ফ্যাক্টচেক ডেস্ক
মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। এতে সারা বছর মরুভূমির মতো শুষ্ক থাকা দুবাইয়ের প্রধান কয়েকটি মহাসড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ‘দুবাই মার্কেটে শিলা বৃষ্টি, ডুকেছে পানি সাথে মাছ’ ক্যাপশনে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুপারশপের মেঝেতে পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ছোটাছুটি করছে। সুপারশপটির কর্মীরা মাছগুলোকে ধরার চেষ্টা করছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ২৫ মিনিটে ‘জাফরুল তালুকদার’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটি শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৩ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৭১ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৫৪ হাজার।
ভাইরাল ভিডিওটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ভাইরাল হগ (ViralHog)’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ভিডিওটি পেজটিতে পোস্ট করা হয়। তবে পেজটিতে ভিডিওটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম ইনফোবাইয়ে একটি প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়। ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটিতে ভিডিওটি সম্পর্কে বলা হয়, সুপারশপের ফ্লোরে মাছ ছোটাছুটির ভিডিওটি জর্জিয়ার রাজধানী তিবিলিসির অন্যতম বৃহৎ একটি সুপারমার্কেটের। ওই মার্কেটের মাছের একটি বড় ট্যাংক হঠাৎ ফেটে যায়। এতে মাছগুলো সুপারশপের মেঝেতে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ঘটে ওই বছরের ২ ফেব্রুয়ারি।
একই তথ্য জানা যায় যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ইউনাইডেট প্রেস ইন্টারন্যাশনালে (ইউপিআই) একইদিনে অর্থাৎ ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও। অর্থাৎ আরব আমিরাতের দুবাইয়ে বৃষ্টির পানির সঙ্গে মাছ ঢুকে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার।
মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। এতে সারা বছর মরুভূমির মতো শুষ্ক থাকা দুবাইয়ের প্রধান কয়েকটি মহাসড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ‘দুবাই মার্কেটে শিলা বৃষ্টি, ডুকেছে পানি সাথে মাছ’ ক্যাপশনে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুপারশপের মেঝেতে পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ছোটাছুটি করছে। সুপারশপটির কর্মীরা মাছগুলোকে ধরার চেষ্টা করছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ২৫ মিনিটে ‘জাফরুল তালুকদার’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটি শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৩ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৭১ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৫৪ হাজার।
ভাইরাল ভিডিওটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ভাইরাল হগ (ViralHog)’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ভিডিওটি পেজটিতে পোস্ট করা হয়। তবে পেজটিতে ভিডিওটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম ইনফোবাইয়ে একটি প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়। ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটিতে ভিডিওটি সম্পর্কে বলা হয়, সুপারশপের ফ্লোরে মাছ ছোটাছুটির ভিডিওটি জর্জিয়ার রাজধানী তিবিলিসির অন্যতম বৃহৎ একটি সুপারমার্কেটের। ওই মার্কেটের মাছের একটি বড় ট্যাংক হঠাৎ ফেটে যায়। এতে মাছগুলো সুপারশপের মেঝেতে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ঘটে ওই বছরের ২ ফেব্রুয়ারি।
একই তথ্য জানা যায় যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ইউনাইডেট প্রেস ইন্টারন্যাশনালে (ইউপিআই) একইদিনে অর্থাৎ ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও। অর্থাৎ আরব আমিরাতের দুবাইয়ে বৃষ্টির পানির সঙ্গে মাছ ঢুকে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৯ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে