টাঙ্গাইলে শুরু হলো শিশু চলচ্চিত্র উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই উৎসবের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত উৎসবে ১৪টি দেশের ২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজক কমিটির আহ্বায়ক সাম্য রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি টাঙ্গাইলের সভাপতি ও টাঙ্গাইল উৎসবের পরিচালক মুঈদ হাসান তড়িৎ।

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিকব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, নির্মাতা তানভীর হোসেন প্রবাল, রিয়াজুল রিজু ও ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত