মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মানব পাচারের শিকার নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি দুই মাসেও। এ দিকে এই মামলায় বোরহান মোল্লা নামের এক দালালকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তাঁদের পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেন লিয়াকত সরদার ও বোরহান মোল্লা। তাঁরা মানব পাচারকারী একটি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য।
পরে মিলন ও হোসেনকে ২৭ ফেব্রুয়ারি গ্রিসের উদ্দেশে তুরস্কে পাঠানো হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে সব ধরেন যোগাযোগ বন্ধ হয় তাঁদের।
১৭ মে মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঁচজনকে আসামি করে মামলা করেন নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক মিয়া। সেই মামলায় বোরহান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। বোরহান মাদারীপুর সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
অনিক বলেন, ‘আমার ভাই ও খালাত ভাইকে তুরস্ক পাঠিয়ে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নিয়েছেন দালালেরা। এখন ভাই ও খালাত ভাইয়ের কোনো সন্ধান নেই। দালালদের বিচার চাই।’
তবে বোরহার মোল্লা গ্রেপ্তার হলেও লিয়াকত সরদার পলাতক। তাঁর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘মানবপাচারের ঘটনায় আদালতে মামলা হয়েছে। সেই মামলার প্রাথমিক তদন্তে মানবপাচারের সত্যতা পাওয়া গেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
মাদারীপুরে মানব পাচারের শিকার নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি দুই মাসেও। এ দিকে এই মামলায় বোরহান মোল্লা নামের এক দালালকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তাঁদের পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেন লিয়াকত সরদার ও বোরহান মোল্লা। তাঁরা মানব পাচারকারী একটি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য।
পরে মিলন ও হোসেনকে ২৭ ফেব্রুয়ারি গ্রিসের উদ্দেশে তুরস্কে পাঠানো হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে সব ধরেন যোগাযোগ বন্ধ হয় তাঁদের।
১৭ মে মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঁচজনকে আসামি করে মামলা করেন নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক মিয়া। সেই মামলায় বোরহান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। বোরহান মাদারীপুর সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
অনিক বলেন, ‘আমার ভাই ও খালাত ভাইকে তুরস্ক পাঠিয়ে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নিয়েছেন দালালেরা। এখন ভাই ও খালাত ভাইয়ের কোনো সন্ধান নেই। দালালদের বিচার চাই।’
তবে বোরহার মোল্লা গ্রেপ্তার হলেও লিয়াকত সরদার পলাতক। তাঁর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘মানবপাচারের ঘটনায় আদালতে মামলা হয়েছে। সেই মামলার প্রাথমিক তদন্তে মানবপাচারের সত্যতা পাওয়া গেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে