ফ্যাক্টচেক ডেস্ক
মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনাদাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতেদেখা যাচ্ছে, একজন যুবক একজন নারীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা এক ছোট শিশুকে যুবকটি ঘরে রেখে আসেন। তারপর সেই নারীকে যুবকটি মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নারীটি সজাগ হয়ে গিয়ে যুবককে আঘাত করেন এবং একটি ছোট ছেলেকে নিয়ে তিনি বরফের পথে হাটতে হাটতে চলে যান। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাগ যে কত ভয়ানক। স্বামী স্ত্রীর সামান্য রাগের কারণে তাদের ফুল ফ্যামিলি শেষ। মধ্যপ্রাচের একটি ঘটনা খুবই দুঃখজনক।’
মো. মহসিন মোল্লা (MD Mohasin Mollah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৬ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ বুধবার দুপুর একটা পর্যন্ত ১ হাজার ৬০০ কমেন্ট পড়েছে এবং ভিডিওটি ৫৮ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এসবের কোনো কোনো অ্যাকাউন্ট ভিডিওটিকে ‘নাটিকা’ বলে উল্লেখ কমেন্ট করে। আবার ঘটনাটি সত্য মনে করে কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। রূপালী রয় (Rupali Roy) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যারা বউয়ের গায়ে হাত তোলে তাদের আর কি বলব মানুষ এত খারাপ। ‘এসআই হৃদয় (Si Hridoy) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যে পুরুষরা রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর উপর নির্যাতন করে তারা কাপুরুষ।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে NYN নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। ভিডিওটির টাইটেলে লেখা, ‘ফাতেমার অলৌকিক ভাবে মুক্তির যাযাবর জীবন’।
NYN নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওতে দেখানো যুবক, নারী ও শিশুর পুর্বে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে।
তাছাড়া গত ৩০ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ পাওয়ার পরেও একই ব্যক্তিদের একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে, যার অর্থ প্রকৃতপক্ষে কেউ মারা যান নি।
চ্যানেলটির শুরুর দিকে একইজাতীয় কিছু ভিডিওতেহ্যাশট্যাগে ইরান ফিল্ম লেখা দেখতে পাওয়া যায়, যা প্রমাণ করে এগুলো মূলত ইরানের নাটিকা।
এছাড়া অনুসন্ধানে একই জায়গাসদৃশ স্থানকে ইরানের গ্রাম হিসেবে উল্লেখ হতে একধিক ভিডিওতে (১, ২) দেখা যায়।
সুতরাং, অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী এটা নিশ্চিত যে, ভিডিওটি একটি নাটিকা এবং ধারণা করা যায় ভিডিওটি ইরানের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনাদাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতেদেখা যাচ্ছে, একজন যুবক একজন নারীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা এক ছোট শিশুকে যুবকটি ঘরে রেখে আসেন। তারপর সেই নারীকে যুবকটি মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নারীটি সজাগ হয়ে গিয়ে যুবককে আঘাত করেন এবং একটি ছোট ছেলেকে নিয়ে তিনি বরফের পথে হাটতে হাটতে চলে যান। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাগ যে কত ভয়ানক। স্বামী স্ত্রীর সামান্য রাগের কারণে তাদের ফুল ফ্যামিলি শেষ। মধ্যপ্রাচের একটি ঘটনা খুবই দুঃখজনক।’
মো. মহসিন মোল্লা (MD Mohasin Mollah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৬ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ বুধবার দুপুর একটা পর্যন্ত ১ হাজার ৬০০ কমেন্ট পড়েছে এবং ভিডিওটি ৫৮ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এসবের কোনো কোনো অ্যাকাউন্ট ভিডিওটিকে ‘নাটিকা’ বলে উল্লেখ কমেন্ট করে। আবার ঘটনাটি সত্য মনে করে কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। রূপালী রয় (Rupali Roy) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যারা বউয়ের গায়ে হাত তোলে তাদের আর কি বলব মানুষ এত খারাপ। ‘এসআই হৃদয় (Si Hridoy) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যে পুরুষরা রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর উপর নির্যাতন করে তারা কাপুরুষ।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে NYN নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। ভিডিওটির টাইটেলে লেখা, ‘ফাতেমার অলৌকিক ভাবে মুক্তির যাযাবর জীবন’।
NYN নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওতে দেখানো যুবক, নারী ও শিশুর পুর্বে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে।
তাছাড়া গত ৩০ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ পাওয়ার পরেও একই ব্যক্তিদের একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে, যার অর্থ প্রকৃতপক্ষে কেউ মারা যান নি।
চ্যানেলটির শুরুর দিকে একইজাতীয় কিছু ভিডিওতেহ্যাশট্যাগে ইরান ফিল্ম লেখা দেখতে পাওয়া যায়, যা প্রমাণ করে এগুলো মূলত ইরানের নাটিকা।
এছাড়া অনুসন্ধানে একই জায়গাসদৃশ স্থানকে ইরানের গ্রাম হিসেবে উল্লেখ হতে একধিক ভিডিওতে (১, ২) দেখা যায়।
সুতরাং, অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী এটা নিশ্চিত যে, ভিডিওটি একটি নাটিকা এবং ধারণা করা যায় ভিডিওটি ইরানের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ধারণ করা হয়েছে।
তাহসান খানের বিয়ের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে পাকিস্তানের এক যুবকের বিয়ের দৃশ্য। ভিডিওতে দেখা ব্যক্তি মৃত মাকে মনে করে আবেগাপ্লুত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি তাহসানের বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এই দাবির কোনো প্রমাণ নেই। আজকের পত্রিকার ফ্যাক্টচেক অনুসন্ধা
২ দিন আগেশরিফুল হক ডালিমের স্ত্রী দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘জন্মগতভাবে কেউ ভিলেন থাকে না, পরিস্থিতি তাকে ভিলেন বানিয়ে দেয়! আমার নিম্মি হও। আমি তোমার ডালিম হব।’ ভিডিওতে আরও দাবি করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল শরিফুল হক ডালিমের স্ত্রী নিম্মিকে বন্দী
৩ দিন আগেসন্তান প্রসবের সময় একজন নারী কেমন ব্যথা অনুভব করেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে। তা হলো- একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর একাধিক পোস্টে দাবি করা হয়, সন্তান প্রসবের সময় নারী যে ব্যথা অনুভব করেন, তা ৫৭ ডেলের চেয়েও
৩ দিন আগেচব্বিশের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহ আবার বিয়ে করেছেন— এমন দাবিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবির ক্যাপশনে লেখা, ‘আরেক টি বিয়ে করলেন হাস
৪ দিন আগে