খুলি। এ ছাড়া ওই শাখায় সঞ্চয়ী হিসাবেও বেশি টাকা মুনাফা দেওয়ার কথা বলা হয়। গ্রাহকদের জমা টাকার বিপরীতে ঋণ দেওয়ার কথাও বলা হয়। সবকিছু ঠিকঠাক চললেও তিন মাস যাবৎ তাঁরা কোনো গ্রাহককে আসল টাকা ফেরত বা মুনাফার টাকা দিচ্ছেন না।
অনুপ কুমার ঘোষ আরও জানান, টাকা দেওয়া নিয়ে টালবাহানা করার ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শাখা ব্যবস্থাপক মৃণাল ঘোষ জানান, সোমবার বিকেলে সাতক্ষীরা অফিস থেকে কর্মকর্তারা এসে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এদিন সাতক্ষীরা থেকে কোনো কর্মকর্তা না আসায় চার হাজারের বেশি গ্রাহক ও তাঁদের স্বজনেরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বরষা এনজিওর রতনপুর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় শাখা ব্যবস্থাপক ছাড়াও এনজিওটির কর্মী মাসুমা খাতুন, হরষিত ঘোষ, আব্দুর রাজ্জাক, দীপঙ্কর ঘোষসহ কয়েকজন অফিসের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। সোমবার গভীর রাতে বরষা এনজিওর প্রয়াত নির্বাহী পরিচালক আনিছুর রহমানের ভাই আশিকুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন এবং গ্রাহকদের মূল টাকা দেওয়ার বিষয়ে মৌখিকভাবে আশ্বস্ত করেন।
রতনপুর গ্রামের ব্যবসায়ী পিনাক ঘোষ বলেন, তিনি ১৩ লাখ টাকা এফডিআর করেছেন। একই সঙ্গে সঞ্চয়ী হিসেবে এক লাখ টাকা রেখেছেন। তিন মাস যাবৎ মুনাফার টাকা ফেরত না দিয়ে কর্তৃপক্ষ বিভিন্নভাবে টালবাহানা করছে। সবশেষে সোমবার বিকেলে সাতক্ষীরা প্রধান কার্যালয় থেকে কর্মকর্তারা এসে গ্রাহকদের সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলেও তাঁরা কথা রাখেননি। বাধ্য হয়ে তাঁরা অফিস ঘিরে রেখেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলীম আল রাজী টোকন বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টার দিকে আমিসহ ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জিএম শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা সজল মুখার্জি ও কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান রতনপুরের বরষা এনজিওর অফিসে যাই। সেখানে গিয়ে আমরা গ্রাহক রেজিস্ট্রার যাচাই করে ৭৫ কোটি টাকা এফডিআরের কাগজ পাই। ওই টাকা যাতে গ্রাহকেরা ফিরে পান, সে জন্য পুলিশের মধ্যস্থতায় মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার বিষয়ে আশ্বস্ত করি। পরে এনজিওর কয়েকজন মাঠকর্মীকে অফিসের মধ্যে রেখে তাঁদের দেখভালের দায়িত্ব গ্রাম পুলিশের ওপর ন্যস্ত করা হয়।’
বরষা এনজিওর মালিকপক্ষের আশিকুর রহমান বলেন, ‘গ্রাহকদের মূল টাকা ধীরে ধীরে পরিশোধ করা হবে।’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এনজিওটির ম্যানেজার মৃণাল ঘোষকে থানায় আনা হয়েছে। এ ছাড়া গ্রাহকদের প্রতিনিধি ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ সম্পর্কে নেওয়া সিদ্ধান্ত পরে জানানো হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে