ফ্যাক্টচেক ডেস্ক
চলমান হামাস–ইসরায়েল সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় সাড়ে ২১ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, ‘ফিলিস্তিন ইসরায়েলের বিমানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় ২ হাজার বার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি দেখা হয়েছে প্রায় এক লাখ ৬৪ হাজার বার।
তবে ভিডিওগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এগুলো কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গেমিং এসএল ফাইভ ওয়ান ফাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের পয়লা মে ‘এনবিএস মেন্টিস সি-র্যাম- জার্মান এয়ার ডিফেন্স ইন অ্যাকশন- শুটিং ডাউন এফ-২২ র্যাপ্টর জেটস-আরমা ৩’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটিতে দেখানো দৃশ্যটি বাস্তব নয়। এটি আরমা ৩ নামে একটি ভিডিও গেম থেকে সংগ্রহ করা হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটির মিলও খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
উপরোক্ত বিশ্লেষণসমূহ থেকে প্রতীয়মান হয় যে, একমাস ধরে চলমান হামাস–ইসরায়েল সংঘাতে ফিলিস্তিন ইসরায়েলের বিমান ধ্বংস করছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধের অংশ নয়। প্রকৃতপক্ষে ‘আরমা ৩’ নামের একটি ভিডিও গেমের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
চলমান হামাস–ইসরায়েল সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় সাড়ে ২১ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, ‘ফিলিস্তিন ইসরায়েলের বিমানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় ২ হাজার বার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি দেখা হয়েছে প্রায় এক লাখ ৬৪ হাজার বার।
তবে ভিডিওগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এগুলো কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গেমিং এসএল ফাইভ ওয়ান ফাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের পয়লা মে ‘এনবিএস মেন্টিস সি-র্যাম- জার্মান এয়ার ডিফেন্স ইন অ্যাকশন- শুটিং ডাউন এফ-২২ র্যাপ্টর জেটস-আরমা ৩’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটিতে দেখানো দৃশ্যটি বাস্তব নয়। এটি আরমা ৩ নামে একটি ভিডিও গেম থেকে সংগ্রহ করা হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটির মিলও খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
উপরোক্ত বিশ্লেষণসমূহ থেকে প্রতীয়মান হয় যে, একমাস ধরে চলমান হামাস–ইসরায়েল সংঘাতে ফিলিস্তিন ইসরায়েলের বিমান ধ্বংস করছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধের অংশ নয়। প্রকৃতপক্ষে ‘আরমা ৩’ নামের একটি ভিডিও গেমের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
১৩ ঘণ্টা আগে‘তাপসী তাবাসসুম উর্মি (Tapashee Tabassum Urmi)’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, এটি আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আসা দর্শকদের মারামারির ভিডিও। এটি আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে...
১৪ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে দাবি করা হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনূস হটাও আন্দোলনে উত্তাল চট্টগ্রাম’। আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ হাজার বার...
২ দিন আগেচিন্ময় দাসের আটক পরবর্তী সময়ে গত বুধবার (২৭ নভেম্বর) শুভেন্দু অধিকারী নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সোয়া তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, এটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের ঘটনা।
২ দিন আগে