ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি দিতে পারছেন না কৃষকেরা। উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ করা বিদ্যুতের লো ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে এমনটা হচ্ছে। এতে আবাদ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ কৃষক।
লো ভোল্টেজের কারণে সেচপাম্প চালানো যাচ্ছে না। পুড়ে যাচ্ছে মোটর। পর্যাপ্ত পানি সেচ না দিতে পারলে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে বিদ্যুচ্চালিত ১ হাজার ১৩টি সেচপাম্পের আওতায় রয়েছে ৪ হাজার ৮৫ হেক্টর জমি। বর্তমানে বোরো ধানগাছে শিষ আসা শুরু করেছে।
বোরো ধানের থোড় বা ধান বের হওয়ার সময় অনেক পানির দরকার হয়। এ সময় পানি কম থাকলে ধানের শিষ ছোট হয়, ধানে চিটার পরিমাণ বেড়ে যায়। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হন কৃষক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও প্রায় দুই সপ্তাহ বিদ্যুতের লুকোচুরি চরমে উঠেছে। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তার ঠিক নেই। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু সেচপাম্প পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। লো-ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে শুধু সেচপাম্প নয়, সব শ্রেণির গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের সেচপাম্পের মালিক আলমগীর হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঠিকমতো জমিতে পানি দিতে পারছি না, এ নিয়ে প্রতিদিন কৃষকের নানান কথা শুনতে হচ্ছে। লো-ভোল্টেজের কারণে সেচপাম্প পুড়ে যাচ্ছে। রাতের বেলায় কিছুক্ষণ ভোল্টেজ পাওয়া যায়, কিন্তু দিনের বেলায় একদম থাকে না।
একই এলাকার কৃষক আফজাল মিয়া বলেন, ‘এখন জমিতে বেশি করে সেচ দেওয়া লাগবে। পানি দেওয়া কম হলে প্রতি বিঘায় ৪-৫ মণ ধান কম হবে। এত কষ্ট করে যদি ফলন ঠিকমতো না পাওয়া যায়, তাহলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।’
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘খরার পাশাপাশি এ সময় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হয়। কিন্তু এ বছর আকাশে মেঘ দেখা দিলেও এই অঞ্চলে বৃষ্টি একদমই হয়নি। এ সময়ে সেচ-সংকট মানে কৃষকের সর্বনাশ। পানিসংকটে ধানে চিটা হবে, ব্যাহত হবে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহবুব জিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় পর্যায় থেকে বিদ্যুৎ সাপ্লাই কম থাকায় লো ভোল্টেজ হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা ঠিক হয়ে যাবে।’
বগুড়ার ধুনট উপজেলায় বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি দিতে পারছেন না কৃষকেরা। উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ করা বিদ্যুতের লো ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে এমনটা হচ্ছে। এতে আবাদ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ কৃষক।
লো ভোল্টেজের কারণে সেচপাম্প চালানো যাচ্ছে না। পুড়ে যাচ্ছে মোটর। পর্যাপ্ত পানি সেচ না দিতে পারলে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে বিদ্যুচ্চালিত ১ হাজার ১৩টি সেচপাম্পের আওতায় রয়েছে ৪ হাজার ৮৫ হেক্টর জমি। বর্তমানে বোরো ধানগাছে শিষ আসা শুরু করেছে।
বোরো ধানের থোড় বা ধান বের হওয়ার সময় অনেক পানির দরকার হয়। এ সময় পানি কম থাকলে ধানের শিষ ছোট হয়, ধানে চিটার পরিমাণ বেড়ে যায়। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হন কৃষক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও প্রায় দুই সপ্তাহ বিদ্যুতের লুকোচুরি চরমে উঠেছে। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তার ঠিক নেই। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু সেচপাম্প পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। লো-ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে শুধু সেচপাম্প নয়, সব শ্রেণির গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের সেচপাম্পের মালিক আলমগীর হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঠিকমতো জমিতে পানি দিতে পারছি না, এ নিয়ে প্রতিদিন কৃষকের নানান কথা শুনতে হচ্ছে। লো-ভোল্টেজের কারণে সেচপাম্প পুড়ে যাচ্ছে। রাতের বেলায় কিছুক্ষণ ভোল্টেজ পাওয়া যায়, কিন্তু দিনের বেলায় একদম থাকে না।
একই এলাকার কৃষক আফজাল মিয়া বলেন, ‘এখন জমিতে বেশি করে সেচ দেওয়া লাগবে। পানি দেওয়া কম হলে প্রতি বিঘায় ৪-৫ মণ ধান কম হবে। এত কষ্ট করে যদি ফলন ঠিকমতো না পাওয়া যায়, তাহলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।’
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘খরার পাশাপাশি এ সময় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হয়। কিন্তু এ বছর আকাশে মেঘ দেখা দিলেও এই অঞ্চলে বৃষ্টি একদমই হয়নি। এ সময়ে সেচ-সংকট মানে কৃষকের সর্বনাশ। পানিসংকটে ধানে চিটা হবে, ব্যাহত হবে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহবুব জিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় পর্যায় থেকে বিদ্যুৎ সাপ্লাই কম থাকায় লো ভোল্টেজ হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা ঠিক হয়ে যাবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে