Ajker Patrika

ভিডিওটি কি ফিলিস্তিনের ইসরায়েলের বিমান ধ্বংসের?

ফ্যাক্টচেক ডেস্ক
ভিডিওটি কি ফিলিস্তিনের ইসরায়েলের বিমান ধ্বংসের?

চলমান হামাস–ইসরায়েল সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় সাড়ে ২১ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, ‘ফিলিস্তিন ইসরায়েলের বিমানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।’ 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় ২ হাজার বার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি দেখা হয়েছে প্রায় এক লাখ ৬৪ হাজার বার। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এটি ছাড়াও একই দাবিতে ৩ মিনিটেরও একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

তবে ভিডিওগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এগুলো কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গেমিং এসএল ফাইভ ওয়ান ফাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের পয়লা মে ‘এনবিএস মেন্টিস সি-র‍্যাম- জার্মান এয়ার ডিফেন্স ইন অ্যাকশন- শুটিং ডাউন এফ-২২ র‍্যাপ্টর জেটস-আরমা ৩’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটিতে দেখানো  দৃশ্যটি বাস্তব নয়। এটি আরমা ৩ নামে একটি  ভিডিও গেম থেকে সংগ্রহ করা হয়েছে। 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটির মিলও খুঁজে পাওয়া যায়।  

মূল ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর তুলনা। ছবি: ফেসবুক সিদ্ধান্ত 

উপরোক্ত বিশ্লেষণসমূহ থেকে প্রতীয়মান হয় যে, একমাস ধরে চলমান হামাস–ইসরায়েল সংঘাতে ফিলিস্তিন ইসরায়েলের বিমান ধ্বংস করছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধের অংশ নয়। প্রকৃতপক্ষে ‘আরমা ৩’ নামের একটি ভিডিও গেমের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত