হাসান মোস্তাফিজুর রহমান, মুজিবনগর (মেহেরপুর)
মুজিবনগর উপজেলার একমাত্র প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত লোকবল ও ভেটেরিনারি সার্জন না থাকার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার গরু-ছাগল। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন খামারিরা।
এদিকে উপজেলার মানুষের দুধ ও মাংসের চাহিদা পূরণে সুস্থ-সবল পশু নিশ্চিত করার জন্য হাসপাতালের শূন্যপদগুলো পূরণ করার দাবি জানিয়েছেন খামারিরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় ৯৭১টি দুগ্ধ উৎপাদনকারী গরুর খামার ৮২৩টি গরু মোটাতাজাকরণের খামার ১৬৫০টি ছাগলের খামার এবং ১৩১টি ভেড়ার খামার রয়েছ। এসব খামারে ৬২ হাজার গরু, ১ লাখ ৫৬ হাজার ছাগল এবং প্রায় ২০ হাজার ভেড়া রয়েছে।
এ ছাড়া উপজেলার প্রত্যেকটি পরিবারেই পালন করা হয় হাঁস-মুরগী। এতগুলো গরু ছাগল ভেড়া হাঁস মুরগির চিকিৎসাসেবা দেওয়ার জন্য উপজেলা ভেটেরিনরি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন খামারিরা।
আরও জানা গেছে, বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেনারি সার্জন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ আই), ড্রেসার ও অফিস সহায়কের পদ খালি রয়েছে। বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কোনরকমে চলছে উপজেলা ভেটরিনারি হাসপাতাল বর্তমানে এনটিপি-২ প্রকল্প, এলডিপি প্রকল্প, কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী, পিপিআর ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, ব্লাক বেঙ্গল গোট প্রকল্প ও জনস্বাস্থ্য ভেটেরিনারি পাবলিক হেলথ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে চলছে এই ভেটেরিনারি হাসপাতাল
উপজেলার মোনাখালী গ্রামের গরুর খামারি আলামিন আলী বলেন, ‘আমি পাঁচটি গরু নিয়ে গরুর খামার শুরু করেছি মাঝে মাঝে গরু অসুস্থ হয়ে পড়লে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে ভেটেরিনারি সার্জন না থাকায় ঠিকমতো পশুর চিকিৎসা করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে একজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসাসেবা দিচ্ছেন পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে আমাদের অন্যান্য কাজের ক্ষতি হচ্ছে। আমরা চাই দ্রুতই শূণ্যপদগুলো পূরণ করা হোক।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের চিকিৎসক কর্মকর্তাসহ মোট ৮টি পদ আছে তার মধ্য ৪টি পদ খালি এবং একজন মাতৃত্বকালিন ছুটিতে আছেন। বিভিন্ন প্রজেক্টের কর্মচারীদের নিয়ে জোড়াতালি দিয়ে চলছে আমাদের এই ভেটেরিনারি হাসপাতাল।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিনই প্রায় ৩০ জন মানুষ রোগাক্রান্ত পশুদের নিয়ে আসেন চিকিৎসার জন্য। কিন্তু ভেটেরিনারি সার্জন এবং পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আমরা তাঁদের ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছিনা। খুব দ্রূত এই পদগুলো পূরণ করা প্রয়োজন। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’
মুজিবনগর উপজেলার একমাত্র প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত লোকবল ও ভেটেরিনারি সার্জন না থাকার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার গরু-ছাগল। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন খামারিরা।
এদিকে উপজেলার মানুষের দুধ ও মাংসের চাহিদা পূরণে সুস্থ-সবল পশু নিশ্চিত করার জন্য হাসপাতালের শূন্যপদগুলো পূরণ করার দাবি জানিয়েছেন খামারিরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় ৯৭১টি দুগ্ধ উৎপাদনকারী গরুর খামার ৮২৩টি গরু মোটাতাজাকরণের খামার ১৬৫০টি ছাগলের খামার এবং ১৩১টি ভেড়ার খামার রয়েছ। এসব খামারে ৬২ হাজার গরু, ১ লাখ ৫৬ হাজার ছাগল এবং প্রায় ২০ হাজার ভেড়া রয়েছে।
এ ছাড়া উপজেলার প্রত্যেকটি পরিবারেই পালন করা হয় হাঁস-মুরগী। এতগুলো গরু ছাগল ভেড়া হাঁস মুরগির চিকিৎসাসেবা দেওয়ার জন্য উপজেলা ভেটেরিনরি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন খামারিরা।
আরও জানা গেছে, বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেনারি সার্জন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ আই), ড্রেসার ও অফিস সহায়কের পদ খালি রয়েছে। বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কোনরকমে চলছে উপজেলা ভেটরিনারি হাসপাতাল বর্তমানে এনটিপি-২ প্রকল্প, এলডিপি প্রকল্প, কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী, পিপিআর ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, ব্লাক বেঙ্গল গোট প্রকল্প ও জনস্বাস্থ্য ভেটেরিনারি পাবলিক হেলথ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে চলছে এই ভেটেরিনারি হাসপাতাল
উপজেলার মোনাখালী গ্রামের গরুর খামারি আলামিন আলী বলেন, ‘আমি পাঁচটি গরু নিয়ে গরুর খামার শুরু করেছি মাঝে মাঝে গরু অসুস্থ হয়ে পড়লে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে ভেটেরিনারি সার্জন না থাকায় ঠিকমতো পশুর চিকিৎসা করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে একজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসাসেবা দিচ্ছেন পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে আমাদের অন্যান্য কাজের ক্ষতি হচ্ছে। আমরা চাই দ্রুতই শূণ্যপদগুলো পূরণ করা হোক।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের চিকিৎসক কর্মকর্তাসহ মোট ৮টি পদ আছে তার মধ্য ৪টি পদ খালি এবং একজন মাতৃত্বকালিন ছুটিতে আছেন। বিভিন্ন প্রজেক্টের কর্মচারীদের নিয়ে জোড়াতালি দিয়ে চলছে আমাদের এই ভেটেরিনারি হাসপাতাল।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিনই প্রায় ৩০ জন মানুষ রোগাক্রান্ত পশুদের নিয়ে আসেন চিকিৎসার জন্য। কিন্তু ভেটেরিনারি সার্জন এবং পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আমরা তাঁদের ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছিনা। খুব দ্রূত এই পদগুলো পূরণ করা প্রয়োজন। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে