তড়িঘড়ি করে কাজ শেষ, উঠছে পাথর

বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ১৪: ১০
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৪: ১১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কারের অভিযোগ ওঠার মধ্যেই তড়িঘড়ি করে কাজ শেষ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে ২০ দিন যেতে না যেতেই কার্পেটিংয়ের পাথর উঠে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার সকালে চাড়োল ইউনিয়নের লাহিড়ী থেকে পাড়িয়া বাজার পর্যন্ত ৫ দশমিক ১ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে পাথর উঠে যেতে দেখা গেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পশ্চিম দিকে পাড়িয়া বাজার পর্যন্ত ৫ দশমিক ১ কিলোমিটার রাস্তা মেরামতে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা। ইমরান হোসেন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও মেসার্স রহমান এন্টারপ্রাইজের হয়ে সহকারী ঠিকাদার আসাদুজ্জামান লাভলু এ কাজটি বাস্তবায়ন করেছেন।

স্থানীয় নজরুল ইসলাম নামের বৃদ্ধ অভিযোগ করেন, রাস্তায় যখন সংস্কারকাজ চলে, তখন স্থানীয়রা বারবার নিম্নমানের ইট ব্যবহার না করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেছেন। এতে কোনো কর্ণপাত করেনি প্রতিষ্ঠানটি। ৪ নভেম্বর নিম্নমানের সামগ্রী দিয়ে করা কাজে বাধা দিতে গিয়ে স্থানীয় লোকজন ও ঠিকাদারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবুও বন্ধ হয়নি কাজ।

ঠিকাদার আসাদুজ্জামান লাভলু বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজগুলো বাস্তবায়ন করতে একটু এদিক-ওদিক করতে হচ্ছে। এরপরও এ কাজে লাভ হবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত