ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে চলছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে নির্বাচনের ফলাফলে বিজেপি এগিয়ে থাকলেও ২০১৪ এবং ২০১৯–এর মতো এ বার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না দলটির। গত দুইবারের নির্বাচনের চেয়ে ভালো অবস্থানে কংগ্রেস। তবে এর মধ্যেই এক্সে (সাবেক টুইটার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ব্যাংকক যাত্রার একটি বিমানের টিকিটের ছবি ভাইরাল হয়েছে। টুইটটিতে দাবি করা হচ্ছে, নির্বাচনের ফল ফলাফল ঘোষণার পর ৫ জুন (বুধবার) রাহুল গান্ধী ভারত ছাড়বেন।
যদিও ভারতের একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রাহুল গান্ধীর ব্যাংকক যাত্রার ভিস্তারা এয়ারলাইনসের কথিত ভাইরাল টিকিটটি পুরোনো একটি টিকিট এবং এর সঙ্গে রাহুল গান্ধীর কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত দ্য কুইন্ট অনুসন্ধানে দেখেছে, ভাইরাল টিকিটটি কাটা হয়েছিল ২০১৯ সালের ৬ আগস্ট। টিকিটটিতে রাহুল গান্ধীর নাম নেই। একাধিক সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।
ভাইরাল টিকিটটিতে ‘ইউকে ১২১’ এবং ‘ইউকে ১১৫’ আলাদা আলাদা দুটি ফ্লাইট নম্বর লেখা। ভিস্তারা এয়ারলাইনসের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ‘ইউকে ১২১’ নম্বরযুক্ত ফ্লাইটটি চলাচল করে নয়াদিল্লি থেকে ব্যাংককে এবং ‘ইউকে ১৫১’ নম্বরযুক্ত ফ্লাইটটি নয়াদিল্লি থেকে সিঙ্গাপুরে চলাচল করে।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে মূল টিকিটটি খুঁজে পাওয়া যায় ‘লাইভ ফ্রম অ্যা লাউঞ্জ’ নামের একটি ওয়েবসাইটে। মূল টিকিটটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, রাহুল গান্ধীর টিকিট দাবিতে ভাইরাল টিকিটটির ভ্রমণ তারিখ ছিল ২০১৯ সালের ৬ আগস্ট। এটি ভিস্তারা এয়ারলাইনসের সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক ফ্লাইটের। টিকিটটির মালিক ছিলেন অজয় আওতানি নামে এক ব্যক্তি।
টিকিটটি সম্পর্কে আরও নিশ্চিত হতে দ্য কুইন্ট অজয় আওতানির সঙ্গে যোগাযোগ করে। তিনি দ্য কুইন্টকে বলেন, রাহুল গান্ধীর ছবি দাবিতে ভাইরাল টিকিটটি তাঁর। এটি সম্পাদনা করে তাঁর নাম মুছে ফেলার মাধ্যমে রাহুল গান্ধীর নামে প্রচার করা হচ্ছে।
ভারতে চলছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে নির্বাচনের ফলাফলে বিজেপি এগিয়ে থাকলেও ২০১৪ এবং ২০১৯–এর মতো এ বার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না দলটির। গত দুইবারের নির্বাচনের চেয়ে ভালো অবস্থানে কংগ্রেস। তবে এর মধ্যেই এক্সে (সাবেক টুইটার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ব্যাংকক যাত্রার একটি বিমানের টিকিটের ছবি ভাইরাল হয়েছে। টুইটটিতে দাবি করা হচ্ছে, নির্বাচনের ফল ফলাফল ঘোষণার পর ৫ জুন (বুধবার) রাহুল গান্ধী ভারত ছাড়বেন।
যদিও ভারতের একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রাহুল গান্ধীর ব্যাংকক যাত্রার ভিস্তারা এয়ারলাইনসের কথিত ভাইরাল টিকিটটি পুরোনো একটি টিকিট এবং এর সঙ্গে রাহুল গান্ধীর কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত দ্য কুইন্ট অনুসন্ধানে দেখেছে, ভাইরাল টিকিটটি কাটা হয়েছিল ২০১৯ সালের ৬ আগস্ট। টিকিটটিতে রাহুল গান্ধীর নাম নেই। একাধিক সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।
ভাইরাল টিকিটটিতে ‘ইউকে ১২১’ এবং ‘ইউকে ১১৫’ আলাদা আলাদা দুটি ফ্লাইট নম্বর লেখা। ভিস্তারা এয়ারলাইনসের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ‘ইউকে ১২১’ নম্বরযুক্ত ফ্লাইটটি চলাচল করে নয়াদিল্লি থেকে ব্যাংককে এবং ‘ইউকে ১৫১’ নম্বরযুক্ত ফ্লাইটটি নয়াদিল্লি থেকে সিঙ্গাপুরে চলাচল করে।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে মূল টিকিটটি খুঁজে পাওয়া যায় ‘লাইভ ফ্রম অ্যা লাউঞ্জ’ নামের একটি ওয়েবসাইটে। মূল টিকিটটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, রাহুল গান্ধীর টিকিট দাবিতে ভাইরাল টিকিটটির ভ্রমণ তারিখ ছিল ২০১৯ সালের ৬ আগস্ট। এটি ভিস্তারা এয়ারলাইনসের সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক ফ্লাইটের। টিকিটটির মালিক ছিলেন অজয় আওতানি নামে এক ব্যক্তি।
টিকিটটি সম্পর্কে আরও নিশ্চিত হতে দ্য কুইন্ট অজয় আওতানির সঙ্গে যোগাযোগ করে। তিনি দ্য কুইন্টকে বলেন, রাহুল গান্ধীর ছবি দাবিতে ভাইরাল টিকিটটি তাঁর। এটি সম্পাদনা করে তাঁর নাম মুছে ফেলার মাধ্যমে রাহুল গান্ধীর নামে প্রচার করা হচ্ছে।
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১৬ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ দিন আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে