Ajker Patrika

যশোরে বিএনপির সমাবেশ আজ, আগের দিন মহড়া আ.লীগের

যশোর প্রতিনিধি
যশোরে বিএনপির সমাবেশ আজ, আগের দিন মহড়া আ.লীগের

যশোরে বিএনপির সমাবেশের আগের দিন গতকাল শুক্রবার বাঁশের লাঠি নিয়ে মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলার আট উপজেলার নেতা-কর্মীদের নিয়ে বিকেলে শহরের টাউন হল ময়দানে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

আজ শনিবার যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বলে দলটির নেতারা দাবি করেছেন। তবে বিএনপির সমাবেশের আগের দিন এমন লাঠি মিছিল বের করাকে জেলা আওয়ামী লীগের শক্তির মহড়া বলে মনে করছেন রাজনীতিকেরা। সমাবেশ শেষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে বাঁশ ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সমাবেশস্থল শহরের টাউন হল ময়দান থেকে বের হয়ে দড়াটানা ঘুরে চৌরাস্তা থানা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘তারেক জিয়ার ইন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। লন্ডনে তারেক জিয়ার মৃত হলে তাঁর লাশ বাংলাদেশে প্রবেশ করবে না। আওয়ামী লীগ পুনরায় নৌকা প্রতীকে সরকার গঠন করবে, এই ভয়ে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে।’
শহিদুল ইসলাম মিলন আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে একত্রিত হয়ে বিএনপির ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, ‘যশোরে বিএনপি সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ পাঠিয়ে দেব। তাঁরা ঠান্ডা করে দেবেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন যশোরের পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু প্রমুখ।

এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে শহরের ভোলা ট্যাংক রোডে তাঁদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। একই দিন শহরের টাউন হল মাঠে আওয়ামী লীগ-সমর্থিত একটি শ্রমিক সংগঠনকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য পুলিশ দুই পক্ষকে আহ্বান জানিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত