দুবাইয়ের মার্কেটে বৃষ্টির সঙ্গে ঢুকছে মাছ, ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩: ৫৩
Thumbnail image

মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। এতে সারা বছর মরুভূমির মতো শুষ্ক থাকা দুবাইয়ের প্রধান কয়েকটি মহাসড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ‘দুবাই মার্কেটে শিলা বৃষ্টি, ডুকেছে পানি সাথে মাছ’ ক্যাপশনে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুপারশপের মেঝেতে পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ছোটাছুটি করছে। সুপারশপটির কর্মীরা মাছগুলোকে ধরার চেষ্টা করছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ২৫ মিনিটে ‘জাফরুল তালুকদার’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটি শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৩ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৭১ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৫৪ হাজার। 

ভাইরাল ভিডিওটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ভাইরাল হগ (ViralHog)’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ভিডিওটি পেজটিতে পোস্ট করা হয়। তবে পেজটিতে ভিডিওটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

পরে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম ইনফোবাইয়ে একটি প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়। ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটিতে ভিডিওটি সম্পর্কে বলা হয়, সুপারশপের ফ্লোরে মাছ ছোটাছুটির ভিডিওটি জর্জিয়ার রাজধানী তিবিলিসির অন্যতম বৃহৎ একটি সুপারমার্কেটের। ওই মার্কেটের মাছের একটি বড় ট্যাংক হঠাৎ ফেটে যায়। এতে মাছগুলো সুপারশপের মেঝেতে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ঘটে ওই বছরের ২ ফেব্রুয়ারি। 

বৃষ্টির সঙ্গে মাছ ঢোকার দাবিতে ভাইরাল ভিডিওটি জর্জিয়ার, ২০১৮ সালের ভিডিওএকই তথ্য জানা যায় যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ইউনাইডেট প্রেস ইন্টারন্যাশনালে (ইউপিআই) একইদিনে অর্থাৎ ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও। অর্থাৎ আরব আমিরাতের দুবাইয়ে বৃষ্টির পানির সঙ্গে মাছ ঢুকে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত