ফ্যাক্টচেক ডেস্ক
আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। একই অঞ্চলের দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের কাছেও আফগানিস্তানের এই ঘটনা ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক ছবি ও ভিডিও। সেই ছবি ও ভিডিওগুলো অসংখ্য শেয়ারও হচ্ছে মুহূর্তেই।
এর মধ্যে বিভ্রান্তিকর কিছু ছবি ও ভিডিও পোস্ট করে নেটাগরিকদের ভুল তথ্যও দেওয়া হচ্ছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে এমনই একটি ছবি।
তিনজন সহচরসহ তালেবানের সহ–প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদরের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি কাবুলে তালেবানদের প্রেসিডেন্ট ভবন দখলের ছবি। গত ১৫ আগস্ট একটি নাইজেরীয় সংবাদমাধ্যম তাদের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে এমন দাবি করে। এরপর একই তথ্যসহ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছবিটি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে গুগলে অনুসন্ধান করে ছবিটি রাশিয়ান অনলাইন সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ১৯ মার্চ। ছবিটি তুলেছিলেন বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী আলেকসান্দর জেমালিয়ান।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, তালেবান সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদর এবং তালেবান প্রতিনিধি দলের অন্য সদস্যরা একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন।
আফগান সরকার, তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার অংশ হিসেবে গত মার্চে মস্কোতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মধ্যস্থতাকারীরা আফগানিস্তানের মাটি থেকে অন্য কোনো গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতায় প্রশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।
এই সম্মেলনে অংশ নেওয়া রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের প্রতিনিধিরা আফগানিস্তানে সহিংসতা বন্ধ এবং যুদ্ধরত পক্ষগুলোকে রাজনৈতিক–কূটনৈতিক সমঝোতার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানিয়েছিলেন।
আজকের পত্রিকায় প্রকাশিত কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ দখল সম্পর্কিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সিদ্ধান্ত
ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়া মোল্লা আবদুল গনি বেরাদর ও তাঁর সঙ্গে অন্য তালেবান নেতাদের দলগত ছবিটি সম্প্রতি কাবুলে প্রেসিডেন্ট ভবন দখলের নয়। এটি গত মার্চে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত আফগান সরকার ও তালেবানসহ বহুপক্ষীয় একটি শান্তি আলোচনার ছবি।
আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। একই অঞ্চলের দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের কাছেও আফগানিস্তানের এই ঘটনা ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক ছবি ও ভিডিও। সেই ছবি ও ভিডিওগুলো অসংখ্য শেয়ারও হচ্ছে মুহূর্তেই।
এর মধ্যে বিভ্রান্তিকর কিছু ছবি ও ভিডিও পোস্ট করে নেটাগরিকদের ভুল তথ্যও দেওয়া হচ্ছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে এমনই একটি ছবি।
তিনজন সহচরসহ তালেবানের সহ–প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদরের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি কাবুলে তালেবানদের প্রেসিডেন্ট ভবন দখলের ছবি। গত ১৫ আগস্ট একটি নাইজেরীয় সংবাদমাধ্যম তাদের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে এমন দাবি করে। এরপর একই তথ্যসহ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছবিটি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে গুগলে অনুসন্ধান করে ছবিটি রাশিয়ান অনলাইন সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ১৯ মার্চ। ছবিটি তুলেছিলেন বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী আলেকসান্দর জেমালিয়ান।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, তালেবান সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদর এবং তালেবান প্রতিনিধি দলের অন্য সদস্যরা একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন।
আফগান সরকার, তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার অংশ হিসেবে গত মার্চে মস্কোতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মধ্যস্থতাকারীরা আফগানিস্তানের মাটি থেকে অন্য কোনো গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতায় প্রশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।
এই সম্মেলনে অংশ নেওয়া রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের প্রতিনিধিরা আফগানিস্তানে সহিংসতা বন্ধ এবং যুদ্ধরত পক্ষগুলোকে রাজনৈতিক–কূটনৈতিক সমঝোতার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানিয়েছিলেন।
আজকের পত্রিকায় প্রকাশিত কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ দখল সম্পর্কিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সিদ্ধান্ত
ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়া মোল্লা আবদুল গনি বেরাদর ও তাঁর সঙ্গে অন্য তালেবান নেতাদের দলগত ছবিটি সম্প্রতি কাবুলে প্রেসিডেন্ট ভবন দখলের নয়। এটি গত মার্চে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত আফগান সরকার ও তালেবানসহ বহুপক্ষীয় একটি শান্তি আলোচনার ছবি।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১০ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে