নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়া নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শাম্মী আহমেদ। এ নিয়ে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শাম্মী গত শুক্রবার এলাকায় ফিরে এক সংবর্ধনায় বলেন, সংসদ সদস্য পংকজের পক্ষে ভোটকেন্দ্রে না যাওয়া নেতা-কর্মীদের প্রতি তিনি ঋণী হয়ে রইলেন। শাম্মী বলেছিলেন, ‘আমাকে ভালোবেসে আপনারা কেউ কেউ ভোটকেন্দ্রে পর্যন্ত যান নাই। আমি জানি না এই ঋণ কীভাবে শোধ করবে।’
শাম্মী বরিশাল-৪ আসনে দল মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বিজয়ী হন।
এখন শাম্মীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পংকজ অনুসারী হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, শাম্মীর বক্তব্য দলবিরোধী। তিনি দলের দায়িত্বশীল পদে থেকে এ কথা বলতে পারেন না।
তবে শাম্মী সাংবাদিকদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী পংকজ দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁকে কেন ভোট দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা কেন্দ্রে যাবেন? তিনি সেই কথাই বক্তৃতায় বোঝাতে চেয়েছেন।
বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়া নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শাম্মী আহমেদ। এ নিয়ে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শাম্মী গত শুক্রবার এলাকায় ফিরে এক সংবর্ধনায় বলেন, সংসদ সদস্য পংকজের পক্ষে ভোটকেন্দ্রে না যাওয়া নেতা-কর্মীদের প্রতি তিনি ঋণী হয়ে রইলেন। শাম্মী বলেছিলেন, ‘আমাকে ভালোবেসে আপনারা কেউ কেউ ভোটকেন্দ্রে পর্যন্ত যান নাই। আমি জানি না এই ঋণ কীভাবে শোধ করবে।’
শাম্মী বরিশাল-৪ আসনে দল মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বিজয়ী হন।
এখন শাম্মীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পংকজ অনুসারী হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, শাম্মীর বক্তব্য দলবিরোধী। তিনি দলের দায়িত্বশীল পদে থেকে এ কথা বলতে পারেন না।
তবে শাম্মী সাংবাদিকদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী পংকজ দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁকে কেন ভোট দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা কেন্দ্রে যাবেন? তিনি সেই কথাই বক্তৃতায় বোঝাতে চেয়েছেন।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে