হবিগঞ্জ ও কমলগঞ্জ প্রতিনিধি
সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি কমতে থাকায় লোকজন তাঁদের বাড়ি ফিরতে শুরু করেছেন। কিন্তু এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার, আবাসন ও স্যানিটেশনসহ বিভিন্ন সংকট।
জানা গেছে, বন্যার কারণে বিভিন্ন এলাকার নলকূপ বিকল হয়ে গেছে। ফলে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেকের ঘরবাড়ি ও শৌচাগার নষ্ট হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।
হবিগঞ্জে বন্যাকবলিত ছয়টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যাকবলিত উপজেলাগুলো হলো হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল।
সরকারি হিসাবে জেলায় গত সোম ও মঙ্গলবার অন্তত ১০ হাজার ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার আশ্রয়কেন্দ্র থেকে ১৮০ জন লোক নিজ বাড়িতে ফিরেছেন। চারটি আশ্রয়কেন্দ্রে এখনো রয়েছেন ৫৪৮ জন মানুষ। বর্তমানে জেলায় চারটি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, তাদের মেডিকেল টিম বন্যাকবলিত এলাকায় কাজ করছে। খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার ওষুধ পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আছে।
হবিগঞ্জ শহরতলির জালালাবাদ গ্রামের আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা শরিফা বেগম বলেন, ‘বাড়ি এসেছি। কিন্তু ঘরের যে অবস্থা। খুব কাদা। ঠিক করতে অনেক সময় লাগবে। বিশুদ্ধ পানি ও খাবারের অসুবিধা হচ্ছে।’
বন্যার কারণে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁওসহ বিভিন্ন এলাকায় হাওরে রোপণ করা রোপা আমনের চারা নষ্ট হয়ে গেছে। ওই এলাকার কৃষক আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের হাওরে প্রায় এক হাজার একর জমিতে রোপা ধান চাষ করা হয়েছিল। বন্যায় আমাদের সব জমি তলিয়ে যায়। এ ক্ষতি কীভাবে আমরা কাটিয়ে উঠব, বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।’
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক নুরে আলম সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ করা সম্ভব হয়নি। বন্যা পুরোপুরি শেষ হলে বিস্তারিত বোঝা যাবে। তখন সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।
হবিগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘ইতিমধ্যে আমাদের লোকজন বন্যাকবলিত এলাকায় খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে।’
মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, বড়লেখা, কুলাউড়া ও সদর উপজেলা প্লাবিত হওয়ায় এসব এলাকার নলকূপ বিকল হয়ে পড়েছে। শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব এলাকার বাসিন্দারা মহাসংকটে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্যায় জেলার তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এতে অসংখ্য কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
জেলার কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলা ঘুরে দেখা যায়, বেশির ভাগ ঘরে বন্যার পানি ঢুকেছে। বন্যার পানি কমলেও নলকূপ থেকে ময়লাযুক্ত পানি বের হচ্ছে।
মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ১ হাজার ২০০টি নলকূপ ও ৩ হাজার শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বন্যাকবলিত এলাকায় ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পরিমাণের ৯০০টি জেরিক্যান বিতরণ
করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার সুফিয়ান মিয়া বলেন, ‘আমার ঘরের অর্ধেক ডুবে যায়। আমরা আশ্রয়কেন্দ্রে ছিলাম। বাড়িতে ফিরে দেখি নলকূপের পানি খাওয়ার উপযোগী নয়। শৌচাগারগুলোও আর ব্যবহার করা যাবে না।’
মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলার প্রতিটি বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জেরিক্যান বিতরণ করছি। জেলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি।’
সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি কমতে থাকায় লোকজন তাঁদের বাড়ি ফিরতে শুরু করেছেন। কিন্তু এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার, আবাসন ও স্যানিটেশনসহ বিভিন্ন সংকট।
জানা গেছে, বন্যার কারণে বিভিন্ন এলাকার নলকূপ বিকল হয়ে গেছে। ফলে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেকের ঘরবাড়ি ও শৌচাগার নষ্ট হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।
হবিগঞ্জে বন্যাকবলিত ছয়টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যাকবলিত উপজেলাগুলো হলো হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল।
সরকারি হিসাবে জেলায় গত সোম ও মঙ্গলবার অন্তত ১০ হাজার ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার আশ্রয়কেন্দ্র থেকে ১৮০ জন লোক নিজ বাড়িতে ফিরেছেন। চারটি আশ্রয়কেন্দ্রে এখনো রয়েছেন ৫৪৮ জন মানুষ। বর্তমানে জেলায় চারটি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, তাদের মেডিকেল টিম বন্যাকবলিত এলাকায় কাজ করছে। খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার ওষুধ পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আছে।
হবিগঞ্জ শহরতলির জালালাবাদ গ্রামের আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা শরিফা বেগম বলেন, ‘বাড়ি এসেছি। কিন্তু ঘরের যে অবস্থা। খুব কাদা। ঠিক করতে অনেক সময় লাগবে। বিশুদ্ধ পানি ও খাবারের অসুবিধা হচ্ছে।’
বন্যার কারণে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁওসহ বিভিন্ন এলাকায় হাওরে রোপণ করা রোপা আমনের চারা নষ্ট হয়ে গেছে। ওই এলাকার কৃষক আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের হাওরে প্রায় এক হাজার একর জমিতে রোপা ধান চাষ করা হয়েছিল। বন্যায় আমাদের সব জমি তলিয়ে যায়। এ ক্ষতি কীভাবে আমরা কাটিয়ে উঠব, বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।’
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক নুরে আলম সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ করা সম্ভব হয়নি। বন্যা পুরোপুরি শেষ হলে বিস্তারিত বোঝা যাবে। তখন সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।
হবিগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘ইতিমধ্যে আমাদের লোকজন বন্যাকবলিত এলাকায় খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে।’
মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, বড়লেখা, কুলাউড়া ও সদর উপজেলা প্লাবিত হওয়ায় এসব এলাকার নলকূপ বিকল হয়ে পড়েছে। শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব এলাকার বাসিন্দারা মহাসংকটে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্যায় জেলার তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এতে অসংখ্য কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
জেলার কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলা ঘুরে দেখা যায়, বেশির ভাগ ঘরে বন্যার পানি ঢুকেছে। বন্যার পানি কমলেও নলকূপ থেকে ময়লাযুক্ত পানি বের হচ্ছে।
মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ১ হাজার ২০০টি নলকূপ ও ৩ হাজার শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বন্যাকবলিত এলাকায় ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পরিমাণের ৯০০টি জেরিক্যান বিতরণ
করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার সুফিয়ান মিয়া বলেন, ‘আমার ঘরের অর্ধেক ডুবে যায়। আমরা আশ্রয়কেন্দ্রে ছিলাম। বাড়িতে ফিরে দেখি নলকূপের পানি খাওয়ার উপযোগী নয়। শৌচাগারগুলোও আর ব্যবহার করা যাবে না।’
মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলার প্রতিটি বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জেরিক্যান বিতরণ করছি। জেলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪