বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদের (ইউপি) নাম চন্দনবাড়ি। এটি পঞ্চগড়ের বোদা উপজেলার একটি ইউপি। দীর্ঘ ৭০ বছরে এই ইউপিতে প্রতিনিধিত্ব করেছেন দুটি পরিবারের সদস্যরা। কিন্তু চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নজরুল ইসলাম নামের এক প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।
চন্দনবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর করিম ও তাঁদের পরিবারের সদস্যরা ৭০ বছর ধরে বিভিন্ন সময় ইউপিটিতে চেয়ারম্যান পদে জয় পেয়ে আসছেন। একবার একজন হলে পরেরবার আরেকজন বিজয়ী হয়েছেন।
দীর্ঘদিন ধরে মোয়াজ্জেম হোসেন বাবুল শারীরিকভাবে অসুস্থ। চলাফেরা তেমন করতে পারছেন না। আরেক দিকে জাহাঙ্গীর করিম কয়েক বছর আগে মারা গেছেন। এরই মধ্যে নতুন করে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম জয় পাওয়ায় স্থানীয় জনগণ নতুন আশায় রয়েছেন। এবারের নির্বাচনে নজরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর করিমের ছেলে সাজ্জাদ করিম।
নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমার এই জয়ের পেছনে সবচেয়ে যাঁর বেশি অবদান, তিনি হলেন বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল। তাঁর অসাধারণ বক্তব্য ভোটারদের উদ্বুদ্ধ করেছে। তাঁর গোছালো বক্তব্য মানুষের মনে সাড়া জাগিয়েছে। বিশেষ করে ৪০ বছরের নিচে ভোটাররা বেশি আকৃষ্ট হয়েছে তাঁর বক্তব্যে। এই ভোটাররা আমাকে ভোট দিয়েছে বেশি। এ ছাড়া ধন্যবাদ দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী এই এলাকার অভিভাবক নূরুল ইসলাম সুজনকে।’
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর করিমের ছেলে সাজ্জাদ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি মানুষের এত ভালোবাসা পাব কখনো ভাবিনি। বাবার আদর্শের পথ ধরে আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমি হেরে গেছি, তাতে কোনো দুঃখ নেই। বিজয়ী প্রার্থী আমার কাছে সহযোগিতা চাইলে আমি হাসিমুখে তাঁকে সহযোগিতা করব।’
ইউনিয়ন পরিষদের (ইউপি) নাম চন্দনবাড়ি। এটি পঞ্চগড়ের বোদা উপজেলার একটি ইউপি। দীর্ঘ ৭০ বছরে এই ইউপিতে প্রতিনিধিত্ব করেছেন দুটি পরিবারের সদস্যরা। কিন্তু চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নজরুল ইসলাম নামের এক প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।
চন্দনবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর করিম ও তাঁদের পরিবারের সদস্যরা ৭০ বছর ধরে বিভিন্ন সময় ইউপিটিতে চেয়ারম্যান পদে জয় পেয়ে আসছেন। একবার একজন হলে পরেরবার আরেকজন বিজয়ী হয়েছেন।
দীর্ঘদিন ধরে মোয়াজ্জেম হোসেন বাবুল শারীরিকভাবে অসুস্থ। চলাফেরা তেমন করতে পারছেন না। আরেক দিকে জাহাঙ্গীর করিম কয়েক বছর আগে মারা গেছেন। এরই মধ্যে নতুন করে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম জয় পাওয়ায় স্থানীয় জনগণ নতুন আশায় রয়েছেন। এবারের নির্বাচনে নজরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর করিমের ছেলে সাজ্জাদ করিম।
নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমার এই জয়ের পেছনে সবচেয়ে যাঁর বেশি অবদান, তিনি হলেন বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল। তাঁর অসাধারণ বক্তব্য ভোটারদের উদ্বুদ্ধ করেছে। তাঁর গোছালো বক্তব্য মানুষের মনে সাড়া জাগিয়েছে। বিশেষ করে ৪০ বছরের নিচে ভোটাররা বেশি আকৃষ্ট হয়েছে তাঁর বক্তব্যে। এই ভোটাররা আমাকে ভোট দিয়েছে বেশি। এ ছাড়া ধন্যবাদ দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী এই এলাকার অভিভাবক নূরুল ইসলাম সুজনকে।’
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর করিমের ছেলে সাজ্জাদ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি মানুষের এত ভালোবাসা পাব কখনো ভাবিনি। বাবার আদর্শের পথ ধরে আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমি হেরে গেছি, তাতে কোনো দুঃখ নেই। বিজয়ী প্রার্থী আমার কাছে সহযোগিতা চাইলে আমি হাসিমুখে তাঁকে সহযোগিতা করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে