বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মুক্তির তালিকায় আছে দুটি সিনেমা। একটি আবদুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, অন্যটি বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে সরকারি অনুদানে। মুক্তিও পাচ্ছে সমানসংখ্যক ২৩টি করে হলে।
ছায়াবৃক্ষ
চা-বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নিত্যদিনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। পর্দায় চা-শ্রমিকদের জীবনকে ফুটিয়ে তুলতে সিনেমার শুটিং হয়েছে চায়ের শহর রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলের চা-বাগানে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনকেই পর্দায় দেখা যাবে চা-শ্রমিকের ভূমিকায়।
এই সিনেমা দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন নিরব ও অপু বিশ্বাস। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার পর নিরব-অপুকে আর একসঙ্গে দেখা যায়নি। পরের বছর ‘মনে বড় কষ্ট’ সিনেমায় অভিনয় করলেও সেখানে তাঁদের জুটি আলাদা ছিল। ছায়াবৃক্ষে নিরব-অপু ছাড়া আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল হাসান মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করেছেন ইমন সাহা। ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শ্রাবণ জ্যোৎস্নায়
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় জুটি হয়েছেন গাজী আব্দুন নূর ও প্রার্থনা ফারদিন দীঘি। এটি দীঘি অভিনীত প্রথম অনুদানের সিনেমা।
মা-বাবা ও হবু বরকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছে মৌ। উঠেছে বাবার বন্ধুর বাড়িতে। সেই বাড়ির আশ্রিত যুবক শুভ। অতি সরল ও পরোপকারী শুভকে খুবই ভালোবাসে গ্রামের মানুষজন। এই যুবকের সঙ্গে ধীরে ধীরে একটি সস্পর্ক তৈরি হয় মৌয়ের। এমন গল্পই দেখা যাবে শ্রাবণ জ্যোৎস্নায়। দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন ‘ঝিনুক মালা’খ্যাত নির্মাতা আবদুস সামাদ খোকন। সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে শ্রাবণ জ্যোৎস্নায়।
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মুক্তির তালিকায় আছে দুটি সিনেমা। একটি আবদুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, অন্যটি বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে সরকারি অনুদানে। মুক্তিও পাচ্ছে সমানসংখ্যক ২৩টি করে হলে।
ছায়াবৃক্ষ
চা-বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নিত্যদিনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। পর্দায় চা-শ্রমিকদের জীবনকে ফুটিয়ে তুলতে সিনেমার শুটিং হয়েছে চায়ের শহর রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলের চা-বাগানে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনকেই পর্দায় দেখা যাবে চা-শ্রমিকের ভূমিকায়।
এই সিনেমা দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন নিরব ও অপু বিশ্বাস। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার পর নিরব-অপুকে আর একসঙ্গে দেখা যায়নি। পরের বছর ‘মনে বড় কষ্ট’ সিনেমায় অভিনয় করলেও সেখানে তাঁদের জুটি আলাদা ছিল। ছায়াবৃক্ষে নিরব-অপু ছাড়া আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল হাসান মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করেছেন ইমন সাহা। ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শ্রাবণ জ্যোৎস্নায়
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় জুটি হয়েছেন গাজী আব্দুন নূর ও প্রার্থনা ফারদিন দীঘি। এটি দীঘি অভিনীত প্রথম অনুদানের সিনেমা।
মা-বাবা ও হবু বরকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছে মৌ। উঠেছে বাবার বন্ধুর বাড়িতে। সেই বাড়ির আশ্রিত যুবক শুভ। অতি সরল ও পরোপকারী শুভকে খুবই ভালোবাসে গ্রামের মানুষজন। এই যুবকের সঙ্গে ধীরে ধীরে একটি সস্পর্ক তৈরি হয় মৌয়ের। এমন গল্পই দেখা যাবে শ্রাবণ জ্যোৎস্নায়। দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন ‘ঝিনুক মালা’খ্যাত নির্মাতা আবদুস সামাদ খোকন। সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে শ্রাবণ জ্যোৎস্নায়।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে