Ajker Patrika

লাইভে আম, অনলাইনে বিক্রি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১২: ৪৪
লাইভে আম, অনলাইনে বিক্রি

কেনার আগে ক্রেতা আম দেখতে চান। কিন্তু তিনি আছেন ঢাকায়, কাজ করছেন অফিসে। সাব্বির হোসেন আমের হাট থেকেই হোয়াটসঅ্যাপে দিলেন ভিডিও কল। ক্রেতা আজিজুল আলম অফিসে বসেই লাইভে আম দেখলেন। আম্রপালি নিশ্চিত হয়ে পাঠাতে বললেন ২০ কেজি। সাব্বির দ্রুতই আম প্যাকেট করে কুরিয়ারে বুকিং দিলেন আজিজুল আলমের ঠিকানায়।

এরপর সাব্বির আম দেখাতে শুরু করলেন আরেক ক্রেতাকে। গতকাল মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের আমের হাটে সাব্বিরের এমনই কর্মব্যস্ততা দেখা যায়। আমের মৌসুম শুরু হওয়ার পর থেকেই এভাবে অনলাইনে অর্ডার নিয়ে আম পাঠাচ্ছেন সাব্বির। আম পাঠানোর আগেই তাঁর কাছে ক্রেতা টাকা পাঠাচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

সাব্বির জানালেন, তাঁর বাড়িতে কয়েকটি গোপালভোগ জাতের আমগাছ আছে। গত বছর আমের কিছু ছবি পোস্ট দিয়েছিলেন নিজের ফেসবুক আইডিতে। বলেছিলেন, আমগুলো বিক্রি হবে। তখন থেকেই আসতে থাকে অর্ডার। একসময় গাছের সব আমই শেষ হয়ে যায়। কিন্তু অর্ডার থামে না। তখন তিনি হাটে এসে আম কিনে পাঠাতে শুরু করেন। এবারও একই কাজ করছেন।

জানা গেছে, রাজশাহীতে অন্তত ৩০০ তরুণ-তরুণী অনলাইনে গ্রুপ, পেজ ও ওয়েবসাইট খুলে সমানতালে আমের প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে লাইভ করে বাগানের আম দেখানো, আম নামানো এবং প্যাকেজিং কার্যক্রম দেখিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন। ক্রেতারাও ঘরে বসে পছন্দ অনুসারে আম কিনতে পারছেন। কেনার পর তাঁরা আমের ভালো-মন্দ নিয়ে অনলাইনে মন্তব্যও করছেন।

এখন বেকার কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ওয়েবসাইটে আম বিক্রির বিজ্ঞাপন দিয়ে অর্ডার নিচ্ছেন।

রাজশাহীতে কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে করেছেন রায়হানুল ইসলাম শান্ত। বর্তমানে শহরের ছোটবনগ্রামে একটি ভাড়া বাসায় থাকেন। পড়াশোনা শেষ করে এবার অনলাঅইনে আম বিক্রি করছেন তিনি। শান্ত বলেন, আম নামানো, প্যাকিং করা, কুরিয়ার করা—সবকিছুরই ছবি পাঠান। ফলে ক্রেতার আস্থা অর্জন করা গেছে।

কৃষি বিভাগ বলছে, ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর থেকেই অনলাইনের মাধ্যমে রাজশাহীর আম বিক্রি শুরু হয়েছে। ১০ বছর আগে অল্প করে এভাবে আম বিক্রি শুরু হয়। তবে পাঁচ বছর ধরে এটি বেশি হচ্ছে। শিক্ষিত তরুণেরা মাস তিনেকের জন্য এই পেশা বেছে নেন। কেউ কেউ ওয়েবসাইট খুলে আবার কেউ শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে আমের বাজার তৈরি করেছেন।।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, চলতি মৌসুমে অন্তত ৩০০ জন অনলাইনে আমের অর্ডার নিচ্ছেন। সময়মতো তাঁরা আমও পাঠাচ্ছেন। আমের মান কিংবা অন্য কোনোভাবে ক্রেতারা প্রতারিত হয়েছেন বলে কোনো অভিযোগ পায়নি কৃষি বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত